ভিডিও হোম স্টুডিও ( প্রোডাকশন ) সেটআপের আদ্যপান্ত, কি কি, কিভাবে, কত? সব এক সাথে!
অতি কম খরচে নিজের চেষ্টায় বাড়িতে বসেই আপনি আপনার ভিডিও বানানোর জন্য নিজের স্টুডিও সেটাপ করে নিতে পারেন। নিচের উপকরণ গুলো একদম বেসিক পর্যায়ের। আপনি চাইলে আরো দামী এবং ভালো উপকরণ ব্যবহার করতে পারেন।
♦UPVC পাইপ ৭ টা ২৪৫ টাকা।
♦এলবো ১২ টা ৯৬ টাকা।
♦টি ১২ টা ৯৬ টাকা।
♦টেপ ৪ টা ৮০ টাকা।
♦ র্কাটুন টেপ ১ টা ৩৫ টাকা।
♦ হ্যাস্কো ব্লেড ১ টা ১০ টাকা।
♦এন্টি কাটার ১ টা ৫০ টাকা।
♦ ফয়েল পেপার ১ রিম ২৭০ টাকা।
♦ ওয়ার্ক্স পেপার ৪ টা ১২ টাকা।
♦ PVC র্বোড ১ পিচ ৪২০ টাকা।
♦এস্পে পেইন্টিং ১ টা ১৬০ টাকা।
♦ আইকা ১ টা ৮০ টাকা।
♦ বাল্ব ৪ টা ১২০০ টাকা।
♦ হোল্ডার ৪ টা ৬০ টাকা।
♦ তার ১৫ গজ ২১০ টাকা।
♦ প্লাগ ২ টা ৫০ টাকা।
♦ কেচি ১ টা ৪৫ টাকা।
♦ র্কাটুন ৫ কেজি ৪০ টাকা।
♦ গুনা তার ১ বান্ডিল ২০ টাকা।
♦ ডিজিটাল ক্যামেরা ১ টা ৪০০০ টাকা।
♦ ট্রাইপড ১ টা ১০৫০ টাকা।
♦ মাইক্রো ফোন ১ টা ১১৫০ টাকা।
♦ গ্রীণ কাপড় ২০০ টাকা।
অনেকেরই প্রশ্ন থাকে ভাই সফট বক্সের উপর সাদা পেপারটার নাম কি ? কোথায় পাবো?
ঐ পেপারটার নাম ওয়ার্ক্স পেপার। সাধারণত এই গুলো স্টেনশনারীর দোকান অথবা কসমেটিক্সের দোকানে পাবেন।
আপনার সফট বক্স কিভাবে বানাবেন তার জন্য এই ভিডিও টি দেখতে পারেন https://www.youtube.com/watch?v=AZpjG_D9fAA
রিটেন বাইঃ MD ASHRAFUL ISLAM
এখনো আপনার মনে কোন প্রশ্ন আছে? অথবা আমাদের থেকে কল পেতে চান?
তাহলে নিচের ফরমটি পুরন করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো, ইংশাআল্লাহ! আপনি আমাদেরকে ০১৭১৬ ৯৮৮ ৯৫৩ / ০১৯১২ ৯৬৬ ৪৪৮ এই নাম্বারে কল করতে পারেন, অথবা ইমেল করতে পারেন hi@mahbubosmane.com এই ইমেলে, আমরা আপনাকে কোনভাবে সাহায্য করতে পারলে খুশি হব, ধন্যবাদ ।
মাহবুবওসমানী.কম এর সার্ভিস সমূহঃ