ওয়েবসাইট ট্র্যাফিক বাড়ানোর ৮০+ প্রুভেন মেথড!
ওয়েবসাইট ট্র্যাফিক বাড়ানোর ৮০+ প্রুভেন মেথড!
ধরুন, আপনার একটি মোবাইলের দোকান আছে, যাতে দৈনিক লোক আসে ১০০ জন, আপনার পাশের দোকানে আসে ৫০০ জন।
কার দোকানে সেল বেশি হবে?
খুব সহজেই সবাই বলে দিতে পারবেন , পাশের দোকানে সেল বেশি হবে ……
এখন একটু অংক করি, ধরি, ১০০ জন লোক থেকে মোবাইল কিনে ৫ জন অর্থাৎ ৫% সেল, তা হলে ৫০০ জন লোক থেকে সেল আসছে ২৫ টি। দেখুন , আপনার পাশের দোকানদার, আপনার চেয়ে ৪ গুন বেশি সেল করছে, এটা কি এমনি এমনি হয়ে গেছে?
না সে নিশ্চয়ই এমন কিছু টেকনিক ফলো করে যা তাকে আপনার চেয়ে ৪ গুন বেশি ভিজিটর দিচ্ছে বা প্রফিট দিচ্ছে।
অনালাইনে আপনার ওয়েবসাইটের ব্যাপারটাও অনেকটা সেম, যার ওয়েবসাইটে ট্র্যাফিক বেশি তার সেল বেশি অথবা প্রফিট বেশি । তবে হ্যাঁ বেশি সেল পেতে হলে ট্র্যাফিক কে বিভিন্ন ভাবে অপ্টিমাইয করতে হয়।
হ্যাঁ আজকের আলোচনা হচ্ছে ,
৮০+ মেথড ইউস করে কীভাবে ওয়েবসাইটে ট্র্যাফিক এনে সেল বাড়াবেন। আমি শিউর কেউ যদি এই মেথডগুলোতে মাস্টার হয়ে যান, তা হলে আপনি আপনাকে একজন ডিজিটাল মার্কেটার দাবি করতেই পারেন। কারন, ঘুরেফিরে এই ট্র্যাফিক জেনারেশনের কাজটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মেইন কাজ, হোক তা অনলাইন বা অফলাইন।
বাংলাদেশে অনেকেই ওয়েবসাইট দিয়ে উপক্রিত হন না কারন আপনাদের ওয়েবসাইট আপনারা ছাড়া অন্য কেউ ভিজিট করেনা 😛 যার কারনে ওয়েবসাইট হয়ে পড়ে ইউজলেস।
আর বাস্তবতা হচ্ছে আপনাকে ওয়েবের দিকে যেতেই হবে, কারন সব কিছু টেকনোলোজি বেইজড হয়ে গেছে।
দেখুন, যেইসব নিয়ে মানুষ আলোচনা করছে, অলমোস্ট সব কিছু টেকনোলজি বেইজড, …
- ওয়েব বানাবেন? টীকে থাকতে হলে ভিজিটর লাগবে…
- এপ বানাবেন? টীকে থাকতে হলে ভিজিটর/ ডাউনলোড লাগবে…
- সফটওয়্যার বানাবেন, টীকে থাকতে হলে ভিজিটর লাগবে…
- প্রোডাক্ট সেল করবেন? সার্ভিস সেল করবেন? সেল করতে হলে ভিজিটর লাগবে
- ভিজিটর বা ট্র্যাফিক ছাড়া আপনার জীবন আচল ……
- ফেইসবুক / টিকটক / বিভিন্ন এপ্লিকেশন এতো দ্রুত কোটি কোটি ডলার কীভাবে কামাচ্ছে?
তাদের ভিজিটর আছে, এই ভিজিটর কে তারা মনিটাইজ করছে বিভিন্ন ভাবে।
তো চলুন দেখে নেয়া যাক সেই ৮০+ ট্র্যাফিক বা ভিজিটর জেনারেশন মেথড, যা আপনার বিজনেস কে নিয়ে যাবে সফলতার চুড়ান্ত পর্যায়েঃ https://mahbubosmane.com/how-to-increase-website-traffic/
বিস্তারিত এই লিংক থেকে দেখে নিন।
এখনো আপনার মনে কোন প্রশ্ন আছে? অথবা আমাদের থেকে কল পেতে চান?
তাহলে নিচের ফরমটি পুরন করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো, ইংশাআল্লাহ! আপনি আমাদেরকে ০১৭১৬ ৯৮৮ ৯৫৩ / ০১৯১২ ৯৬৬ ৪৪৮ এই নাম্বারে কল করতে পারেন, অথবা ইমেল করতে পারেন hi@mahbubosmane.com এই ইমেলে, আমরা আপনাকে কোনভাবে সাহায্য করতে পারলে খুশি হব, ধন্যবাদ ।
মাহবুবওসমানী.কম এর সার্ভিস সমূহঃ