ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে রাজনৈতিক প্রচারণা
আমাদের দৈনন্দিন কার্যক্রমে ডিজিটাল ছোয়া লাগলে পরিশ্রম অনেক কমে যায়, সেই সাথে ফলাফল অত্যন্ত ভাল হয়। কিন্তু এটা সত্য আমাদের দেশের যেকোন কিছুতেই ডিজিটাল পরিবর্তনের ছোঁয়া অনেক দেরিতে আসছে। সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচনের প্রচারে কেউ কেউ ডিজিটাল পদ্ধতিতে প্রচারণা শুরু করেছেন, এটা ভালো লক্ষণ। এখনো যারা ডিজিটাল প্রচারণার ব্যাপারে সঠিক পরিকল্পনা করতে পারছেন না, তাদের জন্যই আমি আমার অভিজ্ঞতার আলোকে একটি সংক্ষিপ্ত গাইডলাইন প্রস্তুত করেছি।
প্রার্থীর নিজস্ব ওয়েবসাইট
সংক্ষিপ্তঃ প্রার্থীর অবশ্যই নিজস্ব একটি ওয়েবসাইট থাকতে হবে। সেই ওয়েবসাইটের মাধ্যমে নিয়মিত একটা বড় অডিয়েন্স গড়ে তুলতে পারলে তাদেরকে পরবর্তীতে ভোটারে রুপান্তর করা সম্ভব। আর ফেসবুক পেইড মার্কেটিং করার ক্ষেত্রেও সাইটে পিক্সেল সেটআপ করে রিটার্গেটিং মার্কেটিং করতে ওয়েবসাইটটি অনেক কার্যকরী হবে। ওয়েব সাইটটিকে কার্যকরী করার জন্য কিছু পরামর্শঃ
ক) হোমপেইজে যা যা থাকবে:
- প্রার্থীর পরিচয়।
- ভোটে জিতলে কি কি করবে তার ওয়াদা।
- এলাকাতে বিদ্যমান বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরা হবে, এবং তার কাযকরী সমাধানের সুস্পষ্ট পদক্ষেপ তুলে ধরা হবে। এটা ইনফোগ্রাফিক ডিজাইন হবে। যা এলাকার মানুষদের দ্বারা প্রচুর শেয়ার হবে।
- অতীতে কি করেছি সেগুলো নিয়ে স্লাইড ভিডিও।
- প্রতিদিন বিভিন্ন সমস্যার টপিকস নিয়ে সাক্ষাৎকার ভিডিও।
- দিনের কাযসূচী
- দিনের বিভিন্ন কর্মসূচীর ছবি এবং ভিডিও গ্যালারী।
- ভোটারদের বিভিন্ন প্রশ্নের ধারাবাহিক ১টি উত্তর।
খ) সাইটে থাকবে একটা ব্লগ সেকশনঃ
- ব্লগটিতে এলাকার লোকজন তার বিভিন্ন কাজের প্রশংসনীয় উদ্যোগ নিয়ে লিখবেন।
- দিনের বিভিন্ন কর্মসূচী নিয়ে নিউজ সেকশন, যা ভোটারদের কাছে আপনার অবস্থান পরিস্কার করবে।
- বি:দ্রঃ ক) সাইটের প্রতিটা পোস্টে ইনফোগ্রাফিক ব্যবহারে সবচাইতে গুরুত্ব দিতে হবে।
- খ) সাইটে প্রফেশনালমানের রেকর্ডিং ভিডিও এবং ১টি প্রফেশনাল স্লাইড ভিডিও পোস্ট করতে হবে।
প্রার্থীর জন্য একটি ফেইসবুক পেইজ
যেকোন প্রোডাক্ট এবং ব্যক্তির ব্রান্ডিংয়ে সফলতা নির্ভর করে কনটেন্ট মার্কেটিংয়ের উপর। এই কনটেন্ট আইডিয়া এবং কনটেন্ট তৈরিতে দক্ষতা না দেখালে কোন প্রচারণা সফলতা পায়না।
রাজনীতিক ব্যক্তির ফেসবুক পেইজের কিছু কনটেন্ট আইডিয়া দিচ্ছি:
সংক্ষিপ্তঃ একই ধরনের কনটেন্ট মানুষকে আকর্ষণ করতে পারেনা। তাই যাতে সকল ধরনের কনটেন্ট নিয়মিতভাবেই যায়, সেজন্য কনটেন্ট ক্যালেন্ডার প্রস্তুত করে মার্কেটিং করা উচিত। তাহলে একই টাইপ কনটেন্ট যেরকম হবেনা, সেই সাথে নিয়মিত বিভিন্ন ধরনের কনটেন্ট রিডাররা পাবে। তাতে খুব দ্রত ব্রান্ডিং হবে। ইমেজ, ভিডিও কনটেন্টগুলো লিখা কনটেন্টের চাইতে ৪০% বেশি ভাইরাল হয়। এগুলো মানুষজন শেয়ারও করে অনেক। তবে অবশ্যই যত বেশি প্রফেশনাল ডিজাইন কিংবা ভিডিও হবে, তত বেশি দ্রুত রেজাল্ট পাওয়া যায়। তাই এ বিষয়গুলো নজরে রেখেই কাজ করা উচিত।
ক) পোস্ট ক্যাটাগরিঃ
- পেইজে প্রতিদিন মিনিমাম ৭-১০টা পোস্ট করতে হবে।
- প্রতিদিন ২টা ইনফোগ্রাফিক পোস্ট।
- অবশ্যই একটা স্লাইড ভিডিও পোস্ট।
- ১টা লাইভ প্রশ্ন উত্তর ভিডিও।
- ১টা প্রি-প্রিপেয়ারড ভিডিও পোস্ট।
- প্রতিদিনের কার্যসুচী তাৎক্ষনিক ছবি, শর্ট ভিডিও।
- নির্বাচনী এলাকার ব্যক্তিদের মতামত ভিডিও।
- মিডিয়ার নিউজ পোস্ট শেয়ার করতে হবে।
খ) কনটেন্ট আইডিয়াঃ
- নিজের বিভিন্ন বক্তব্যের কোটেশন নিয়ে ইমেজ।
- নিজের বিভিন্ন বক্তব্যের কোটেশন নিয়ে স্লাইড ভিডিও।
- নিজের বিভিন্ন কর্মপরিকল্পনার নিয়ে ইমেজ।
- নিজের কর্মপরিকল্পনা নিয়ে স্লাইড ভিডিও।
- প্রতিপক্ষের কাজের সমালোচনার ইমেজ।
- প্রতিপক্ষের কাজের সমালোচনার ভিডিও।
- নিজের অতীত কর্মকান্ড নিয়ে ইনফোগ্রাফিক ডিজাইন।
- নিজের অতীত কর্মকান্ড নিয়ে প্রফেশনাল ভিডিও।
- এলাকার বিভিন্ন সমস্যার সমাধান মূলক সিরিজ ইমেজ।
- এলাকার বিভিন্ন সমস্যার সমাধান মূলক ভিডিও।
- প্রতিদিনের কর্মসূচী হতে কোন একটা অভিজ্ঞতা শেয়ার, যা ওই এলাকার জনগণকে উপক্রিত করবে।
- একেক দিন একেকটা সমসাময়িক আলোচ্য বিষয় নিয়ে ৫-১০ মিনিটের ভিডিও।
- এলাকার জনসাধারনের সাথে যোগাযোগের জন্য লাইভ ভিডিও প্রোগ্রাম।
এছাড়া অন্যান্য যা যা করা উচিত
- এলাকার ভোটারদের কাছে এসএমএস মার্কেটিং, সপ্তাহে ১দিন।
- এলাকার ভোটারদের কাছে ইমেইল মার্কেটিং, অবশ্যই প্রফেশনাল ভাবে।
- ক্যাবল নেটওয়ার্কে প্রফেশনাল বিজ্ঞাপন কিংবা থিমসং প্রচার।
- নিয়মিত পত্রিকাগুলোতে বিভিন্ন কার্যক্রমের নিউজ পাবলিশের উদ্যোগ নিতে হবে।
এ কাজগুলো করবেন কিভাবে?
লেখকঃ পরিচালক, পিক্সেল হোস্ট
এখনো আপনার মনে কোন প্রশ্ন আছে? অথবা আমাদের থেকে কল পেতে চান?
তাহলে নিচের ফরমটি পুরন করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো, ইংশাআল্লাহ! আপনি আমাদেরকে ০১৭১৬ ৯৮৮ ৯৫৩ / ০১৯১২ ৯৬৬ ৪৪৮ এই নাম্বারে কল করতে পারেন, অথবা ইমেল করতে পারেন hi@mahbubosmane.com এই ইমেলে, আমরা আপনাকে কোনভাবে সাহায্য করতে পারলে খুশি হব, ধন্যবাদ ।
মাহবুবওসমানী.কম এর সার্ভিস সমূহঃ