Hit enter after type your search item
মাহবুবওসমানী.কম

ডিজিটাল মার্কেটিং এজেন্সি

একদম কম দামে কিনে নিন উইন্ডোজ লাইসেন্স!

/
/
/
2916 Views

windows-10-price-in-bangladesh-653x393উইন্ডোজ অপারেটিং সিস্টেম। অনেক ইউজ করেছি ইল্লিগ্যাল ভাবে। এমনকি একদম মাইক্রোসফট সার্ভার থেকে ডাউনলোডকৃত আইএসও ফাইল দিয়ে ইন্সটল করে স্কাইপ কলিং এর মাধ্যমে আজীবনের জন্য একটিভ করে। তারপর যতবার ফ্রেশ উইন্ডোজ ইন্সটল দিয়েছি ততবারই নেট কানেক্ট পাওয়ার সাথে সাথেই অটো একটিভ হয়ে যেত।
.
কিছু দিন আগে বোধোদয়ের উদ্রেক হল আমাকে তো এই ব্যাপারেও আমার রবের সামনে উপস্থিত হতে হবে। মাইক্রোসফট সেদিন পাই পাই করে যাবতীয় পাওনা আদায় করে ছাড়বে আমায় থেকে। তারপরেই নেটে খোঁজাখুঁজি শুরু হল লিগ্যাল ওয়েতে উইন্ডোজ ইউজ করা যায় কিভাবে। মাইক্রোসফট লাইভ সাপোর্টে চ্যাটও করলাম। বললাম আমি গরিব দেশের গরিব মানুষ (আলহামদুলিল্লাহ) এত বেশি দাম দিয়ে ওএস কিনে ইউজ করার মত সিচুয়েসনে নাই। তাই ইল্লিগ্যাল ওয়েতে একটিভ করে জেনুইন উইন্ডোজ ইউজ করি। আমাকে কি অনুমতি দেওয়া যায় এইভাবে ইউজ করতে! অনেক প্যাঁচায়ে পুচায়ে ধরেছিলাম। কিন্তু শুধু দুঃখ প্রকাশ করা ছাড়া ব্যাচারার আর কিছুই করার ছিল না।
.
লিনাক্সে কম্ফেরট্যাবল ফিল করি না। ব্যাকএন্ডের জন্য লিনাক্স অপ্রতিদ্বন্দ্বী হলেও ডেক্সটপে একদমই আগাতে পারে নি। শেষমেশ সিদ্ধান্ত নিলাম যত বাক ভাল্লুকই (“বাগ” যার অর্থ সফটওয়্যার ত্রুটি) থাকুক না কেন উইন্ডোজ ইনসাইডার (ফ্রি পরীক্ষামূলক সংস্করণ) ইউজ করবো। সেই তখন থেকেই ইনসাইডার চালাই।
.
হঠাৎ চোখে পরলো বাংলাদেশ থেকে নতুন বিজনেস স্টার্ট করা Bluedot Technology Ltd এর সিস্টার কন্সার্ন Premium License Key Store. উইন্ডোজ বিক্রি শুরু করেছে। একদম অবিশ্বাস্য দামে। ১৫-১৬ হাজারের উইন্ডোজ মাত্র ১৫০০ টাকায় ব্ল্যাক ফ্রাইডে অফারে। কিন্তু সমস্যা হচ্ছে দ্বিধায় পরে গেলাম এরা আবার ফ্রড নাতো? ব্ল্যাক মার্কেট থেকে Key সংগ্রহ করে তো আবার বাঙ্গালিদের খাওয়াচ্ছে না? তাহলে তো মাইক্রোসফটকে দেওয়া আমার রেভিনিউ এর মূল উদ্দেশ্যটাই পূরণ হবে না। তাই মাইক্রোসফটে লাইভ চ্যাট করে সিওর হয়ে নিলাম এরা অথরাইজড কিনা। মিকাইল নামের ভদ্রলোক জানাল হ্যাঁ এরা অফিশিয়াল। তাই আর দেরি না করে সাথে সাথেই অর্ডার দিয়ে দিলাম।
.
কারও দিনকে রাত আর রাতকে দিন করা সময়ের লেখা কোড দিয়ে আমি কোন সফটওয়্যার চুরি করে চালাতে চাই না। পাইরেসি থেকে দূরে থাকার জন্য অনেক প্রিয় idmও বাদ দিয়ে ফ্রি ইগলগেট ইউজ করা শুরু করেছি। একান্ত বাধ্য না হলে আর পাইরেসি করি না। চেষ্টায় আছি পুরোপুরি পাইরেসি মুক্ত হওয়ার। আল্লাহ সুবহানাহু তায়ালা যেন সেই সামর্থ দেন যেন পাইরেসি করে কোন সফটওয়্যার ইউজ করতে না হয়।
.
যাদের উপার্জনের মাধ্যম কম্পিউটার তারা অবশ্যই লিগাল ওয়েতে জেনুইন ওএস ইউজ করুন তা নাহলে আপনার এত কষ্টের উপার্জন শতভাগ হালাল হবে না। পাইরেটেড সফটওয়্যার সম্পর্কে শাইখ ডঃ মানজুরে এলাহির একটা ভিডিও এই লিঙ্ক https://youtu.be/oo69cNS5K_M থেকে দেখে নিতে পারেন।
.
আর যারা ইবে জাতীয় সাইট থেক ৩-৫ ডলারে OEM লাইসেন্স কিনে ভাবেন লিগ্যাল ভাবেই ইউজ করছেন তারা একটু অনলাইন দুনিয়ায় ঘাঁটাঘাঁটি করলেই বুঝতে পারবেন এটা হার্ডওয়্যার ছাড়া লিগ্যাল হবে না মাইক্রোসফট এর টার্মস অনুসারে। তাই যারা বিবেকবোধ আর রাব্বকে ভয়ের জন্য পাইরেসি থেকে মুক্ত হতে চান তাদের জন্য এ সুযোগ ছাড়া ঠিক হবে না। এই অফার সম্ভবত ৩০ তারিখ পর্যন্ত রাখবে। আর ওহ! এর সাথে একটা ১৬ জিবির পেন ড্রাইভও পাবেন  যার বাজার মূল্য মোটামুটি ৪০০-৫০০ টাকা। তাহলে উইন্ডোজের দাম পরবে হাজারের মত। লিগ্যাল ওয়েতে এর থেকে আর কম হয়তো কোথাও পাবেন না। কোম্পানির সাথে আমার বিন্দুমাত্রও কোন সম্পৃক্ততা নেই তাই অমুলক কোন মন্তব্য করবেন না দয়া করে।
.
অসংখ্য ধন্যবাদ আর ভালবাসা জানবেন Bluedot Ltd এর অথরিটি এমন একটি অফার দিয়ে আমাকে বৈধ ভাবে উইন্ডোজ ইউজের সুযোগ করে দেওয়ার জন্য।
.
ভেরিফাইয়ের বেটার ভিউ স্ক্রিনশটঃ http://prntscr.com/lnyjx2 http://prntscr.com/lnqs4j
.
ওদের সাইট এড্রেসঃ https://lkey.info/ For Windows Use coupon: BlackFriday18wrb, For Office 2016 Use coupon: BlackFriday18orb

Author: Masum Mahdi Nahid

 

এখনো আপনার মনে কোন প্রশ্ন আছে? অথবা আমাদের থেকে কল পেতে চান?

তাহলে নিচের ফরমটি পুরন করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো, ইংশাআল্লাহ! আপনি আমাদেরকে ০১৭১৬ ৯৮৮ ৯৫৩ / ০১৯১২ ৯৬৬ ৪৪৮ এই নাম্বারে কল করতে পারেন, অথবা ইমেল করতে পারেন hi@mahbubosmane.com এই ইমেলে, আমরা আপনাকে কোনভাবে সাহায্য করতে পারলে খুশি হব, ধন্যবাদ ।


    মাহবুবওসমানী.কম এর সার্ভিস সমূহঃ

     

    Leave a Comment

    Your email address will not be published. Required fields are marked *

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    This div height required for enabling the sticky sidebar
    Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views :