Hit enter after type your search item
মাহবুবওসমানী.কম

ডিজিটাল মার্কেটিং এজেন্সি

ডিজিটাল মার্কেটিং নাকি প্রোগ্রামিং! কোনটা শিখবেন?

/
/
/
2720 Views

what-do-you-want-to-learn

 

জি আপনাকে বলছি, আর্টিকেলটি পড়ার আগে ওয়াস্রুমে যাওয়া লাগলে বা ইম্পরট্যান্ট কোন কাজ থাকলে সেরে নিন। কারন এই বিশাল লেখাটি হজম করতে আপনার বেশ কিছু সময় দিতে হবে । কথা দিচ্ছি লেখটি পড়ার পর বুঝতে পারবেন আপনার কোন লাইনে যাওয়া উচিত । আর কোন লাইনে ইনকামই বা কেমন 😛

 

মার্কেটিং

 

মার্কেটিংঃ শব্দটা শুনতে ছোট মনে হলে এর মদ্ধে অনেক কিছু আছে । তবে শুধু মার্কেটিং থেকে ইনকাম বলতে বলা যায় কোন প্রোডাক্ট বা সার্ভিস প্রচারের মাধ্যমে বিক্রি করে যে অর্থ পাওয়া যাই সেটাই মার্কেটিং । তবে এ ক্ষেত্রে প্রোডাক্ট যদি অন্যের হয় তবে সেই প্রোডাক্ট এর একটা কমিশন পাওয়া যাই। যেমন অ্যামাজন এফিলিয়েট 

 

কি কি লাগবেঃ ইচ্ছা আর পরিশ্রম জি এই দুইটা হলে বাকিটাও হয়ে যাবে । সব কিছুরই একটা স্ট্যান্ডার্ড আছে আর রুলসও আছে । সেক্ষেত্রে মার্কেটিং করতে গেলে একটা ওয়েব সাইট থাকা জরুরী। তবে সেটা নির্ভর করবে আপনি কি নিয়ে কাজ করবেন সেটার ওপর । যেমন আপনি যদি Teesping, youtube নিয়ে কাজ করেন তাহলে কোন ওয়েবসাইট লাগবে না , আবার অ্যামাজন নিয়ে কাজ করলে লাগবে।

 

কিভাবে শুরু করবঃ মার্কেটিং শুরু করার আগে এস ই ও নিয়ে পড়াশুনা করতে হবে । সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে , ওয়েবসাইট বা আর্টিকেল কিভাবে রাঙ্ক করে, কিভাবে ট্রাফিক পাওয়া যায়, ইত্যাদি । এরপর কোন মার্কেটপ্লেসে কাজ করবেন কি প্রমোশন করবেন সেটা ঠিক করতে হবে । যেমন ধরুনঃ অ্যামাজন , টিস্প্রিং ,আলাবাবা আরো অনেক আছে। এবার ওই সকল মার্কেট প্লেস কিভাবে কাজ করে তাদের এফিলিয়েট সিস্টেম কি, কমিশন কত, কিভাবে পে করে, কি কি রুলস আছে
সব জানতে হবে । গুগল মামা সব জানে একটু জিগ্যেস করলে সব বলে দিবে । গুগল মামার লেখা পরে বুঝতে সমস্যা হলে ইউটিউব আছে।

ইনকাম কেমনঃ আমজনতার প্রশ্ন ইনকাম কত ? কবে ইনকাম শুরু হয় কে কত ইনকাম করে? একটা বাস্তব কথা হল ইনকাম টা আপনার স্কিল আর পরিশ্রম এর সমানুপাতিক । আপনি যেমন শ্রম দিবেন ইনকাম টা তেমন হবে, আবার সঠিক ভাবে শ্রম না দিলে ইনকাম যে হবে না সেটা ও স্বাভাবিক

আসল কথাই আসি আপনি, যদি অ্যামাজন নিয়ে কাজ করেন তবে সব কিছু ঠিকঠাক ভাবে হলে , ইনকাম আসতে ৩-৬মাস বা ১ বছর ও লাগতে পারে । আবার টিস্প্রিং, ইউটিউব নিয়ে কাজ করলে ১-২ মাসেও ইনকাম আসা করতে পারেন , তবে পুরটাই আপনার স্কিল আর শ্রমের সমানুপাতিক।

মার্কেটিং করে মাসে ১০০-১০০০০ ডলার ইনকাম করে এমন মানুষ বাংলাদেশেই আছে । তবে সঠিক ভাবে শ্রম না দিলে ১০০ কেন ১ ডলার ও যে পকেটে আসবে না সেটা ও মনে রাখবেন ।

প্রোগ্রামিং

প্রোগ্রামিংঃ শুনলেই ভেতরে অন্যরকম একটা ফিলিংস কাজ করে । প্রোগ্রামার হব সফটওয়্যার বানাবো আহা । কাজের ক্ষেত্রে সব সেক্টর ই অনেক বিশাল তবে আমার মতে প্রোগ্রামিংটা একটু বেশি। কারন একজন প্রোগ্রামার হতে গেলে সব বিসয় জানতে হয়। যেমন ধরেন একজন প্রোগ্রামার একটা কিওয়ার্ড রিসার্চ টুলস বানাবে, সে যদি কিওয়ার্ড রিসার্চ কি না জানে তাহলে কিভাবে বানাবে । যাইহোক কাজের কথাই আসি প্রোগ্রামিং করতে হলে CSE তে পরতে হবে এমন আষাঢ়ে গল্প অনেকে সুনে থাকবেন । আসলে আগ্রহ থাকলে যে কেউ প্রোগ্রামিং এ আসতে পারে । সি, সি++, জাভা, পাইথন, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট আরও অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। যেকোনো একটা ভাল ভাবে শিখলে ভাল ক্যারিয়ার করা পসিবল। আর একটা ভাল পারলে অন্য গুলা শিখতে বেশি টাইম লাগে না ।

কি কি লাগবেঃ আগেও বলেছি আবার বলছি ইচ্ছা আর প্রচুর পরিশ্রম, জি এই দুই টা হলে বাকিটা এমনি হয়ে যাবে। প্রোগ্রামিং করার জন্য মিড লেভেলের একটা কম্পিউটার হলেই হবে আর ইন্টারনেট এর কথা নাই বল্লাম  । আর হ্যাঁ আপনার লজিক যদি
ভাল না হয়, ম্যাথ যদি ভাল না বুঝেন তবে থেমে থাকার কোন দরকার নেই। আপনার যদি ইচ্ছা থাকে আপনি পারবেন শুধু একটু বেশি শ্রম দিতে হবে এই।

কিভাবে শুরু করবঃ গুগল মামা আর ইউটিউবের পেট থেকে যা পারেন বের করে পড়াশুনা শুরু করে দেন। যেকোনো একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রাকটিস করেন । নানা ধরনের প্রোগ্রামিং রিলেটেড সমস্যা সমধান করেন । বিভিন্ন সোশ্যাল গ্রুপে সমস্যা নিয়ে পোস্ট করুন পারলে অন্যদের সমস্যা সমাধান করেন। 

ধীরে ধীরে দেখবেন আপনার প্রোগ্রামিং স্কিল বাড়তে থাকবে। এবার আপনার প্রোগ্রামিং রিলেটেড কিছু প্রোজেক্ট করে ফেলুন । এই ধরুন যদি আপনি ওয়েব প্রোগ্রামিং করেন তবে , স্কুল ম্যানেজমেন্ট, অফিস ম্যানেজমেন্ট ইত্যাদি প্রোজেক্ট করে ফেলুন । নতুন নতুন ফিচার অ্যাড করুন । যদি App Developer হন তবে কিছু অ্যাপ বানিয়ে প্লে স্টোরে দিন ।

ইনকাম কেমনঃ আসল কথা  যদি মার্কেটপ্লেসে কাজ করেন একজন ভাল প্রোগ্রামারের ইনকাম ঘণ্টায় ৫-১৫০ ডলার বা তার বেশি বা কম হয়। নিজের অ্যাপ বা সফটওয়্যার বানিয়ে সেল করতে পারেন । আর সব থেকে বড় কথা লোকাল জব মার্কেটে প্রোগ্রামার এর চাহিদা অনেক বেশি । বাংলাদেশ এর প্রেক্ষাপটে আপনি ভাল প্রোগ্রামার হলে ৩০,০০০-২০০০০০লাখ টাকা বেতনে জব পেতে পারেন  । আর যদি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করি তবে facebook বা google এর কিছু সফটওয়্যার ডেভেলপার এর বেতন মাসিক ১ কোটি টাকার মত

আসলে আপনি যেটা নিয়ে কাজ করেন করেন না কেন পরিশ্রম করলে যেকোন সেক্টরে অন্যদের থেকে এগিয়ে যাওয়া কোন ব্যাপার না, হোক সেটা মার্কেটিং বা প্রোগ্রামিং ক্যারিয়ার টা সম্পূর্ণ আপনার নিজের  আপনার কি ভাল লাগে সেটা আপনাকেই জানতে হবে, অন্যরা কি করছে কার কত ইনকাম সেটা দেখে কোন লাভ নাই ।

কারন আপনি কারো যায়গায় যেতে পারবেন না আবার আপনার যায়গায় কেউ আসতে পারবে না । লেখায় ভুল হওয়া স্বাভাবিক আসলে মার্কেটিং বা প্রোগ্রামিং দুইটাই অনেক বিশাল জগত । সামনে একদিন লিখব মার্কেটিং বা প্রোগ্রামিং এর কোন একটা পার্ট শিখেও কিভাবে আর্নিং করা যায় সেটা নিয়ে, চোখ রাখুন www.bn.MahbubOsmane.com এর পর্দায় সরি ওয়েব পেইজে।

এখনো আপনার মনে কোন প্রশ্ন আছে? অথবা আমাদের থেকে কল পেতে চান?

তাহলে নিচের ফরমটি পুরন করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো, ইংশাআল্লাহ! আপনি আমাদেরকে ০১৭১৬ ৯৮৮ ৯৫৩ / ০১৯১২ ৯৬৬ ৪৪৮ এই নাম্বারে কল করতে পারেন, অথবা ইমেল করতে পারেন hi@mahbubosmane.com এই ইমেলে, আমরা আপনাকে কোনভাবে সাহায্য করতে পারলে খুশি হব, ধন্যবাদ ।


    মাহবুবওসমানী.কম এর সার্ভিস সমূহঃ

     

    2 Comments

    1. আমি ইলেকট্রনিক আইটেমের ব্যবসা করি. আপনার টিপস গুলো খুবিই ভালো. আমি শিখতে চাই ডিজিটাল মার্কেটিং আমি শিখতে চাই

      • আমাদের একটা অফার চলছে, মাত্র ২০০০ টাঁকায় ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি হতে পারেন, আরো বিস্তারিত জানতে কল করুন ০১৭১৬ ৯৮৮ ৯৫৩

    Leave a Comment

    Your email address will not be published. Required fields are marked *

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    This div height required for enabling the sticky sidebar
    Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views :