ওয়েব সাইটের বাউন্স রেট
কেমন হবে ওয়েব সাইটের Bounce Rate?
আগে জানুন ওয়েবসাইটের বাউন্স রেট কি?
উত্তরঃ একটি সাইটের প্রাথমিক ভিজিটরের পারসেন্টিজ, যারা অন্য সাইটে চলে যায় ওই সাইটে ভালো ভাবে ভিজিট না করেই, এটা কে বাউঞ্চ রেট বলে।
Wikipedia defines bounce rate as: the percentage of initial visitors to a site who “bounce” away to a different site, rather than continue on to other pages within the same site.
একটি ওয়েবসাইট এর বাউন্স রেট নিরূপণ করতে ব্যবহৃত সূত্র:
Bounce Rate= একটি ওয়েব পেজের মোট সংখ্যক ভিজিটর / ওই ওয়েব পেজের বর্তমান ভিজিটরের সংখ্যা।
কেমন হবে ওয়েব সাইটের বাউন্স রেট?
ভয়াবহ – 80% -100%
খারাপ – 55% থেকে 80%
মাঝামাঝি – 55% – 40%
গুড – 26% – 40%
খুব ভাল – 0% – 25%
Bounce Rate কমাতে কিছু টিপসঃ
১। ল্যান্ডিং পেজ প্রাসঙ্গিক করুন।
২। আপনার ওয়েব পেজের লোডিং সময় কমান।
৩। দর্শক একটি দুর্বল কীওয়ার্ড ব্যবহার করে আপনার পেজে চলে আসলে এমন হতে পারে, তাই সঠিক কীওয়ার্ড ব্যবহার করতে হবে।
৪। স্প্যাম কল টু একশন ব্যবহার করবেন না।
আপডেট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সেবা পেতে, আমাদের সাথে যোগাযোগ করুন।
এখনো আপনার মনে কোন প্রশ্ন আছে? অথবা আমাদের থেকে কল পেতে চান?
তাহলে নিচের ফরমটি পুরন করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো, ইংশাআল্লাহ! আপনি আমাদেরকে ০১৭১৬ ৯৮৮ ৯৫৩ / ০১৯১২ ৯৬৬ ৪৪৮ এই নাম্বারে কল করতে পারেন, অথবা ইমেল করতে পারেন hi@mahbubosmane.com এই ইমেলে, আমরা আপনাকে কোনভাবে সাহায্য করতে পারলে খুশি হব, ধন্যবাদ ।
মাহবুবওসমানী.কম এর সার্ভিস সমূহঃ