যেসব কারনে তোমরা চাকরি তো দূরের কথা! ইন্টারভিউ’র ডাকই পাওনা?
যেসব কারনে তোমরা চাকরি তো দূরের কথা! ইন্টারভিউ’র ডাকই পাওনা?
- > জব পোস্টটা ভাল মত না পড়েই, সেই কাজটা তুমি আদৌ করতে পারবে কি না? সেটা না বুঝেই আবেদন করো। অফিস বয়ের পোস্টে মাস্টার্স পাশ ক্যান্ডিডেট আবেদন করে বসে থাকো।
- > জব পোস্ট যদি ফেসবুকে হয় তাহলে সেখানে কমেন্ট করে বেতন জানতে চাও। পোস্টদাতাকে ইনবক্স করো।
- > চাকরি লাগবে তোমার কিন্তু কমেন্ট / ইনবক্স করে রিকোয়েস্ট করে তোমার বয়/গার্ল ফ্রেন্ড! এমনকি তোমার সিভিটাও আসে তার মেইল থেকে!
- > যখন আরবের লোকেরা আল্লাহকে ভুলে গিয়েছিল! তখন যে একটা সিভি তৈরী করেছিলে সেটাই কোনরকম আপডেট ছাড়া সব সময় সবখানে পাঠিয়ে দেও।
- > সিভি তৈরী করো কপি পেস্ট করে। সুতরাং সিভিতে প্রচুর ভুল / মিথ্যা তথ্য থাকে। ইমপ্লয়ার এটা দেখে বিরক্ত হয় আর সিভিগুলো ডিলিট করতে থাকে।
- > সিভি মেইল করো কিন্তু কোন মেইল কোন সাবজেক্ট লিখো না।
- > সিভি সরাসরি মেইল না করে ফরোয়ার্ড করো। ফলে সেই মেইলে প্রচুর অপ্রয়োজনীয় কনটেন্ট থাকে যা বিরক্তিকর।
- > সিভির সাথে কোন কাভার লেটার বা মেইল বক্সে কোন টেক্সট থাকে না। বিষয়টা এমন যে, তুমি কোন বন্ধুকে সিভি পাঠাচ্ছো!
ইমপ্লয়ার তাঁর কাঙ্খিত প্রার্থী সম্পর্কে প্রথম ধারনাটা লাভ করে এই সিভি সংক্রান্ত কমিউনিকেশন থেকেই। এটাতে যে এগিয়ে থাকলো সে চলে যাবে পরের ধাপে। সেখানে অন্যান্য ক্রাইটেরিয়াগুলো মিলে গেলে ইন্টারভিউর ডাক আসবে। অতি সাধারণ মানের কোন প্রতিষ্ঠানেও এন্ট্রি লেবেলের একটা জব পোস্টের জন্যে আবেদন করে গড়ে ৫০ জন। একটা বিষয় ভেবে দেখো – যেখানে শুধুমাত্র সিভি সিলেক্ট করানোর জন্যেই তোমাকে ৫০ জনের সাথে প্রতিযোগীতা করতে হচ্ছে সেখানে ঐ জবটা উইন করার জন্যে তোমাকে আরো কত যোগ্য ও দক্ষ হতে হবে?
লাইফটা তোমার। কি করবে, কি না করবে? সেই সিদ্ধান্তও তোমার। টিকে থাকতে চাইলে হয় কন্টিনিউ শিখতে থাকো। সময়ের সাথে সাথে নিজেকে দক্ষ ও যোগ্য করতে থাকো আর নয়তো প্রতিযোগীতার এই তীব্র স্রোতে স্রেফ ভেসে যাও।
Author: Sajjat Hossain
এখনো আপনার মনে কোন প্রশ্ন আছে? অথবা আমাদের থেকে কল পেতে চান?
তাহলে নিচের ফরমটি পুরন করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো, ইংশাআল্লাহ! আপনি আমাদেরকে ০১৭১৬ ৯৮৮ ৯৫৩ / ০১৯১২ ৯৬৬ ৪৪৮ এই নাম্বারে কল করতে পারেন, অথবা ইমেল করতে পারেন hi@mahbubosmane.com এই ইমেলে, আমরা আপনাকে কোনভাবে সাহায্য করতে পারলে খুশি হব, ধন্যবাদ ।
মাহবুবওসমানী.কম এর সার্ভিস সমূহঃ