Hit enter after type your search item
মাহবুবওসমানী.কম

ডিজিটাল মার্কেটিং এজেন্সি

স্টার্টআপ কোম্পানির মারাত্মক কিছু ভুল!

/
/
/
2116 Views
Reasons-A-Company-Died

Not researching about market needs

 

০১। স্টার্টআপ শুরু করার আগে একদমই রিসার্স করেনা। গবেষনায় দেখা গেছে ৪২% স্টার্টআপ ফেইল করে মার্কেট নিডস না থাকার কারনে।

Not Keeping Enough Cash Before Starting

০২। পর্যাপ্ত ক্যাশ নিয়ে শুরু করেনা। ২৯% কোম্পানি এই কারনে ফেইল করে। আপনাকে অন্তত ২ বছরের ক্যাশ হাতে নিয়ে শুরু করতে হবে, ৩ বছর হলে আরো বেশি ভালো হয়।

 

Not Building The Right Team

 

০৩। সঠিক টিম নিয়ে কাজ শুরু করেনা। ২৩% কোম্পানি এই কারনে ফেইল করে। স্টার্টআপ টিমে অবশ্যই এক্সপার্ট কর্মি নিতে হবে, বাংলাদেশে এই ভুল ম্যাক্সিমাম কোম্পানি করে, কম টাকায় বেশি ইমপ্লয়ি নেয়। এখানে আমার সাজেশন হচ্ছে ৪৫ হাজার টাকায় ৩ জন না নিয়ে ৪০০০০ হাজার টাকায় একজন নেন, এন্ড অফ দা ডে আপনার স্টার্টআপ লাভবান হবে।

আর কোনভাবেই স্টার্টআপে পেইড ইন্টার্ন নেয়া যাবেনা, ইন্টার্ন নিতে হলে ফুল ফ্রি, যাতে তার থেকে আউটপুট না আসলে স্টার্টআপের কোন লস না হয় এবং তার পিছনে খুব বেশি সময় দেয়া না লাগে।
কাজ দিয়ে যাচাই বাঁচাই করে হায়ার করতে হবে, রিটেন টেস্ট, মৌখিক টেস্ট, দেন পেইড টাস্ক দিয়ে মিনিমাম ১-২ মাস যাচাই  করে ইমপ্লয়ি নিতে হবে।
ওভার স্পেন্ডিং অথবা আন্ডার স্পেন্ডিং করা যাবেনা, মিডিয়াম পজিশনে থেকে খরচ করতে হবে।
খুব দ্রুত টিম কে বড় করার দরকার নেই। আপনাকে হিসাব করতে হবে যাকে নিয়োগ করবেন তার জন্য পর্যাপ্ত কাজ আছে কিনা? কতোদিন থাকবে তার কাজ।

Grow traffic. Earn more pre-qualified leads. If you don’t rank, don’t pay. Performance-Based SEO Services. Learn More

Starting With Getting Out-competed Product or Services

০৪। প্রতিযোগিতা করে পারা যাবেনা, এমন কিছু নিয়ে শুরু করা যাবেনা। ১৯% কোম্পানি এই কারনে ব্যর্থ হয়। যেমনঃ বাংলাদেশে এখন বিকাশ রকেটের মত মানি ওয়ালেট কোম্পানি, আবার রাইড শেয়ারিং এপ, আরো অনেক বের করা যাবে। তবে এদের মার্কেট রিসার্স করে কিছু নিডস বের করে বিজনেস করার স্কোপ আছে। যেমনঃ এখন প্রচুর মটরসাইকেল নস্ট হবে, তাই এই মেরামত বিজনেস ভালো চলবে।

 

Setting Lower or Over Pricing

 

০৫। খুব এলোমেলো প্রাইসিং, আমরা বাংলাদেশীরা প্রাইসিং খুব কমিয়ে দেই, যাতে করে মার্কেটে টিকে থাকা কষ্টকর হয়ে যায়, আমার জানামতে ৫০০০ টাকায় ইকমার্স সাইট করে দেয় এমন কোম্পানি আছে।
এমন প্রাইসিং নির্ধারন করতে হবে, যাতে করে মার্কেটে টিকে থাকা যায়, মনে রাখবেন প্রাইস কমিয়ে মার্কেটে টিকা যায় না, বরং মার্কেট নস্ট হয়, সার্ভিস ভালো দিয়ে মিডিয়াম প্রাইস দিয়ে মার্কেটে টিকে থাকতে পারবেন।

Not Keeping Enough Marketing Budget

০৬।  মার্কেটিং বাজেট আমাদের একদমই থাকেনা, হাই ফাই অফিস, অফিসে সব পদে লোক থাকে, ভালো লোক থাকেনা কেবল মার্কেটিং ডিপার্টমেন্টে , এই সমস্যা টা আমাদের খুব বেশি, আমরা মনে করি মার্কেটিং এমন জিনিস এটা সবাই পারে।
আমি বলছিনা ডে ওয়ান থেকে মার্কেটার নিতে, তবে প্রোডাক্ট সার্ভিস রেডি হয়ে গেলে ৫০% এখানেই দেয়া উচিত।  ১৫% বিজনেস ফেইল করে ভালো মার্কেটিং বাজেট না থাকার কারনে।
Modern Web Design Services Developed to Grow Your Business. Learn More

Poor Customer Service / Support

০৭। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে , কাস্টমার সার্ভিস, যেইদিন থেকে আপনি সার্ভিস অথবা প্রোডাক্ট রিলিজ করবেন, ওইদিন থেকে কাস্টমার সার্ভিসে জিরো টলারেন্স , কাস্টমার সাপোর্ট পোর্টাল এবং CRM ইউস করতে হবে।

Some others important points:

  • আমরা অরগানাইয হয়ে বিজনেস শুরু করিনা।
  • আমাদের ফাউন্ডার / মালিক / পার্টনারদের মধ্যে ভালো চুক্তি থাকেনা।
  • নিজেদের জন্য স্যালারি ধরিনা।
  • আমাদের সুনির্দিষ্ট লক্ষ্যে নাই আর থাকলেও তাতে স্থির থাকিনা।
  • নতুন টেকনোলোজি ইউস করতে চাইনা ঝামেলার ভয়ে।
  • জানিনা কে/কারা আমাদের আসল কাস্টমার।
  • আমরা একাই ১০০, অনেক কিছু একজনে করতে চাই।
  • সেলস আর প্রফিটের মাঝে পার্থক্য করতে জানতে হবে।
  • ব্রান্ডিং করার জন্য অবশ্যই ডিজাইনের দিকে গুরুত্ব দিতে হবে, এটাকে আফটার থট ভাবলে হবেনা।
  • ইনভেস্টরদের পিছনে না ঘুরে, কাস্টমারের জন্য ভ্যালু এড করার ট্রাই করতে হবে, তারাই ইনভেস্টর নিয়ে আসবে।
  • কথা প্রচুর শুনা এবং কম বলার অভ্যাস করতে হবে।
  • হেল্প চাইতে হবে।
  • গ্রোথ প্ল্যান করতে হবে ।
  • শুরতেই এডের পিছনে টাকা খরচ করা যাবেনা।
  • ল’ইয়ার থেকে পরামর্শ নিয়ে আইনি দিক গুলো প্রথমেই সেরে নিতে হবে।
  • কাগজপত্র / একাউন্টস / লাইসেন্স আপ্টুডেট রাখতে হবে।

 

 

Content That Walks, Talks & Sells. We know search engines, and we know your readers. Let’s create Best Content For Your Website. Learn More

 

To Sum Up

৫+ বছর যাবত ছোট বড় কিছু কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা থেকে এই পয়েন্টগুলো মনে আসলো, কোন কিছু বাদ পড়লে কমেন্টে জানাবেন, যোগ করে দিবো। স্টার্টআপ /কোম্পানি ডেভেলাপমেন্ট বিষয়ে আরো বিস্তারিত জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করতে এখানে ক্লিক করুন।  আমার ব্যাপারে যানতে এই লিংকে ক্লিক করুন।

 

এখনো আপনার মনে কোন প্রশ্ন আছে? অথবা আমাদের থেকে কল পেতে চান?

তাহলে নিচের ফরমটি পুরন করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো, ইংশাআল্লাহ! আপনি আমাদেরকে ০১৭১৬ ৯৮৮ ৯৫৩ / ০১৯১২ ৯৬৬ ৪৪৮ এই নাম্বারে কল করতে পারেন, অথবা ইমেল করতে পারেন hi@mahbubosmane.com এই ইমেলে, আমরা আপনাকে কোনভাবে সাহায্য করতে পারলে খুশি হব, ধন্যবাদ ।


    মাহবুবওসমানী.কম এর সার্ভিস সমূহঃ

     

    Leave a Comment

    Your email address will not be published. Required fields are marked *

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    This div height required for enabling the sticky sidebar
    Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views :