আপনার যা কিছু আছে তা নিয়েই আন্তরিক ভাবে কাজ শুরু করেদিন!
একটা মজার গল্প, যা পড়লে আজ থেকেই ইনকাম করা শুরু করতে পারবেন।
এক লোক মাইক্রোসফটের মেইন অফিসে গেলো চাকুরির খোঁজে। তেমন শিক্ষা বা যোগ্যতা নেই তাও কোন একটা কাজ হলেই হবে।
তার ইন্টার্ভিউ নেওয়া হলো, জানানো হলো শুধু মাত্র একটা পোস্ট খালি আছে যে পোস্টে সে কাজ করতে পারবে। আর তা হলো ক্লিনিং,বা ঝাড়ুদার।
লোক টা রাজি হলো,তো অফিসের লোক তার থেকে তার ডিটেইলস লিখে নিচ্ছিল,ঠিকানা ফোন নাম্বার এসব আরকি, ইমেইল আইডি টাও চাইল, তো জবাবে লোক টা বললো যে তার ইমেইল আইডি নেই বা সে চিনেই না ইমেইল আসলে কি !!
তো অফিসের লোক তাকে একটু নিচু করলো,যে তুমি মাইক্রোসফটের অফিসে কাজ করতে আসছো আর তোমার নিজেরই কোন ইমেইল নেই !! এবং তাকে চাকুরি টা আর দিলো না।
ভারাক্রান্ত মনে লোক টা বের হয়ে এলো,পাশে বাজার ছিল,তার পকেটে ছিল ২০ ডলার,সে সেই ২০ ডলার দিয়ে কয়েক কেজি টমেটো কিনলো আর সেগুলো ৩০ ডলারে সেল করলো,১০ ডলার লাভ করে সে তো মহা খুশি,আবার সে টমেটো কিনে আবার ১০ ডলার লাভ করে সেল করলো,সে বেশ মজা পেয়ে গেলো !!
As a top digital marketing blog, you can count on MahbubOsmane.com for specialized Digital Marketing Consulting Services. Learn More
এভাবে সে ডেইলি টমেটো বেচতো,প্রথমে কয়েক কেজি, এরপর কয়েক ঝুড়ি,এরপর কয়েক ট্রলি,এরপর কয়েক ট্রাক করে সেল করতো, এবং এভাবে করে করে একদিন সে অনেক গুলো টমেটো বাগানের মালিক হলো এবং বিশাল বিশাল কারখানাও খুললো,সেখানে টমেটোর সব ধরনের আইটেম বানানো হতো।
এভাবে করে কয়েক বছরে সে একজন নাম করা সাক্সেসফুল বিজনেসম্যান হয়ে গেলো,সব খানে তার খুব নামডাক। সবাই এক নামেই চিনে।
এক দিন এক নামী পত্রিকা থেকে লোক এলো তার সাক্ষাতকার নিতে। তার এই সফলতার পিছনের গল্প বলতে বললো !!
তো সে সেই মাইক্রোসফট অফিসের কাহিনী টা বললো, যে সাক্ষাতকার নিচ্ছে সে বেশ অবাক হলো !! “ বলেন কি ! এই জুগে কারো আবার ইমেইল থাকে না নাকি! এতো বড় বিজনেসম্যান আপনি, আপনার ইমেইল নেই ??!! ”
জবাবে লোক টা হেসে বলে – “ দেখো, যদি আমার ইমেইল আইডি থাকতো তাহলে আজ আমি একজন সাধারণ ঝাড়ুদার হতাম আর তুমি বসে আমার সাক্ষাতকার ও নিতে না ”
গল্প টা আমার কাছে অনেক শিক্ষণীয় মনে হলো .
Author: Zainab Al Gazi
মোরাল অফ দা স্টোরিঃ আপনার যা কিছু আছে তা নিয়েই আন্তরিক ভাবে কাজ শুরু করেদিন, ইংশাআল্লাহ, আল্লাহ্ বরকত দিবেন।
হ্যাপি আর্নিং!
Modern Web Design Services Developed to Grow Your Business. Learn More
এখনো আপনার মনে কোন প্রশ্ন আছে? অথবা আমাদের থেকে কল পেতে চান?
তাহলে নিচের ফরমটি পুরন করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো, ইংশাআল্লাহ! আপনি আমাদেরকে ০১৭১৬ ৯৮৮ ৯৫৩ / ০১৯১২ ৯৬৬ ৪৪৮ এই নাম্বারে কল করতে পারেন, অথবা ইমেল করতে পারেন hi@mahbubosmane.com এই ইমেলে, আমরা আপনাকে কোনভাবে সাহায্য করতে পারলে খুশি হব, ধন্যবাদ ।
মাহবুবওসমানী.কম এর সার্ভিস সমূহঃ