Simple Path to Consistent Income – উপার্জন কে নিয়মিত করতে হলে যা যা করা উচিত।
Simple Path to Consistent Income – উপার্জন কে নিয়মিত করতে হলে যা যা করা উচিত।
আমরা কেন নিয়মিত ভাবে ভালো উপার্জন করতে পারিনা?
- ১। কারন, আমরা যেই কাজটি ভালো পারি, তা নিয়মিত ভাবে ঠিকমতো করিনা।
- ২। আমরা প্রচুর সুইস করি, এটা ওটা করার চেষ্টা করি। নতুন কিছু করতে বা শিখতে মানা নেই বরং নতুন কিছু অবশ্যই শিখার দরকার আছে, তবে তা মেইন কাজকে কোনভাবেই হ্যাম্পার করে নয়।
- ৩। উদ্যোক্তা / ফ্রিল্যান্সার / ব্যাবসায়িদের ইনকাম বিভিন্ন মাসে কম বেশি হয়, যেই মাসে বেশি হয়, পরের মাসে যে অনেক কম হতে পারে তা আর আমাদের মাথায় থাকেনা, অনেক বেশি খরচ করে বসে থাকি, এতে আমাদের বিপদে পড়তে হয় বা ধার/দেনা করে চলতে হয়।
- ৪। ধার/দেনা মানে হচ্ছে একটা বাড়তি টেনশন, এতে মুল কাজে অনেক বেশি হ্যাম্পার হয়ে ইনকাম অনেক বেশি কমে যেতে পারে, কন্সিস্ট্যান্ট ইনকামের জন্য এটা বড় একটা বাধা।
- ৫। নিয়মিত উপার্জন ঠিক রেখে এবং সাথে সাথে নতুন কিছু শিখে / অথবা নতুন বিজনেসের সাথে জড়িত হয়ে আমরা যাতে প্যাসিভ ইনকাম করতে পারি, এই জন্য আমি ১৫-২০ জন মানুষকে হেল্প করবো, ইংশাআল্লাহ।
- ৬। মার্কেটপ্লেস / অথবা মার্কেটপ্লেসের বাহিরে নিয়মিত কিভাবে কাজ পাবেন, এই ব্যাপারে বিশেষ গাইডলাইন থাকবে।
হেল্প কিভাবে করবো / কতো জনকে করবো?
- অনলাইনে ১৫ জনকে এবং অফলাইনে মানে আমার অফিসে রেখে ৫ জনকে, এর বেশি নিতে পারবোনা, কারন সাপোর্ট দিতে সমস্যা হবে।
- ভিডিও দিয়ে / সপ্তাহে ১/২ টি লাইভ ক্লাস নিয়ে ( লাইভ ক্লাস গুলোরো ভিডিও থাকবে ) / গ্রুপ এবং সাপোর্ট পোর্টালের মাধ্যমে /মার্কেটপ্লেস এবং মার্কেটপ্লেসের বাহিরের ক্লায়েন্ট রেফার করে।
কাদের জন্য নয় এই প্রোগ্রাম?
কাদের জন্য এই প্রোগ্রাম?
যারা কন্সিস্ট্যান্ট ক্লায়েন্ট /কাজ/লং টাইম প্রোজেক্ট / রিমোট জব পেতে চাচ্ছেন।
আপনি আমাকে ৬ থেকে ১২ মাস আমার কথা মতো সময় দিবেন, আমার ইন্সট্রাকশন গুলো ফলো করবেন, আপনার একটা কন্সিস্টেন্ট ইনকামের দায়িত্ব আমার, ইংশাআল্লাহ।
এই সাপোর্ট ফ্রী না পেইড?
ফ্রী দিতে পারলে আমার ভালো লাগতো, কিন্তু ফ্রী দেয়া যাবেনা, কারন আপনাদেরকে যেই রিসোর্স ( সার্ভার / সফটওয়্যার / কমিউনিকেশন টুলস/ লাইভ ক্লাস / রেকোর্ডেড ভিডিও) গুলো দিবো তার প্রতিমাসে ভালোই কষ্ট থাকবে।তারপরে আমার নিজের সাপোর্ট দিতে গিয়ে ভালো পরিমানে টাইম দিতে হবে, যাতে আমার ক্লায়েন্ট প্রোজেক্ট হ্যাম্পার হবে। তবে ভালো একটি কমিউনিটি তৈরি হলে সবাই এর মাধ্যমে উপকৃত হব, ইংশাআল্লাহ।তাই খুব অল্প এমাউন্ট ফি থাকবে। আর ফ্রী জিনিসের মূল্যায়ন থাকেনা, এই জিনিসটা আমরা সবাই জানি।
আরো বিস্তারিত জানতে আমার সাথে এই লিংক: https://calendly.com/mahbubosmane/15min-1 থেকে মিটিং শিডিউল করতে পারেন, ধন্যবাদ সবাইকে।
অথবা
এখনো আপনার মনে কোন প্রশ্ন আছে? অথবা আমাদের থেকে কল পেতে চান?
তাহলে নিচের ফরমটি পুরন করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো, ইংশাআল্লাহ! আপনি আমাদেরকে ০১৭১৬ ৯৮৮ ৯৫৩ / ০১৯১২ ৯৬৬ ৪৪৮ এই নাম্বারে কল করতে পারেন, অথবা ইমেল করতে পারেন hi@mahbubosmane.com এই ইমেলে, আমরা আপনাকে কোনভাবে সাহায্য করতে পারলে খুশি হব, ধন্যবাদ ।