Hit enter after type your search item
মাহবুবওসমানী.কম

ডিজিটাল মার্কেটিং এজেন্সি

অংশীদারি চুক্তিনামার শর্তসমূহ – Terms of Partnership Agreement

/
/
/
482 Views

অংশীদারি চুক্তিনামার শর্তসমূহ – Terms of Partnership Agreement

১। ব্যবসায়ের  প্রতিষ্ঠান: ——–আইটি.কম

২। ব্যবসায়ের  ঠিকানা: ক-৬৫/৫, শাহজাদপুর, গুলশান-ঢাকা-১২১২।

৩। ব্যবসায়ের ধরন / প্রকৃতি: ডিজিটাল মার্কেটিং ইন্সটিটিউট/  একাডেমী। 

৪। ব্যবসা এর উদ্দেশ্য এবং পরিধিঃ ——- নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়িয়া তোলা এবং এই উদ্দেশ্য সাধন কল্পে এর আনুষঙ্গিক কার্যাবলী সম্পাদন করা এবং ভবিষ্যতে অংশীদারি পক্ষসমূহের পারস্পরিক সম্মতিতে অন্য যে কোন আইন সম্মত ব্যবসা পরিচালনা করিতে পারিবে।

৫। ব্যবসা শুরুর তারিখঃ ব্যবসাটি ০১ জুলাই ২০২২ ইং তারিখ হইতে শুরু করিবে ।

৬। ব্যবাসায়ের মেয়াধঃ ব্যবসাটি আরম্ভ হইয়া অনির্দিষ্ট মেয়াদ কাল পর্যন্ত চলিবে।

৭। মূলধনঃ ব্যবসাটি নগদ ২ লাখ টাকা নিয়ে গঠিত হইবে এবং অংশিদারগ্ণ সমহারে এই মূলধন সরবরাহ করিবেন। পরবর্তীতে অতিরিক্ত মুল্ধনের প্রয়োজন হইলে অংশীদারী পক্ষগণ পর্যালোচনা ও মতানৈক্যের ভিত্তিতে সমহারে প্রয়োজনীয় মূলধন সরবরাহ করিবেন। 

৮। লভ্যাংশ উত্তোলনঃ অংশিদারি পক্ষগ্ণ প্রতি ৩ মাস অন্তর সম্ভাব্য অর্জিত লভ্যাংশ অনুমোদন করিয়া সমহারে (—- ৫০%, —— ৫০% ) নির্দিষ্ট পরিমাণ উত্তোলন করিতে পারিবেন।

৯। মুনাফা বন্টনঃ অংশিদারগ্ণ (—– ৫০%, —- ৫০% ) সমহারে মুনাফার অংশীদার হইবেন। 

১০। ব্যবসায়ের ক্ষতিঃ ব্যবসায়ের ক্ষতি হইলে অংশিদারগ্ণ সমহারে তাহা বহন করিবেন।

 

১১। ব্যবস্থাপনাঃ অংশিদারী পক্ষগ্ণ আলোচনার ভিত্তিতে ব্যবসায়ের ব্যবস্থাপনা পরিচালনার নীতি নির্ধারন করিবেন। তবে সকলের সম্মতিক্রমে জনাব —– ব্যবস্থাপনার দায়িত্ব পালন করিবেন এবং ইহার ভিত্তিতে তিনি মাসিক ২০,০০০ টাকা ভাতা গ্রহণ করিবেন। 

১২। কর্মচারী নিয়োগঃ অংশীদারগ্ণের অনুমোদনের ভিত্তিতে কর্মচারী নিয়োগ প্রদান করা হইবে। তবে  অংশীদারগ্ণের মধ্যে কেহ যদি কর্মচারী হিসাবে দায়িত্ব পালন করিতে আগ্রহ হন তবে তিনি অনশীদারগ্ণের অনুমোদন সাপেক্ষে প্রচলিত নিয়ম অনুযায়ী কর্মচারী হিসাবে ( অংশীদার হিসাবে প্রাপ্য ল্ভ্যাংশ ব্যতীত ) বেতন ভাতাদি প্রাপ্ত হইবেন । 

১৩। আম-মোক্তারনামাঃ চুক্তিনামার ১নং পক্ষ অর্থাৎ জনাব ———কে অংশীদারী ব্যবসায়ের কার্জ সম্পাদনের জন্য আম-মোক্তার নিযুক্ত করা হইল। এই ক্ষমতা বলে তিনি ব্যবসায়ের পক্ষ হইতে প্রাসঙ্গিক দলিলপত্র , চিঠিপ্ত্র, চেক স্বাক্ষর, বিল, ভাউচার, ইত্যাদি স্বাক্ষর করার অধিকার পাইবেন।

১৪। হিসাব রক্ষন, বার্ষিক হিসাব ও নিরিক্ষণঃ ব্যবসায়ের লেনদেন যথাযথভাবে রক্ষণ ও হিসাব বই সংরক্ষণ করা হইবে। ————– প্রতি বৎসরের ৩০ জুন কালান্তিক হিসাব সম্পাদন করিবেন। অংশীদারী পক্ষ সমূহের মধ্য হইতে কোন পক্ষ প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করিতে চাইলে তাহা অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ হইবে।

১৬।ব্যাংক একাউন্ট খোলা ও লেনদেনঃ উক্ত অংশীদারী কারবারের অংশীদারগ্ণের অনুমোদন সাপেক্ষে জনাব ——- ব্যাংক হিসাব পরিচালনা করিবেন এবং চেকে স্বাক্ষর করিয়া টাকা উত্তোলন এবং জমাদানের কার্জ সম্পাদন পরিবেন। 

১৭। নিষেধাজ্ঞাঃ  অত্র চুক্তিতে স্বাক্ষরকারী কোন অংশীদারই সকল অংশিদারগ্ণের লিখিত সম্মতি ছাড়া নিম্নোক্ত কার্যাবলী সম্পাদন করিতে পারিবেন নাঃ 

(ক) অত্র অংশীদারী ব্যবসা ব্যতীত বাংলাদেশের মধ্যে একই প্রকৃতির অন্য কোন অংশীদারী ব্যবসায় জড়িত হওয়া। 

(খ) অংশীদারির কোন অংশ অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হস্তান্তর করা । 

(গ) ব্যবসায়ের কোন সম্পত্তি ক্রয় বা বিক্রয় করা। 

(ঘ) প্রতিষ্ঠানের ক্ষতি হয় অথবা সুনাম নষ্ট হয় এমন কোন কাজ করা বা আলাপ আলোচনা করা। 

১৮। কোন অংশীদারকে বহিষ্কারঃ কোন অংশীদার উক্ত চুক্তিপ্ত্রের কোন শর্ত ভঙ্গ করিলে তাহাকে অন্যান্য অংশীদারগণের সম্মতিক্রমে তাহার প্রাপ্য প্রদান পূর্বক বহিষ্কার করা যাইবে।

১৯। কোন অংশীদার তাহার অংশ হস্তান্তর করিতে চাইলেঃ কোন অন্যান্য অংশীদারগ্ণের সহিত আলোচনাক্রমে সর্বসম্মতিতে লিখিত আকারে অন্যান্য অংশীদারগ্ণের নিকট বা একক কোনো অংশীদারের নিকট তাহার অংশ হস্তান্তর করিতে পারিবেন তবে অত্র চুক্তিনামার পক্ষ ব্যতীত তৃতীয় কোন পক্ষের নিকট অংশ হস্তান্তর করিতে পারিবেন না। 

উপরোক্ত শর্তসমূহ মানিয়া আমরা স্বেচ্ছায়, সজ্ঞানে নিম্নোক্ত ব্যাবসায়িক অংশিদারগন স্বাক্ষর করলাম। 

১। —– – নাম, স্বাক্ষর এবং তারিখ।

২।  —— – নাম, স্বাক্ষর এবং তারিখ।

৩। —— – নাম, স্বাক্ষর এবং তারিখ।

এখনো আপনার মনে কোন প্রশ্ন আছে? অথবা আমাদের থেকে কল পেতে চান?

তাহলে নিচের ফরমটি পুরন করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো, ইংশাআল্লাহ! আপনি আমাদেরকে ০১৭১৬ ৯৮৮ ৯৫৩ / ০১৯১২ ৯৬৬ ৪৪৮ এই নাম্বারে কল করতে পারেন, অথবা ইমেল করতে পারেন hi@mahbubosmane.com এই ইমেলে, আমরা আপনাকে কোনভাবে সাহায্য করতে পারলে খুশি হব, ধন্যবাদ ।


    মাহবুবওসমানী.কম এর সার্ভিস সমূহঃ

    Leave a Comment

    Your email address will not be published. Required fields are marked *

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    This div height required for enabling the sticky sidebar
    Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views :