Hit enter after type your search item
মাহবুবওসমানী.কম

ডিজিটাল মার্কেটিং এজেন্সি

এসইও ট্রেনিং | সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন ট্রেনিং | এসইও কোর্স ইন বাংলাদেশ। SEO Training

/
/
/
5083 Views

এসইও ট্রেনিং | সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন ট্রেনিং | এসইও কোর্স ইন বাংলাদেশ। SEO Training

 

এস.ই.ও আসলে কি?

 

Ans: এস.ই.ও হল সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন।

ইন্টারনেট হল তথ্যের ভান্ডার, আর এই ভান্ডারে ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্য খুজে পাওয়ার কিছু মাধ্যম হল “সার্চ ইঞ্জিন” । যেখানে আমাদের যে তথ্য দরকার তা লিখে দিয়ে খুজলেই আমরা পেয়ে যাই তথ্য। তথ্যটা কি হতে পারে? ধরি, আমার একটা SEO কোর্স করতে হবে, আমার তেমন কেউ পরিচিত নেই যে আমাকে পরামর্শ দিবে। আমি গুগুলে সার্চ করলাম “SEO Training Centre in Bangladesh” তৎক্ষণাৎ আমি পেয়ে যাব ফলাফলে কিছু ট্রেইনিং সেন্টারের ওয়েবসাইট, বা কোন পরামর্শ দেয় এমন ব্লগের তথ্য সম্বলিত আর্টিক্যাল।

কেন শিখবেন এসইও?

Ans: সার্চ মার্কেটিং ইন্ট্যারনেট বিজনেসের অপরিহার্য অংশ । সার্চ মার্কেটিংয়ের অত্যান্ত গুরত্বপূর্ণ অংশ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এক্সপার্ট হিসাবে রয়েছে বিশ্বব্যাপি আকর্ষনীয় ক্যারিয়ার গঠনের সুযোগ। তাছাড়া এস ই ও নলেজ ব্যাবহার করে ওয়েবে বিভিন্ন ভাবে আয় করা যায় । যেমন ব্লগিং , এফিলিয়েট মার্কেটিং কিংবা নিজের ব্যবসা হতে। যথাযথ প্রশিক্ষন , প্রস্তুতি এবং দিকনির্দেশনা নিয়ে এগুলে সাফল্য পাওয়া সহজ হয়ে উঠে ।

 

সবার মাঝে এস ই ও বিষয়টি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে । একথা সত্য আমাদের দেশে এস ই ও নিয়ে অনেকে কাজ করেছে । কিন্তু এদের অনেকে কোন রকম গাইডলাইন , প্রশিক্ষন ছাড়াই কাজ শুরু করেছে । অনেকের অনেক সময় লেগেছে সাফল্য পেতে। আবার অনেকে এখনো অনেকটা ব্যাসিক এস ই ও যেমন লিংক বিল্ডিংয়ের কয়েকটি কাজ ( বুক মার্কিং , লিংক হুইল তৈরি , আর্টিকেল সাবমিশেন ) করে থাকে। এতে প্রথমে ভালো আয় হলেও ক্যারিয়ার নিয়ে বেশ চিন্তায় থাকতে হয়। তুলনা মুলক ভাবে আউয়ারলি রেটও খুব কম হয় । দুঃখজনক ভাবে অনেক ক্ষেত্রে একডলারের নিচে হয় ।
আপ ওয়ার্ক, ইল্যান্স কিংবা অন্যন্য ফ্রিল্যান্সিং সাইটে অনেক ভালো মানের এস ই প্রজেক্ট রয়েছে । রেট যেমনি বেশি , বায়ারও থাকে অনেক সিরিয়াস ,প্রজেক্ট হয় দীর্ঘমেয়াদী , কম্পিটিশন থাকে কম এবং সত্যিকারের এস ই ও এক্সপার্ট হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার মতো কাজ। চিন্তার বিষয় হলো আমাদের এস ই ও এক্সপার্টরা এই ধরনের কাজ পাচ্ছেন না কিংবা করতে পারেন না।

আমরা রিসার্চ করে দেখেছি তার অন্যতম কারন এখানে এস ই ও নিয়ে যথাযথ প্রশিক্ষন , গাইডলাইন ও প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী এবং বিভিন্ন ধরনের টুলসের অভাব। তাছাড়াও সত্যিকার অর্থে ভালো মানের প্রশিক্ষকের অভাব রয়েছে। এরই সাথে যুক্ত আছে ট্রেনিং নিয়ে নানা ধরনের প্রতারনা।

কেন আমাদের এখানে এসইও কোর্স করবেন?

 

ভালো হয় যদি কথাটি আমরা না অন্যরা বলে। সাধারনতঃ যারা কোনো বিষয়ে প্রশিক্ষন নিতে আসে তাদের পক্ষে কাউকে মূল্যায়ণ করা সম্ভব কিংবা সহজ হয় না।সেই ক্ষেত্রে উচিত হচ্ছে ঐ প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের সাথে কথা বলে জেনে নেয়া। ওয়েবে রিসার্চ করে দেখা – তাদের বিজেনেস কেমন , তাদের ক্লায়েন্ট কারা , ক্লায়েন্টের ফিডব্যাক কেমন , অন্য এক্সপার্টরা তাদের সম্পর্কে কি বলছে। আমরা আপনাকে অনুরোধ করবো আমাদের সম্পর্কে একটু রিসার্চ করে দেখার জন্য। এছাড়া নীচের ছবিগুলিতে আমাদের কিছু ফিডব্যাক দেখুন।

ByteCode SEO Feedback

ByteCode SEO Feedback

আর ১০০+ ফিডব্যাক দেখতে এই লিংক ভিজিট করুন।

প্রাক্তন ছাত্র/ছাত্রীদের মন্তব্য জানতে তাদের ফেসবুক লিংক দেয়া হলো।

 

Ishrak Ahmed , Tania SumiMasud Ahmed, Mahi, করিমজাকারিয়া পারভেজ  ও Mahadi Hasan সহ আরো অনেকেই। ফেইসবুক গ্রুপ  যেখানে আমাদের সম্পর্কে জানতে পাবেন । দেশের শীর্ষ স্থানীয় এস ই ও এক্সপার্টদের আমাদের ব্যাপারে আস্ক করতে পারেন। মাহবুব ওসমানী সম্পর্কে জেনে নিন এখানে

আমাদের এসইও অভিজ্ঞতা ও জ্ঞানঃ

 

  • ==> আমরা ২০১১ সাল থেকে এস ই ও সার্ভিস দিয়ে আসছি ।
  • ==> কোর্সের মূল পরিচালনা কারী Mahbub Osmane বাংলাদেশের SEO Group Of Bangladesh হতে সার্টিফিকেট প্রাপ্ত ।
  • ==> সোশ্যাল মিডিবা ভিত্তিক বিভিন্ন এস ই ও গ্রুপে একজন এক্সপার্ট হিসাবে বেশ সমাদৃত ।
  • ==> সাফল্যের বিবেচনায় আমরা বাংলাদেশের প্রথম সারির আউটসোর্সিং সার্ভিস কোম্পানীর প্রতিষ্ঠাতাদের একজন।
  • ==> ২০১১ সাল হতে আমরা প্রায় ১০০+ সাইটের বিভিন্ন ধরনের সেবার দিয়ে আসছি ।
  • ==> এস ই ও আমাদের অন্যতম সার্ভিস । তাছাড়া আমরা নিজেদের বিজনেস সাইট, এফিলিয়েট সাইট সহ বিভিন্ন ধরনের সাইট পরিচালনা করে থাকি।
  • ==> ক্লায়েন্টের সাইটে ও আমাদের সাইটে কাজ করার অভিজ্ঞতা, আমাদের জ্ঞান ও রিসার্চের উপর ভিত্তি করে আমরা আমাদের কোর্সগুলো সাজিয়েছি।

নিজেকে তৈরি করুন এসইও কনস্যাল্টান্ট কিংবা প্রোজেক্ট প্ল্যানার হিসাবে!

 

Ans: এই কোর্সটি শুরু হবে সার্চ ইঞ্জন অপটিমাইজেশনের গুরুত্বপূর্ণ ও মৌলিক ধারণা দিয়ে। তারপর ধীরে ধীরে এ্যাডভান্সড ধারণা ও কৌশল নিয়ে আলোচনা এবং অনুশীলন করা হবে। কোর্স শেষে অংশ গ্রহণকারী সকলে একটি ওয়েব সাইটের পূনাঙ্গ এস, ই , ও পরিকল্পনা তৈরি করতে পারবে। তাছাড়া elance.com , upwork.com সহ অন্যান্য ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এস ই ও এসিটেণ্ট টাইপের কাজ নয় , এস ই ও কন্সালট্যান্ট ধরনের কাজ করতে পারবেন । ফ্রিল্যান্সিং সাইট ছাড়াও নিজেই যেহেতু এস ই এক্সপার্ট হয়ে উঠবেন আমাদের গাইডলাইন হবে আপনি এবং সম্ভব হলে কয়েকজন মিলে নিজের এস ই ও কোম্পানী গড়ে তুলবেন। সত্যিকথা হলো সিরিয়াস বায়ারা অনেক ক্ষেত্রেই ফ্রিল্যান্সারদের সাথে কাজ করতে চায় না । তা যেমনি বিজনেস করে তেমনি সিরিয়াস বিজনেসেরই সাথে বিজনেস করতে চায় । তাই নিজের ওয়েব সাইট তৈরি করে এস ই ও এবং অন্যন্য সার্ভিস সেল করার বিষয়ে স্ট্রাটেজি তৈরি করতে পারার জন্য বিশেষ সেশন।
এখানে রেন্ডম কতগুলো প্রজেক্টের উদাহরন দেয়া হলো যা আমাদের স্টুডেন্টরা অনায়াসে করতে পারবে যদি সে কাজটা বিড করে পায় ।

 

  • ==> Keyword Research
  • ==> On-Page SEO Analysis
  • ==> SEO Experts Wanted
  • ==> BackLinking and Keyword Research
  • ==> SEO Project
  • ==> Long Tail Keyword Research Expert
  • ==> Penguin Recovery/Link Analysis/Competitor Link Analysis

seoindiacompany.com খেয়াল করে দেখুন এই সাইটি যে ধরনের সার্ভিস প্রদান করছে, সবই আমাদের এখান থেকে করা সম্ভব। এমন আরো সাইটের আইডিয়া পেতে ”Seo service India” “SEO Company India” দিয়ে সার্চ করুন।

 

ব্লগিং, এফিলিয়েট মার্কেটিং ও এসইও

 

Ans: ফ্রিল্যান্সিং কিংবা আউটসোর্সিং সার্ভিসের পাশাপাশি এফিলিয়েট মার্কেটিং , ব্লগিং কিংবা নিশ সাইট থেকে আর্নিং জনপ্রিয় হয়ে উঠেছে। ব্লগ কিংবা ওয়েবসাইট তৈরি করার উদ্দ্যেশ্য ও পদ্দ্বতি যাই হোক তার ট্রাফিক বিল্ডিংয়ের জন্য এস , ই , ও করতেই হয় । এফিলিয়েট মার্কেটিং অথবা ব্লগিংয়ের সাথে এই কোর্সে কানেন্ট করে বিস্তারিত আলোচনা করা হয় । যাতে করে শিক্ষার্থীরা এই কোর্স করার পর এফিলিয়েট মার্কেটিং ও ব্লগিংয়ের কোর বিষয় নিয়ে পড়াশুনা অথবা ক্রাশ কোর্স করে দ্রুত এফিলিয়েট মার্কেটিং বা ব্লগিং শুরু করতে পারে।

এসইও কোর্সটি কাদের জন্য?

 

==> ওয়েব সাইটি পরিচালনাকারী কিংবা ওয়েব বিজনেস উদ্যোক্ততা

==> ওয়েব ডিজাইনার , ওয়েব প্রোগ্রামার , ওয়েব ডিজাইন প্রশিক্ষক

==> এস ই ও ও ইন্টারনেট মার্কেটিং ফ্রিল্যান্সার

==> অনলাইন মার্কেটিং এজেন্সি

==> যে কোনো ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান যাদের ইন-হাউস এস ই ও ডিপার্টমেণ্ট আছে।

==> এফিলিয়েট মার্কেটিং করেছে বা করতে আগ্রহী

==> ব্লগার কিংবা ব্লগিং করতে আগ্রহী

==> আই.টি /কমপিউটার সায়েন্স স্টুডেন্ট

 

এসইও’র ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু তথ্য:

 

 

কেউ কেন সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন/এসইও করাবে?

 

আমার পূর্ব্ববর্তী উদাহরণ থেকে অনেকটাই বোঝা যাচ্ছে কেন একটা কোম্পানী বা প্রতিষ্ঠান তার প্রোডাক্ট, সার্ভিস ইত্যাদির জন্য এস.ই.ও করাবে। তারপরও আরেকটু পরিষ্কার করে বলি।পুরো ব্যাপারটাই কোন সার্ভিস বা প্রোডাক্টের মার্কেটিং বা প্রোমশনের জন্য করা হবে। যেমন এক্সপোনেন্ট যদি অপ্টিমাইজেশন না করাত গুগলে তাহলে আমি সার্চ করে এক্সপোনেন্টকে না পেয়ে অন্য কোন প্রতষ্ঠানকে পেতাম যারা এস.ই.ও করিয়েছে, এবং অবশ্যই ফিজিক্যাল মার্কেটে তারা এক্সপোনেন্টের প্রতিদন্ধী। এর মানে হল এক্সপোনেন্ট অনেকটা পিছিয়ে গেল তাদের ব্যবসার দিক থেকে তাতে প্রতিদন্ধীদের তুলনায়। আর এই কারণেই মার্কেট লিড করার জন্য, গ্রাহকের কাছে পৌছানোর জন্য সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন করাবে একটা প্রতিষ্ঠান। কারণ এখন পৃথিবী অনেকটাই প্রযুক্তিগতভাবে এগিয়ে, সাথে বাংলাদেশও এগিয়ে যাচ্ছে। আর ইন্টার্নেট ঘেটে নিজের জন্য তথ্য বের করে কাজ হাসিল করার প্রবণতাও বাড়ছে, তাই ব্যবসায়ীদেরও পৌছাতে হবে ইন্টার্নেটে যাতে ঐ গ্রাহক গুলো হাতছাড়া না হয়।

এসইও’র চাকুরীর বাজার কেমন?

 

 

Ans: এস.ই.ও অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, তাই শিখব বললেই সব শেখা সম্ভব নয়। যা প্রয়োজন তা শিখে নিতে হয়।সেই দিক থেকে এস.ই.ও দুই কারণে শেখা হয়। ১. নিজের প্রয়োজন মেটাতে ২. এস.ই.ও তে কেরিয়ার গড়তে।
এস.ই.ও পেশা হিসেবে চরম সম্ভাবনাময়। আগের আলোচনা থেকে অনেকটাই উঠে এসেছে যে কেন এখনকার মার্কেট জায়ান্ট কোম্পানি হতে গেলে ইন্টার্নেট তথা গুগলের সাহায্য নিতে হবে। আর একটা কোম্পানি তো অবশ্যই কিছু কর্মীর সমন্বয়ে হয়। আর ভেবে দেখুন না এস.ই.ও যেহেতু অনেক বড় একটা ব্যাপার সেহেতু অবশ্যই একটা কোম্পানীর জন্য এস.ই.ও মার্কেটিং এর জন্য এক থেকে একাধিক কর্মী লাগবেই, সেটা পার্মানেন্ট হিসেবে হউক অথবা আউটসোর্সড। আর এটা বলার অপেক্ষা রাখেনা যে এখনকার এমন কোন প্রতিষ্ঠান নেই যাদের ইন্টার্নেট নির্ভর মার্কেটিং দরকার নেই, ইকমার্স ভেঞ্চার বলুন আর ট্রেইনিং সেন্টারই বলুন, সবারই দরকার। আর যেহেতু আউটসোর্সিং আপনাকে শুধু দেশের অভ্যন্তরে নয়, পৃথিবীর যেকোন প্রান্তের জন্য কাজ করার দ্বার খুলে দিয়েছে, আসলেই কি কাজের অভাব হবে?

 

এসইও তে মুখোমুখি হতে হয় এমন সমস্যাঃ

 

Ans: আমার অভিজ্ঞতায় আমি দেখেছি এবং মুখোমুখি হতে হয়েছে এমন কিছু সমস্যা হলঃ
১. যখন অন্য কারও জন্য এস.ই.ও করতে হয়, একটা সার্ভিস হিসেবে তখন ক্লায়েন্টকে ফলাফল সম্পর্কে পরিপূর্ণভাবে আস্বস্থ করা সম্ভব হয়না, যে অবশ্যই ডেডলাইনের মধ্যেই সাইট প্রথম পেইজে আসবে গুগলে বা পেইজ রেঙ্ক বেড়ে একটা নির্দিষ্ট মান হবে। এর প্রধান কারণ গুগলের এলগরিদম প্রতিনিয়ত পরিবর্তন হওয়া। কেম্পেইনের শুরুতে এক মেথড ব্যবহার করলে দেখা যায় মাঝখানেই আবার এলগরিদম পাল্টেছে।

২. এস.ই.ও এর প্রতিনিয়ত আপডেট গুলোর সাথে তাল মিলিয়ে থাকতে না পারা।

৩. এস.ই.ও অটোমেশন বা একটা সয়ংক্রিয় এস.ই.ও কেম্পেইন তৈরি করলে দেখা যায় গুগল এলগরিদমের নড়াচড়ার কারণে কেম্পেইন নষ্ট হয়।

৪. শুরুর দিকে অনবিজ্ঞ হওয়ার কারণে অনেকেই গুগল সার্চ করে পুরনো মেথড গুলো শিখে সেগুলো কাজে লাগাতে চায়, আর সেখানেই বিপত্তি, গুগল এলগরিদম এমনভাবে পরিবর্তন হচ্ছে যে আজকের ইথিকাল বা হোয়াইটহেট এস.ই.ও আগামীকাল এলগরিদম পরিবর্তনের ফলে আন-ইথিকাল বা ব্ল্যাকহেট এস.ই.ও তে রূপ নেয়। আর ব্ল্যাকহেট এস.ই.ও করা মানে হিতে বিপরীত হওয়া।

কেন এসইও কোর্স করা দরকার? শেখার জন্য গুগলই পর্যাপ্ত নয় কি?

 

Ans: হ্যা, অবশ্যই গুগল পর্যাপ্ত, কারণ গুগল থেকে পুরো পৃথিবীর ট্রেইনার দের রিসোর্স আমরা পাচ্ছি।

কিন্তু বোঝার ব্যপার হল, আমি যেসব সমস্যার কথা বলেছি, এর মধ্যে ৪র্থ নম্বরে বললাম গুগল থেকে যে পুরনো মেথড শিখে কাজে লাগায় তা উলটো রেজাল্ট দেয়, যেমন গুগলের পেইজে দেখাও না যেতে পারে আপনার সাইট। আপনি কিভাবে বুঝবেন যে ঐগুলো পুরনো হয়ে গিয়েছে কিনা?? আবার যেহেতু ব্লগিং করে আয় করা যায় সেহেতু অনেক অদক্ষ এস.ই.ও ওয়ার্কাররাও এস.ই.ও নিয়ে টিউটোরিয়াল লিখতে পারে যাতে অনেক ভুল থাকে, তার মানে আপনি ভুল শিখবেন।

সব মিলিয়ে বলতে গেলে একজন সয়ংসম্পূর্ণ মেন্টর আপনার দরকার রয়েছে শেখার জন্য। তবে এইটা তো আর ইংরেজি আর অংকের মত বিষয় নয় যে প্রাইভেট টিউটর রাখবেন, এর জন্য দরকার একটি ট্রেইনিং সেন্টার।ট্রেইনিং সেন্টার সম্পর্কে আমার তিক্ত অভিজ্ঞতা আছে, বাংলাদেশের ৯০% ট্রেইনিং সেন্টারই একটা সিলেবাস ধরিয়ে দেয় আর টুকটাক ট্রেইন করার নামে টাকা হাতিয়ে নেয়। তাই আমি ট্রেইনিং সেন্টার পছন্দ করিনা। তবে এখন কিছু ট্রেইনিং সেন্টার রয়েছে যাদের ব্যাপারে আমার পজিটিভ ভিউ আছে। এর কারণ হল এইসব ট্রেইনিং সেন্টারের কর্ণধার এবং ট্রেইনাররা ফেসবুক, ব্লগ ইত্যাদি মাধ্যমে হাজার হাজার এস.ই.ও বা অন্যান্য কোন বিষয়ে পরামর্শ দিয়ে আসছেন, শিখিয়ে আসছেন এবং তাও সম্পূর্ণ বিনামূল্যে। আর যারা বিনামূল্যে এভাবে শিখিয়ে যাচ্ছেন, তারা নাম মাত্র ফী নিয়ে কোর্স করালে যে কিছু শেখাবেন না অন্যদের মত এটা কেউ বললে সে বোকার স্বর্গের বাসিন্দা ছাড়া আর কিছু নয়।

 

এই এসইও কোর্সে কয়টি লেকচার থাকবে?

 

  •  কোর্সে মোট 18 টি ক্লাস থাকবে যা প্রয়োজন অনুসারে আরো বাড়তে পারে, প্রতি সপ্তাহে দুই অথবা তিনটি করে ক্লাস হবে।

 

কোর্স হাইলাইটস

 

  • সার্চ ইঞ্জিন কি? ফান্ডামেন্টাল অফ এস ই ও। Search queries and Operators।
  • সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন কেনো এবং কাদের জন্য? ক্যরিয়ার হিসাবে এস ই ও।
  • White, Grey and Black Hat SEO, এস ই ও অথোরিটি।
  • সার্চ ইঞ্জিন Ranking ফ্যাক্টর সমূহ অ্যানালাইসিস, Ranking রিপোর্টস & Google Analytics
  • ওয়েবসাইট প্রোমোশনের ধারণা (এসইও, SEO and Social Media পিপিসি ও অন্যান্য)
  • কিওয়ার্ড, কিওয়ার্ড রিসার্চ এবং এনালাইসিস, কিওয়ার্ড রিসার্চ এবং এনালাইসিস টুলসমূহের ব্যবহার
  • কম্পিটিটিভ রিসার্চ, এনালাইসিস এবং সিদ্ধান্ত। আইডা কনসেপ্ট। লোকাল, ই কমার্স, অথোরিটি অ্যান্ড এমাজন অ্যাফিলিয়েট কি ওয়ার্ড রিসার্চ
  • অনপেজ এসইও/ অন সাইট এস ই ও Optimising engagement objects, e.g. images
  • এসইও ফ্রেন্ডলি কনটেন্ট লিখা এবং এর অপটিমাইজেশন, সাইটে কিওয়ার্ড সমূহ বসানো।
  • অফপেজ অপটিমাইজেশন প্রক্রিয়া।
  • লিঙ্ক বিল্ডিং পরিকল্পনা এবং কৌশল  ও কীভাবে  CTR বাড়াবেন।
  • লোকাল এসইও / Local search Optimization ( আরো দেখুনঃ লোকাল এসইও সার্ভিস )
  • কেস স্টাডিজ অ্যানালাইসিস।
  • ক্লায়েন্ট ম্যানেজমেন্ট কেস স্টাডি।
  • Personalised and behavioural search & Future Of Search
  • ওয়েবসাইট  এনাটমি
  •  Siloing Concepts
  • সাইট স্ট্রাকচার ও এস ই ও KPI’s (Key Performance Indicators) 

এসইও কোর্সটি কবে থেকে শুরু হবে? কয় সপ্তাহ চলবে?

 

  •  নেক্সট মাসের ১ তারিখ হতে।, সপ্তাহে ২টি/৩ টি ক্লাস। শুক্র, শনি/ রবিবার

 

এসইও’র কোর্স ফি কতো?

 

  •  ১২,০০০ টাকা। আসন সংখ্যা মাত্র ১০ টি। যারা আগ্রহী নির্দিষ্ট টাকা পেমেন্ট করে এই ফর্ম ( https://goo.gl/urCTnM ) টি পূরণ করে রাখুন, আমরা সময় মতো আপনাকে কল করবো। অনেকগুলি পেমেন্ট অপশন পেতে এই লিংকে ভিজিট করুন।
  • কোন স্কুল / কলেজ / ইউনিভার্সিটি হতে বিশেষ টীম করে আসতে চাইলে স্পেশাল ভাবে সময় দেয়া হবে তাদের সুবিধা অনুযায়ী।

এসইও কোথায় শিখবেন?

 

  • MahbubOsmane.com | Digital Marketing Blog
  • Address: F#3A, 3rd Floor, H#61, R#27, Gulshan#1, Dhaka-1212
  • Phone: +88 01737 196 111 or +88 01912 966 448
  • Email: hi@mahbubosmane.com
  • Skype: mrpsoft.2
  • Website: www.mahbubosmane.com

এখনো কোন প্রশ্ন আছে? অথবা আমাদের সাথে কথা বলতে চান?

তাহলে নিচের ফরমটি পুরন করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো, ইংশাআল্লাহ! আপনি আমাদেরকে ০১৭১৬ ৯৮৮ ৯৫৩ / ০১৯১২ ৯৬৬ ৪৪৮ এই নাম্বারে কল করতে পারেন, অথবা ইমেল করতে পারেন hi@mahbubosmane.com এই ইমেলে, আমরা আপনাকে কোনভাবে সাহায্য করতে পারলে খুশি হব, ধন্যবাদ ।


    মাহবুবওসমানী.কম এর সার্ভিস সমূহঃ

     

    12 Comments

    1. বেশ ভাল লেগেছে! সর্ম্পুণটাই মনোযোগ দিয়ে পড়লাম। অনেক ধন্যবাদ মাহবুব ভাই। এটা আমাদের জন্য খুব উপকারে আসবে।

      • উপুকারে এসেছে জেনে ভালো লাগলো, আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে উপুক্রিত হয়।

    2. খুব ভালো এক্টি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ । অনলাইনে আয়ের মধ্যে এস ই ও করে আয়টা আমার খুব ভালো লাগে ।

    3. এসইও সম্পর্কিত আপনার এই লেখাটি আমি পড়েছি। কিছু নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারলাম। আমি ফ্রিল্যান্সিং করতে চাই, কিন্তু ভালো কোন প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছি না। আপনি যদি ভালো একটি প্রতিষ্ঠানের নাম বলে দিতেন তবে খুব উপকার হত।
      এ ধরণের মূল্যবান লেখা আরও চাই। আপনার প্রচেষ্টা অব্যহত থাকুক এটাই কামনা। ভাল থাকবেন।

      • আপনি আমার নাম্বারে কল দিবেন, হেল্প করার চেস্টা করবো, ইংশাআল্লাহ্‌।

    Leave a Comment

    Your email address will not be published. Required fields are marked *

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    This div height required for enabling the sticky sidebar
    Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views :