লোকাল এসইও কোর্স বাই মাহবুবওসমানী.কম
-
লোকাল এসইও কোর্স বাই মাহবুবওসমানী.কম
- লোকাল এসইও কি? লোকাল বিজনেসের জন্য জিওগ্রাফিক লোকেশন অনুযায়ী সার্চ ইঞ্জিন থকে ট্র্যাফিক তথা সেল পাওয়ার নাম হচ্ছে লোকাল এসইও।
- লোকাল এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর: https://mahbubosmane.com/local-seo-service/
- লোকাল এসইও ইকো সিস্টেম:
- ন্যাপঃ নাম, এড্রেস, ফোন নাম্বার এইসব সব যায়গায় এক হতে হবে, যত বেশি পারা যায় লিস্টিং করতে হবে।
- অন পেইজ লোকাল এসইও সিগনালঃ ম্যাপস, ন্যাপস, স্কিমা.অরগ, হেডার ট্যাগ, টাইটেল ট্যাগ, মেটা ডিস্ক্রিপশন, কন্টেন্ট কিওয়ার্ড, ইমেজ।
- লিংক সিগনালস ফ্রম লোকাল সাইট: লোকাল রিপোটারকে ইন্টার্ভিউ দেয়া, লোকাল কলেজ স্টুডেন্টদের স্কলারশিপ অথবা জব দেয়া, লোকাল মিটিং কমিউনিটি করে ইভেন্ট পাইজে ন্যাপ বসিয়ে দেয়া। জয়েন meetup.com লোকাল ইভেন্ট, তাদেরকে স্পন্সর করতে বলা যেতে পারে বা নিজেরা তাদেরকে স্পন্সর করা যেতে পারে।
- রিভিউ সিগন্যালঃ ক্লস, ট্রাস্টফাইলট, ফিফো, ফেইসবুক পেইজ ইত্যাদি সাইট থেকে আপনার ওয়েবসাইট / বিজনেসজের / সার্ভিসের জন্য রিভিউ নিতে পারেন, লিংক টু রিভিঊ প্রোফাইল টু ইউর ওয়েবসাইট, এড ইউর রিভিউ প্রোফাইল টু ইউর অর্ডার কনফার্মেশন ইমেল, একটা ইমেল সেটাপ এমনভাবে করবেন যেখানে প্রোডাক্ট রিসিভ করার ৩০ দিন পরে কাস্টমারকে রিভিউ দিতে বলা থাকেব।
- সোশ্যাল সিগন্যালঃ সব সোশ্যাল মিডিয়া প্রোফাইল আপনার ওয়েবসাইটে এড করুন, বিজনেস/ সার্ভিসের হাউ টু গাইড তৈরি করে সব খানে শেয়ার করুন, পোস্টগুলোতে হ্যশট্যাগ ইউস করুন,
- বিহ্যাবোরাল/ মোবাইল সিগন্যালঃ টাইম, ডিউরেশন, ফ্রিকুয়েঞ্ছি, টাইপ অফ এক্সেস, ক্লিক থ্রো রেট( CTR) ন্যাভিগেশনাল পাথ।
- গুগুল মাই বিজনেসঃ গুগুল মাই বিজনেসে নিজেদের বিজনেস এড করা। https://www.google.com/business/
- মেটা ট্যাগস ফর ইয়োর ওয়েবসাইটঃ এসইও টাইটেল
- হেডিং ট্যাগসঃ
- এডিং লোকাল স্ট্রাকচার ডেটাঃ https://technicalseo.com/tools/ Structure Data Testing Tool https://search.google.com/structured-data/testing-tool
- সাইটেশন এবং ব্যাকলিংকস বিল্ডিংঃ https://mahbubosmane.com/backlink-source/
আপনার মনে কোন প্রশ্ন আছে? অথবা আমাদের থেকে কল পেতে চান?
তাহলে নিচের ফরমটি পুরন করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো, ইংশাআল্লাহ! আপনি আমাদেরকে ০১৭১৬ ৯৮৮ ৯৫৩ / ০১৯১২ ৯৬৬ ৪৪৮ এই নাম্বারে কল করতে পারেন, অথবা ইমেল করতে পারেন hi@mahbubosmane.com এই ইমেলে, আমরা আপনাকে কোনভাবে সাহায্য করতে পারলে খুশি হব, ধন্যবাদ ।