Personality Development Tips
- কখনো অন্যের দ্বারা প্রভাবিত হওয়া যাবে না।
- সিদ্ধান্ত গ্রহণ করতে হবে অত্যন্ত বিচক্ষণতার সাথে।
- নিজেকে স্রোতে গা ভাসিয়ে দিয়ে সুশীল হিসেবে উপস্থাপনের প্রবণতা রোধ করতে হবে।
- ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে একজন মনোযোগী শ্রোতা হওয়া অতীব জরুরী।
- পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে হবে।
- ফ্যাক্ট এবং তথ্যের উৎসের পেছনে না ছুটে গুজবে কান দেয়া যাবে না।
- যুক্তি দ্বারা চালিত হতে হবে;বিশ্বাস রাখতে হবে দ্বিতীয় বিদ্যায়।
- মানুষের প্রতি অতিরিক্ত সন্দেহ প্রবণতা দূরীভূত করে ফেলতে হবে।
- খুঁতখুঁতে কোন স্বভাব থাকলে সেটি ব্যক্তিত্ব থেকে ছাটাই করে ফেলতে হবে।
- নেটওয়ার্কিং এবং যোগাযোগ দক্ষতা বাড়াতে হবে।
- নেতৃত্বের গুণাবলী নিজের মধ্যে বিকশিত করতে হবে।
- দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে দায়িত্ব নেয়ার মানসিকতা তৈরি করতে হবে।
- পরস্পর দ্বিমুখী কথাবার্তা পরিহার করতে হবে।
- কথা এবং কাজে মিল থাকতে হবে।
- দ্বিচারিতা পরিহার করে নিজেকে শৃঙ্খলিত করতে হবে।
- সামাজিক জীব হিসেবে এবং সমাজের অংশ হিসেবে সকলের প্রতি সমান দৃষ্টিভঙ্গি পোষণ করতে হবে।
এখনো আপনার মনে কোন প্রশ্ন আছে? অথবা আমাদের থেকে কল পেতে চান?
তাহলে নিচের ফরমটি পুরন করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো, ইংশাআল্লাহ! আপনি আমাদেরকে ০১৭১৬ ৯৮৮ ৯৫৩ / ০১৯১২ ৯৬৬ ৪৪৮ এই নাম্বারে কল করতে পারেন, অথবা ইমেল করতে পারেন hi@mahbubosmane.com এই ইমেলে, আমরা আপনাকে কোনভাবে সাহায্য করতে পারলে খুশি হব, ধন্যবাদ ।