Hit enter after type your search item
মাহবুবওসমানী.কম

ডিজিটাল মার্কেটিং এজেন্সি

একটি Amazon এফিলিয়েট সাইটের জন্য কেমন খরচ লাগে?

/
/
/
668 Views

একটি Amazon এফিলিয়েট সাইটের জন্য কেমন খরচ লাগে?

অনেকদিন ধরে ভাবছিলাম আপনাদের সাথে একটা বাজেট শেয়ার করবো- কিন্তু সময়ের অভাবে করতে পারছিলাম না।
আপনি যদি মনে করে থাকেন একদমই টাকা ছাড়া আপনি একটাই ওয়েব বেইজড বিজনেস শুরু করবেন সেটি একেবারেই ভূল ধারণা, এবং আজ থেকে সেটি মাথা থেকে ঝেড়ে ফেলে দিন।

একটি Amazon এফিলিয়েট সাইটের জন্য কেমন খরচ লাগে?

১) একটা ডোমেইন – $10= 850 টাকা ( namecheap 1 বছরের জন্য)
২) একটা হোস্টিং – $20= 1800 টাকা ( namecheap এক বছরের জন্য)
৩) WordPress Theme- ০০ টাকা (generatepress free theme) / লোগো- দেই ই নাই 😜 6 মাস পরে দিবো আপনার কোন সমস্যা আছে? আমার নেই, হুহ।
৪) Theme ছোট খাটো কাস্টমাইড- ০০ টাকা ( নিজেই করেছি ইউটিউবে এই থিম নিয়ে ভিডিও অভাব নেই)

Get Best Affiliate Website Building Service in 2021

৫) কিওয়ার্ড রিসার্চ – ০০ টাকা (নিজেই করেছি, এই গ্রুপ ,ঐ গ্রুপ মিলিয়ে রিসোর্স এর অভাব নেই) এটাও যদি টাকা দিয়ে করাই তাইলে আমি কোন কচু শিখলাম এই ইন্ড্রাস্ট্রির 😜
৬) কনটেন্ট লেখাচ্ছি – প্রতি কন্টেন্ট (১২০০ – ১৫০০) – ১২৭৫ টাকা (১৫ ডলার)
আমি ঠিক করেছি 50 পোষ্ট পাবলিশ করবো পরবর্তী 6 মাসে। এরপরের 6 মাসে 30 টা।
টোটাল পোষ্ট হবে, 80 টা গড়ে যদি 2000 ওযার্ড করে হয় তাহলে 160*$15=1,92,000 টাকা ( এটা কিন্তু এক বছরে খরচ করবো- তাহলে মাসে কতো হিসেব করে নিয়েন)
আপনি যদি আমার অর্ধেক কন্টেন্ট দেয়ার প্লান রাখেন তাহলে খরচ অর্ধেক হিসেব করে আপনার হিসেব করে নিন।
আবার আপনি নিজেই রাইটার হইলে তো আর কথাই নেই পুরাই মাখন… !
৭) প্রোফাইল ব্যাক লিংক করিয়েছি – এর থেকে সহজ কাজ আছে নাকি দুনিয়ায়? কিসের টাকা সব নিজেই করবো।
৯) গেস্ট পোস্ট করাচ্ছি – সেইটা আবার কি জিনিস? প্রথম 6 মাসে যে 50 টা পোষ্ট পাবলিশ করবো এর জন্য আমি একটা লিন্ক করতেও রাজি না। লিন্ক করেই যদি রেন্ক করাতে হয় তাহলে কোন ঘোড়ার ডিম কিওয়ার্ড রির্সাচ করেছিলাম।
তবে, বলে নিচ্ছি এখানে প্রায় সব কিওয়ার্ড এর সার্চ ভালিয়ম (0-100) এর মধ্যে। যে গুলো প্রথম 10 সাইটের কেউ ই ডিরেক্ট টার্গেট করে নাই্।
এবার আসি আসল খেলায়, আপনার কি মনে হয় আমার বয়স 6 মাস এবং 50 টা পোষ্ট আছে আমি কি মাসে 40 ডলার আর্ন করার যোগ্যতা রাখি না? (আমার ক্ষেত্রে 3 মাস থেকে আর্ন শুরু করছিলাম)
তাই যদি হয় তাহলে আমি এই আর্ন দিয়ে গেষ্ট পোষ্ট করাবো পরবর্তী 30 টা আর্টিকেল যেগুলার সার্চ ভালিয়ম একটু বেশি ছিলো এবং সেটা কিন্তু আলো 4 মাস পড়ে। আশা করি বুজতে পেরেছেন। সব অংক মিললে অবশ্যই তখন আমার সাইটের মাসে ইনকাম 50-80 ডলার থাকার কথা।
আহা কত্ত সহজ হিসেব- তাইনা… এর বাহিরে… আর কিছু কি বাদ পড়েছে? প্লান করুন – কঠিন প্লান । এগিয়ে যাবেন এতে কোন বাধা নেই, এবার বলেন একটা নিশ সাইট করতে কত টাকা লাগে?

Post Credit: Unknown

এখনো আপনার মনে কোন প্রশ্ন আছে? অথবা আমাদের থেকে কল পেতে চান?

তাহলে নিচের ফরমটি পুরন করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো, ইংশাআল্লাহ! আপনি আমাদেরকে ০১৭১৬ ৯৮৮ ৯৫৩ / ০১৯১২ ৯৬৬ ৪৪৮ এই নাম্বারে কল করতে পারেন, অথবা ইমেল করতে পারেন hi@mahbubosmane.com এই ইমেলে, আমরা আপনাকে কোনভাবে সাহায্য করতে পারলে খুশি হব, ধন্যবাদ ।


    মাহবুবওসমানী.কম এর সার্ভিস সমূহঃ

     

    Best Affiliate Website Building Service That Makes Money

    Leave a Comment

    Your email address will not be published. Required fields are marked *

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    This div height required for enabling the sticky sidebar
    Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views :