ফেসবুক আইডি হ্যাক হলে করণীয় কি?
প্রতিনিয়ত হ্যাক হচ্ছে প্রচুর মানুষের একাউন্ট,করছে ব্ল্যাকমেইল,কিন্তু এর কি কোন প্রতিকার নেই?
টিপসঃ 01. হুট করে আপনার আইডি লগাউট হয়ে গেলো,আবার লগিন করতে গেলেন,কিন্তু একি অবস্থা! আপনার পাসওয়ার্ড ভুল বলে!
অন্য আইডি দিয়ে নিজের আইডি সার্চ দিয়ে দেখলেন কেউ আপনার আইডিতে টাকা চেয়ে পোস্ট করে বসে আছে!
কি করবেন এখন?
সমাধানঃ সাথে সাথে আপনি আপনার ইমেইল একাউন্টে যাবেন,ইমেইলে গেলেই দেখতে পারবেন ফেসবুক থেকে আপনার ইমেইলে পাস যখন চেন্জ করা হইছে সেই সময়েই কিছু নটিফিকেশন চলে আসছে।
সেগুলো থেকে একটি মেইল চেক করুন,দেখুন আপনার আইডি কোন আইডি,কোন লোকেশন,কোন সিম দিয়ে পাস চেন্জ করা হইছে সেটা ডিটেইলস দেওয়া আছে,এগুলো দিয়ে আপনি পরবর্তীতে হ্যাকারের বিরুদ্ধে লিগাল একশন নিতে পারবেন।
সব ডিটেইলসের পরে দেখুন আপনার মেইলে একটা অপশন আছে, “সিকিউর ইউর একাউন্ট” নামে।
এটাতে ক্লিক করুন।
চলে আসবে আপনার আইডি,তারপর আপনার আইডিতে ডুকার জন্য ফেসবুক তিনটি ভেরিফিকেশন মেথড দিবে,যে কোন একটি দিয়ে করে নিন ভেরিফাই,সাথে সাথেই ডুকে যাবেনন আপনার একাউন্টে।
এবার আপনি তার মেইল রিমুভ করে দিয়ে নিজের মেইলটা প্রাইমারি মেইল করে রাখুন,ব্যাস হয়ে গেল আপনার হ্যাক হওয়া আইডি রিকভার <3
টিপসঃ 02: আইডিতে জিমেইল এড না থাকলে আপনি আপনার আইডি রিকভার করতে পারবেন না,কেননা ফেসবুক আপনার নাম্বারে সিকিউর ইউর একাউন্টের নটিফিকেশন পাঠাবে না,তাই আইডিতে অবশ্যই জিমেইল এড রাখবেন।
এই পোস্ট টি নিজের ওয়ালে শেয়ার করে রাখতে পারেন। আশা করি পরবর্তীতে আপনি নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারবেন।
এখনো আপনার মনে কোন প্রশ্ন আছে? অথবা আমাদের থেকে কল পেতে চান?
তাহলে নিচের ফরমটি পুরন করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো, ইংশাআল্লাহ! আপনি আমাদেরকে ০১৭১৬ ৯৮৮ ৯৫৩ / ০১৯১২ ৯৬৬ ৪৪৮ এই নাম্বারে কল করতে পারেন, অথবা ইমেল করতে পারেন hi@mahbubosmane.com এই ইমেলে, আমরা আপনাকে কোনভাবে সাহায্য করতে পারলে খুশি হব, ধন্যবাদ ।
মাহবুবওসমানী.কম এর সার্ভিস সমূহঃ