ইন্সটাগ্রাম মার্কেটিং
******* ইন্সটাগ্রাম মার্কেটিং পর্বঃ- ১ *******
১। ইন্সটাগ্রামে মার্কেটিং শুরু করার জন্য আপনাকে অবশ্যই Sign Up করতে হবে।
Your Email / Phone Number >> Your Name >> User Name >> Password .
২। Sign Up করার সময় আপনি আপনার একাউন্টের নাম নিশ রিলেটেড দিবেন কারণ প্রথম দিক দিয়ে হয়ত ফিমেল নেম দিয়ে হত কিন্তু এখন ওটা ততটা কাজে দেয় না । তাই নিশ রিলেটেড নাম দিবেন । চেষ্টা করবেন নিশ রিলেটেড ইউনিক নাম দেওয়ার তাতে যারা আপনার নিশ পিপল তাদের মধ্যে একটা আগ্রহ থাকবে ।
৩। আপনি তো আপনার অ্যাকাউন্ট করে ফেললেন কিন্তু এখন অ্যাকাউন্ট তো সাজাতে হবে । তো অ্যাকাউন্ট সাজানোর জন্য আপনাকে অবশ্যই একটা প্রো-পিক দিতে হবে । তো প্রো-পিক দিলেন ।
৪। প্রো-পিক দেওয়ার পর আপনি আপনার প্রোফাইল এর বায়ো লিখবেন সুন্দর করে । কারোর টা কপি করবেন না আগেই বলেছি ইউনিক করতে হবে তাতে যারা আপনার নিশ পিপল তাদের মধ্যে একটা আগ্রহ থাকবে ।
৫। আপনি আপনার প্রোফাইল পুরোপুরি কমপ্লিট করলেন । এখন আপনি আপনার অ্যাকাউন্টে নিশ রিলেটেড ফটো পোস্ট করবেন ২-৩ টা যাতে আপনার অ্যাকাউন্টটি খালি মনে না হয় ।
৬। পোস্ট করার সময় ভাল ইউনিক ক্যাপশন দেয়ার চেষ্টা করবেন ।
৭। পোস্ট ফটো যেখান থেকে নিয়েছেন তার ক্রেডিট দিবেন । নয়ত ওনার যদি আপনার অ্যাকাউন্ট এ রিপোর্ট করে বুঝতেই পারতেছেন অ্যাকাউন্ট ব্যান খাবেন ।
৮। যদি ইন্সটাগ্রাম থেকে ফটো নিয়ে থাকেন তাহলে অবশ্যই আগে যার অ্যাকাউন্ট থেকে নিচ্ছেন তার অনুমতি নিয়ে নিবেন ।
৯। সে যদি অনুমতি দেয় তাহলে তাকে ক্রেডিট দিতে হবে ।
১০। আর যদি না দেয় তাহলে আপনার জন্য আছে Pinterest .
★★★★ ইন্সটাগ্রাম মার্কেটিং ২য় পর্ব ★★★★
১১। Pinterest থেকে একটু সময় নিয়ে খুব সুন্দর সুন্দর ফটো বের করে নিবেন । যেমন বেশি রি-পিন ওয়ালা ফটো ব্যবহার করতে পারেন । তো বেশি রি-পিন ওয়ালা ফটো বের করার জন্য ( Pinterest Sort ) অ্যাডঅনটি ব্যাবহার করতে পারেন ।
১২। তো এখন পোস্ট করার জন্য কন্টেইন কালেক্ট করলেন আপনার মনে প্রশ্ন আস্তেই পারে কিভাবে পোস্ট করলে আপনার রিচ, এঙ্গগেজমেন্ট বেশি হতে পারে অথবা আপনার নিশ পিপল দের কাছে আপনার পোস্ট করা কন্টেইন তাদের কাছে পৌছাবে, কারণ আমি তো সবে মাত্র অ্যাকাউন্ট করলাম ২ দিন হল আমার তো কোনো ফলোয়ার নাই ।
১৩। রিচ, এঙ্গগেজমেন্ট বাড়ানো কিংবা নিশ পিপল দের কাছে আপনার পোস্ট করা কন্টেইন পৌছানোর জন্য আপনাকে #Hash_Tag ব্যাবহার করতে হবে, মানে নিশ রিলেটেড #Hash_Tag । যেহেতু আপনার এখন কোনো ফলোয়ার নাই বর্তমানে ।
১৪ । সো ভালো #Hash_Tag খুজে পাওয়ার জন্য আপনাকে নিশ এর #Hash_Tag দিয়ে সার্চ করে করে এনালইসিস করতে হবে আপনার নিশ পিপল কোন #Hash_Tag গুলাতে বেশি পোস্ট করে থাকে ।
১৫। এনালইসিস করে #Hash_Tag খুজে বের করলেন এখন আপনি পোস্ট করার সময় ক্যাপশন লিখলেন + সাথে যেটা করবেন সেটা হচ্ছে আপনার নিশ এর ইমুজি ব্যাবহার করবেন আর সেটা অবশ্যই আপনার পোস্ট করা ফটো যে মুড আছে সেই রিলেটেড । তারপর #Hash_Tag দিয়ে পোস্ট করলেন ।
১৬ । আপনার অ্যাকাউন্ট সাজানো শেষ + পোস্ট করার কাজ শেষ আর একটা কথা প্রতিদিন ৩-৫ টা পোস্ট করবেন কোনো মতেই আপনার ফলোয়ার দের বিরক্ত করবেন না ।
১৭ । একটা নির্দিষ্ট সময়ে পোস্ট করবেন । কখন তারা বেশি অ্যাক্টিভ থাকে সেটা গ্রুপে Chart আছে দেখে নিবেন ।
১৮ । কখন পোস্ট করতে হবে কিভাবে পোস্ট করলে নিশ পিপল দের কাছে আপনার কন্টেইন পৌছাবে তা আয়ত্ত করলেন, এখন কাদের ফলো করলে ফলোব্যাক বেশি পাবেন ।
১৯ । #Hash_Tag + নিশ এর নাম দিয়ে সার্চ করলেন আপনাকে একটা ফলাফল দিল ইন্সটাগ্রাম । টপ পোস্ট ৯ তা তারপর মোস্ট-রিসেন্ট………… । আপনি মোস্ট-রিসেন্ট পোস্ট গুলা থেকে খুজে বের করবেন ২-৫ মিনিট হয়েছে পোস্ট করেছে কিন্তু সেই পোস্টে ২০-৫০ টা লাইক পরেছে ।
২০ । আপনি সেই পোস্টে যারা লাইক দিয়েছে তাদের এক এক করে ফলো করা শুরু করেন । এভাবে প্রতিদিন আপনি একই ভাবে ফলো করতে থাকেন ।
২১। যখন তাদের ফলো করা শুরু করবেন প্রথম দিকে হয়ত ফলো-ব্যাক রেশিও কম হতে পারে টেনশন নট । ২০-৫০ জন ফলোয়ার হলে রেশিও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে । আমি চেষ্টা করি ফলো-ব্যাক রেশিওটা কম হলেও ৬০% রাখার । যদি ও সব সময় তা সম্ভব হয় না ।
To Be Continued……
Written Credit: Kar Sa
এখনো আপনার মনে কোন প্রশ্ন আছে? অথবা আমাদের থেকে কল পেতে চান?
তাহলে নিচের ফরমটি পুরন করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো, ইংশাআল্লাহ! আপনি আমাদেরকে ০১৭১৬ ৯৮৮ ৯৫৩ / ০১৯১২ ৯৬৬ ৪৪৮ এই নাম্বারে কল করতে পারেন, অথবা ইমেল করতে পারেন hi@mahbubosmane.com এই ইমেলে, আমরা আপনাকে কোনভাবে সাহায্য করতে পারলে খুশি হব, ধন্যবাদ ।
মাহবুবওসমানী.কম এর সার্ভিস সমূহঃ