প্রকৃত স্বাধীনতা!
প্রকৃত স্বাধীনতা!
ফ্রান্সের প্রেসিডেন্টের সামনে ঘানার প্রেসিডেন্ট নানা আকুফুর বলা এই কথা গুলো যেন তৃতীয় বিশ্বের প্রতিটি নাগরিকের মনের কথা : নিজস্ব অভিমত সহ
বুনিয়াদি যে ভুলটি আমরা করেই চলেছি তা হলো অন্য দেশের ভিক্ষা গ্রহণ করে অন্য দেশের পলিসিকে নিজের দেশে বাস্তবায়ন করা। অনুদান , ঋণ এবং অন্য দেশের সাহায্য নিয়ে কোনো জাতি অগ্রসর হতে পারেনা। একটা দেশের ফিনান্স অন্য দেশের দয়ায় হওয়া মানে এটা একটা স্বাধীন জাতির জন্য লজ্জা। এভাবে চলতে থাকলে গত ৬০ বছরে আমরা পারিনি আগামী ৬০০ বছরেও পারবোনা । একটা দেশ স্বাধীন হওয়া মানে তার শুধু মাত্র ভূখণ্ড স্বাধীন হওয়া আর একটি ফ্ল্যাগ পাওয়া নয়। স্বাধীনতা মানে একটি দেশ আর্থিক ভাবে, সাংস্কৃতিক ভাবেও স্বাধীন হওয়া । কোনো দেশকে যদি তার শিক্ষা ,চিকিৎসার ইত্যাদি মৌলিক চাহিদা পূরনের বাজেট অন্য দেশের চ্যারিটি , অনুদান আর লোনের ওপর ভিত্তি করে দিতে হয় -তবে বুঝতে হবে দেশটি আসলে স্বাধীন হয়নি। তর্কের খাতিরে স্বাধীনতা মেনে নিলেও অনুধাবন করা উচিত রাষ্ট্র পরিচালনায় যারা আছেন তাদের মাঝে দক্ষতা , সততা আর দেশপ্রেম এই তিনটি জিনিসের প্রচন্ড ঘাটতি আছে। দেশপ্রেম মানে সুন্দর কিছু গান, সঙ্গীত রচনা আর আবেগের বিজ্ঞাপন তৈরী করা নয়। দেশপ্রেম মানে একটি দেশের জনগোষ্ঠীকে সঠিক ভাবে কাজে লাগানো । তাদের কর্ম নিশ্চিত করা। একটি স্বনির্ভর জাতি বিনির্মাণ করা। আমরা রাষ্ট্র পরিচালনায় যারা আছি তারা ঋণ নিচ্ছি , অনুদান নিচ্ছি , মাথার ক্যাপ হাতে নিয়ে ভিক্ষা করছি। সেই ভিক্ষার, অনুদানের, ঋণের সিংহ ভাগ চলে যাচ্ছে বিভিন্ন জনের পকেটে। সেটা নিয়ে তারা ইউরোপ আমেরিকা সফর করছে। তাদের সন্তানদের শিক্ষা দিচ্ছে । দেশের ঋণের বোঝা ভারী হচ্ছে । এই ঋণ পরিশোধ আবার যারা অর্থ পাচার করে বিদেশে সেটলড হয়েছে তারা করবেনা। এই দেশের সাধারণ মানুষকে করতে হবে। এই সাধারণ মানুষের সন্তানরা আবার সাব সাহারা পাড়ি দিয়ে, আটলান্টিক পাড়ি দিয়ে আরব সাগর পাড়ি দিয়ে জীবনকে মৃত্যুর মাঝে ঠেলে দিয়ে ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে গিয়ে অর্থ নিজে দেশে পাঠাচ্ছে । অন্য দেশের ঋণের অর্থে আমরা হচ্ছি রাজা । আর দেশের মানুষ অন্য দেশে গিয়ে হচ্ছে একজন দাস, প্রজা । এটা জুলুম। এই জুলুম আর চলতে দেয়া যেতে পারেনা।
আমরা যদি স্বাধীন দেশই হয়ে থাকি তবে , আমার দেশের মানুষের কর্মসংস্থান কেন অন্য দেশকে করতে হবে। কথায় বলে যুগ যুগ ধরে চলে আসা মাইগ্রেশন হলো নিউ ফেনোমেনন। নিউ ফেনোমেনন বলে কিছই নেই। মাইগ্রেশন আগেও ছিল। প্রতিটি মাইগ্রেশন মানেই হলো একেকটি ব্যর্থতা। মানুষ যখন নিজ এলাকায় তার প্রয়োজনীয় সুযোগ পায়না না, জীবনের মৌলিক চাহিদা পূরণের নিশ্চয়তা পায়না তখনিই সে বাধ্য হয়ে ভালো জীবনের আশায় অন্য দেশে অন্য জনপদে মাইগ্রেট করে। নিজ জন্মভূমি ছেড়ে স্বেচ্ছায় কেও অন্য দেশে যেতে চায়না।
উনিশ শতকে প্রচুর ইতালিয়ানরা , আইরিশরা ভালো জীবনের আশায় দলে দলে দেশ ছেড়েছে । কিন্তু এখন সেটা আর দেখা যায়না। নিজের মেধা দিয়ে ,শ্রম দিয়ে এখন তারা নিজের দেশকেই সমৃদ্ধ করছে। এই সুযোগটা করে দিয়েছে রাষ্ট্র পরিচালনায় যারা আছে তারা। অথচ আমরা যারা মন্ত্ৰী, এমপি আছি নিজ দেশকে সমৃদ্ধ না করে অন্য দেশে বাসস্থান তৈরীর সব চেষ্টা করি। এই যে পরের দেশে চিকিৎসা, নিজের দেশের অর্থ পাচার করে অন্য দেশে বাড়ি ঘর তৈরি করে নিজেকে সমৃদ্ধ ভাবার একটা ভয়ঙ্কর মাইন্ড সেট তৈরী হয়েছে এই মাইন্ড সেট থেকে বের হতে হবে। আর নিজ জাতিকে অলস বলে দোষারূপ করে ব্ল্যাম গেম খেলি। জাতি অলস হলে কিভাবে একজন শ্রমিক সারাদিন ১৮ থেকে ২২ ঘন্টা শরীরে ঘাম জড়িয়ে কাজ করে। নিজের জীবনকে বিপন্ন করে সাহারা পার হয়ে , উত্তাল সমুদ্র পার হয়ে , গভীর জঙ্গল পায়ে হেঁটে , সীমান্তে গুলির মুখে পরে অন্য দেশে যাওয়ার জন্য জীবন বাজি রাখে। কাজেই জাতি অলস না বরং আমরা রাজনীতিবিদরা, আমলারাই হলাম দেশের সবচেয়ে বড় লস। কারন আমরা ভয়ঙ্কর দুর্নীতিবাজ।
৬০ বছর আগে ঘানা যখন স্বাধীন হয় ঠিক সেই সময়ে কোরিয়া , মালয়েশিয়া , সিঙ্গাপুর ও স্বাধীন হয়। ঘানার অর্থনৈথিক প্রবৃদ্ধি সেই সময় ওদের চেয়েও বেশি ছিল। আজ ওরা প্রথম বিশ্বের কাতারে পৌঁছে গেছে। ওরা পারলে কেন আমরা পারবোনা- সেটা চিন্তা না করে আমরা উন্নত হয়ে গেছি বলে -শুধু ফাঁপা বুলি দিচ্ছি । এভাবে আর চলতে পারেনা। সূর্য যখন উদিত হয় সেটা কাউকে প্রতিমুহূর্তে চিৎকার করে বলতে হয়না। সবাই এমনিতেই দেখতে পায়।
এখনো কোন প্রশ্ন আছে? অথবা আমাদের সাথে কথা বলতে চান?
তাহলে নিচের ফরমটি পুরন করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো, ইংশাআল্লাহ! আপনি আমাদেরকে ০১৭১৬ ৯৮৮ ৯৫৩ / ০১৯১২ ৯৬৬ ৪৪৮ এই নাম্বারে কল করতে পারেন, অথবা ইমেল করতে পারেন hi@mahbubosmane.com এই ইমেলে, আমরা আপনাকে কোনভাবে সাহায্য করতে পারলে খুশি হব, ধন্যবাদ ।
মাহবুবওসমানী.কম এর সার্ভিস সমূহঃ