ফ্রি এসইও না পেইড এসইও? । ফ্রি ট্রাফিক নাকি পেইড ট্রাফিক?
ওয়েবসাইট দিয়ে ইনকাম করতে হলে আপনাকে SEO করতেই হবে। আপনি বুঝলে নিজে করতে হবে, না বুঝলে অন্য কাউকে দিয়ে করাতে হবে।
এর বিকল্প হচ্ছে পেইড এড, যা আমরা সোশ্যাল মিডিয়া সাইট, যেমনঃ ফেসবুক, পিন্টারেস্ট অথবা গুগুলের মাধ্যমে করে থাকি।
কিন্তু আমার মতে, শুরুতেই পেইড এড দেয়া বোকামি + লস! পেইড এড দিয়ে আপনি বিজিটর কে একরকম জোর করে সাইটে নিয়ে আসছেন। এতে একটা নেগেটিভ ইমপ্যাক্ট আছে, আপনারা খেয়াল করে থাকবেন, গুগুলে যখন আমরা কিছু সার্চ দেই, সাধারনত, আমরা পেইড এডের মাধ্যমে উপরে থাকা সাইট গুলিকে তেমন একটা ক্লিক করা হয় না।
এ ছাড়া কয়টা কোম্পানি আছে বছর বছর পেইড এড চালাতে পারে? পেইড এড বন্ধ তো আপনার ব্যাবসায় লাল বাত্তি :O
আর শুরুতেই বছর খানিক অরগানিক SEO করে, মানে গুগুলকে হ্যাপি করে সাইটকে একটা পর্যায়ে নিয়ে আসতে হবে, যখন দেখবেন, অরগানিক ভাবে ভালো পরিমান ভিজিটর আসছে, এইবার আপনি খেলা শুরু করতে পারেন।
সেই খেলা কি? খেলা টা হচ্ছে আপনার দোকানে 😛 বা ওয়েবসাইটে ট্র্যাফিক আছে, এইবার এদের কাছে সার্ভিস / প্রোডাক্ট বিক্রি করার কলা কৌশল এপ্লাই করুন। এই প্রক্রিয়াকে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় আমারা বলি “মনিটাইযেশন”
এইবার আপনি মনিটাইযেশন করতে গিয়ে বিভিন্ন জিনিস এপ্লাই করতে পারেন, তা হতে পারে পেইড এড, হতে পারে ইমেল মার্কেটিং, ভিডিও মার্কেটিং ইত্যাদি।
এই পোস্টের আসল মেসেজ হচ্ছে যাদের ইনভেস্টমেন্ট কম, তারা অরগানিক ওয়েতে SEO করে আগে আপনার ওয়েবসাইট কে একটা পর্যায়ে নিয়ে আসুন, তারপর যখন দেখবেন অরগানিক ভাবে ভালো ট্র্যাফিক আসছে তখন ছোট ছোট এড ট্রাই করুন, আর না হয় বিজনেসে সারভাইব করা কঠিন হবে, কারন শুরুতেই পেইড এড ম্যাক্সিমাম টাকা শেষ হয়ে যাবে।
আর অরগানিক SEO লং টাইম আপনাকে বেনিফিট দিবে, কিন্তু পেইড যেইদিন ডলার শেষ, অই দিন আপনিও শেষ 😛 তাই অরগানিক SEO কে এখনি ভালো বাসতে শুরু করুন।
বুঝতেছেন না? অরগানিক SEO এর সাথে কিভাবে লাভ মেইক করা যায়? আরে! এই জন্যই তো MahbubOsmane.com আছে আপনার পাশে, বিস্তারিত জানতে হলে এখানে ক্লিক করুন।
এখনো আপনার মনে কোন প্রশ্ন আছে? অথবা আমাদের থেকে কল পেতে চান?
তাহলে নিচের ফরমটি পুরন করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো, ইংশাআল্লাহ! আপনি আমাদেরকে ০১৭১৬ ৯৮৮ ৯৫৩ / ০১৯১২ ৯৬৬ ৪৪৮ এই নাম্বারে কল করতে পারেন, অথবা ইমেল করতে পারেন hi@mahbubosmane.com এই ইমেলে, আমরা আপনাকে কোনভাবে সাহায্য করতে পারলে খুশি হব, ধন্যবাদ ।
মাহবুবওসমানী.কম এর সার্ভিস সমূহঃ