ফেসবুক বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন এবং চ্যাটবট কোর্স!
কি কি শিখবো?
উত্তরঃ বি এম ভেরিফিকেশন এবং চ্যাটবট
বি এম ভেরিফিকেশন করলে কি সুবিধা?
উত্তরঃ রেস্টিক্টেড টাইপ প্রোডাক্ট সেল করতে পারবেন, এড একাউন্ট ডিজাবেল, রেস্টিক্টেড, সাস্পেন্ড হলে দ্রুত রিকাভার করতে পারবেন। বি এমের মাধ্যমে আপিল করলে আলাদা ভ্যালু পাবেন। আনলিমিটেড এড স্পেন্ডিং লিমিট পাবেন ইত্যাদি সুবিধা।
রেস্টিক্টেড প্রোডাক্টস কি কি?
উত্তরঃ ড্রাগস, মেডিসিন, আর্মস, মাফিয়া , ডেটিং, ক্যাসিনো অফার প্রোমোট, পলিটিকাল ক্যাম্পেইন, সোশ্যাল এক্টিভিটি, এওয়ারনেস ইনক্রেস ইত্যাদি।
ইজিভাবে করা যায় এমন কিছু ক্যাটাগরিঃ ক্লথ, ফ্যাশন আইটেম,জুয়েলারি, স্পোর্টস , জিম – এক্সসার সাইজ ইত্যাদি।
হোমওয়ার্কঃ Www.facebook.com/policies/ads/
বি এম ভেরিফিকেশনে কি কি ডকুমেন্টস লাগে?
উত্তরঃ বিজনেস লাইসেন্স / ট্রেড লাইসেন্স, বিন = বিজনেস আইডেন্টেফিকেশন নাম্বার / ভ্যাট = ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, ব্যাংক স্টেটমেন্ট, ইউটিলিটি বিল কপি ( ইলেক্ট্রিসিটি / গ্যাস / পানির বিলের কপি। )
দুই স্টেপে আপনারা কাজটি করবেনঃ ১মঃ বিজনেস নেম, ঠিকানা, বিন আইডি নাম্বার, মোবাইল নাম্বার, ওয়েব মেইল এবং ওয়েবসাইট, এগুলো ব্যাবস্থা করবেন অথবা ক্লায়েন্ট কে দিতে বলবেন।
ফেসবুক প্রথমে ভেরিফিকেশন করবে বিজনেস নেম এবং এড্রেস, সময় নিবে ৪৮-৭২ ঘন্টা, মাঝে মাঝে ৫ ওয়ার্কিং ডেইজ।
সেটিং > বিজনেস ইনফো >
সিকিউরিটি সেন্টার থেকে আপডেট দেখা যাবে।
৪ টি ধাপে ইনফো সাবমিট করতে হবেঃ ১মে ইনফরমেশন, তারপর ডকুমেন্ট দিয়ে সাবমিট করে দিলে বিজনেস ম্যানেজার ভেরিফাই করে দিবে।
ভেরিফিকেশন হওয়ার পর কেমন দেখা যাবে?
চ্যাটবটঃ AI – আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স
চ্যাটবট কেন দরকার? আপনি যখন বিজি থাকবেন, চ্যাটবট আপনার ক্লায়েন্টকে রিপ্লাই দিবে। আপনার রিস্পন্স করতে দেরি হলে চ্যাটবট রিপ্লাই দিলে রিস্পন্স রেট ভালো থাকে।
চ্যাটবট কোনটা ইউস করবেন? https://manychat.com/ ( ফ্রির মাঝে এটা ভালো ) ১০ টা কিওয়ার্ড সেট করতে পারবেন।
আপনার মনে কোন প্রশ্ন আছে? অথবা আমাদের থেকে কল পেতে চান?
তাহলে নিচের ফরমটি পুরন করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো, ইংশাআল্লাহ! আপনি আমাদেরকে ০১৭১৬ ৯৮৮ ৯৫৩ / ০১৯১২ ৯৬৬ ৪৪৮ এই নাম্বারে কল করতে পারেন, অথবা ইমেল করতে পারেন [email protected] এই ইমেলে, আমরা আপনাকে কোনভাবে সাহায্য করতে পারলে খুশি হব, ধন্যবাদ ।