Personal Development

ইন্টারনেট মার্কেটিং ক্যারিয়ার বিষয়ক প্রশ্নসুমুহ

ইন্টারনেট মার্কেটিং ক্যারিয়ার বিষয়ক প্রশ্নসুমুহ

এই প্রশ্নগুলি আপনাদের থেকে কেউ না কেউ আস্ক করেছেন, আমরা উত্তর দিয়ে এখানে সংগ্রহ করে রেখেছি, যাতে করা সেম প্রশ্ন কেউ আস্ক করলে আমরা এই লিংক টা দিয়ে দিতে পারি।

প্রশ্ন ০১ঃ ভাই আমি অলরেডি একটা জবে আছি, জব করে কি পসিবল?
উত্তরঃ পসিবল! শুধুমাত্র ৪ দিন আমাদের কে ফুল টাইম সময় দিতে হবে, আর আমাদের সাথে ঘুরাঘুরি করতে চাইলে আরো একদিন। মানে এই সময়টা হবে বুট ক্যাম্পের মতো, লারনিং উইথ মোজ মাস্তি 🙂  সো আর বাকি সময় কাজ হবে অনলাইনে, আমরা আপনাকে সিক্রেট গ্রুপের মাধ্যমে টেক্সট অ্যান্ড ভিডিও দিয়ে সাপোর্ট দিবো, এছাড়া আপনাদের প্রশ্নের উত্তর দিবো। আপনি বাসায় বসে ডেইলি  ২-৩ ঘন্টা করে প্রথমে ৩ মাস কাজ শিখবেন, তারপর ৬ মাস আমাদের সাথে প্রোজেক্টে কাজ করবেন।
প্রশ্ন ০২ঃ সবাই কীভাবে বিনিফিটেড হবে।
উত্তরঃ দুইভাবে, ১। ৯ মাস প্রাক্টিক্যাল ভাবে কাজ শিখে ২। তার টীমে যেই অথোরিটি সাইট টা হবে, ওই সাইট টা আমরা ১/২ বসর পর সেল করে দিবো, সে তো তার একটা অংশ পাবে, ধরলাম আমরা ১ টা সাইট ২০,০০০ ডলারে সেল করলাম। ১০ জনের টীম হলে সে পাবে ১০০০ ডলার।
প্রশ্ন ০৩ঃ টাকা নাই এখন কি করতে পারি?
উত্তরঃ  আপনার জিলাতে প্রোজেক্ট সাক্সেস করার জন্য উদ্যোগ নিন, ২০ জন কে মেনেজ করুন। আমরা যেই ৪ জনকে ফ্রি শিখাবো আপনাকে তার মধ্যে ইনক্লুড করে নিবো এ ছাড়া একদম গরীব দেখে আরো  (প্রতি ২০ জনের টীমে) ৪ জন কে ফ্রি শিখাবো, ইনশাআল্লাহ্‌ 🙂
প্রশ্ন ০৪ঃ ইচ্ছা আছে কিন্তু অভিজ্ঞতা নাই, আমরা কি জয়েন করতে পারবো?/ অথবা আমি নিউ আমি কি জয়েন করতে পারবো?
উত্তরঃ হ্যাঁ পারবেন, আপনাদের জন্যই আমরা ইন্টারনেট মার্কেটিং ব্যসিক থেকে শুরু করবো আস্তে আস্তে ডিপ লেভেলে যাবো, তবে কম্পিউটারে তেমন অভিজ্ঞতা নাই, ইন্টানেট নতুন ব্যাবহার করছেন এমন হলে জয়েন করার দরকার নাই।
প্রশ্ন ০৫ঃ কোর্স ফি কমানোর কোন সুযোগ আছে বা রিকুয়েস্ট করা যাবে?
উত্তরঃ নাহ! কোনভাবেই কোর্স ফি কমানো যাবে না কারন আমরা যেই ফি নির্ধারণ করেছি তা না ৯ মাস হলে আপনাদেরকে সাপোর্ট দেয়া যাবে না, আর এই ফি এমন ভাবে নির্ধারণ করা, এর থেকে কমানোর কোন সুযোগ নাই। সরি! হার্ড ভাবে বলার জন্য আপনি আমাদের কোর্স কনটেন্ট গুলি দেখুন তাহলেই বুঝতে পারবেন।
তবে আমাদেরকে স্পন্সর জোগাড় করে দিলে অথবা গরীব ছাত্রদের জন্য আমাদের কিছু রেফারেল বোনাস আছে, ওই সুযোগ টা কাজে লাগাতে পারেন। এর জন্য আমাদের সাথে ডিরেক্ট কল করে যোগাযোগ করতে হবে। এই ছাড়া আপনি আপনার জেলার টীমের দায়িত্ব নিতে পারলে আপনার জন্য বিশেষ কমিশনের ব্যবস্থা আছে।
প্রশ্ন ০৫ঃ আমার বাড়ি তো নওগাতে। আমি ব্লগিং করি। তবে এসইও ইন্টারনেট মার্কেটিং পারিনা। ঢাকাতে গিয়ে থাকা আমার পক্ষে সম্ভব না। আমি কি করতে পারি?
উত্তরঃ  নওগাতে ১০ জনের টীম তৈরি করুন। আমরা নওগাতে যাবো, ইনশাআল্লাহ্‌।
প্রস্ন০৬ঃ প্রতি জেলায় কতো জন করে টীম হবে?
উত্তরঃ মিনিমাম ১০ জন ম্যাক্সিমাম ২০ জন। ১৬ জন পেইড আর ৪ জন ফ্রি!
প্রস্ন০৭ঃ পেমেন্ট কি ইন্সটলমেন্ট দিয়ে পরিশোধ করা যাবে?
উত্তরঃ হ্যাঁ দুই ভাগে দিতে পারবেন। ৬৫০০ দিয়ে রেজিস্ট্রেশন করে বাকিটা ৬৫০০ টাকা প্রথম ক্লাসের দিন পরিশোধ করতে হবে।
প্রশ্নঃ এডমিশন নেয়ার পর তা কি ক্যান্সেল করা যাবে?
উত্তরঃ না! এডমিশন নেয়ার পর তা ক্যান্সেল করা যাবেনা কোনভাবেই।
সার্ভিস সমূহ, মার্কেটিং অথবা কোর্স রিলিটেড যেই কোন প্রশ্ন করতে আমাদের ফেসবুক গ্রুপটি অথবা কন্টাক্ট পেজ ব্যাবহার করুন।আমাদের সার্ভিস সমূহ, শর্ট কোর্স অথবা লংটাইম প্রাক্টিক্যাল কোর্সের ব্যাপারে জানতে আমাদের কোম্পানি ওয়েবসাইট ব্রাউজ করুন।

এখনো আপনার মনে কোন প্রশ্ন আছে? অথবা আমাদের থেকে কল পেতে চান?

তাহলে নিচের ফরমটি পুরন করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো, ইংশাআল্লাহ! আপনি আমাদেরকে ০১৭১৬ ৯৮৮ ৯৫৩ / ০১৯১২ ৯৬৬ ৪৪৮ এই নাম্বারে কল করতে পারেন, অথবা ইমেল করতে পারেন hi@mahbubosmane.com এই ইমেলে, আমরা আপনাকে কোনভাবে সাহায্য করতে পারলে খুশি হব, ধন্যবাদ ।

    মাহবুবওসমানী.কম এর সার্ভিস সমূহঃ

     

    Mahbub Osmane

    Hi, my name is Mahbub Osmane; a 35-year-old, Digital Marketing Consultant, Entrepreneur & Public Speaker. I’m the Founder of BytecodeIT, BPOEngine & DigitalAdOpS. Last 10 years I have been working as a Digital Marketer & SEO consultant where I worked for over 200 businesses and ranked them higher and boost their sales funnel. Visit www.mahbubosmane.com/mahbub-osmane to know more.

    Recent Posts

    অথরাইজড ক্যাপিটাল বনাম পেইড-আপ ক্যাপিটাল — পার্থক্য, গুরুত্ব ও বাংলাদেশ-সৌদি আরবের নিয়ম

      অথরাইজড ক্যাপিটাল বনাম পেইড-আপ ক্যাপিটাল — পার্থক্য, গুরুত্ব ও বাংলাদেশ-সৌদি আরবের নিয়ম Authorized Capital…

    17 hours ago

    ডেলিভারি ভিসার ফাঁদ: সৌদিতে প্রবাসী শ্রমিকদের না বলা বাস্তবতা

      ⚠️ ডেলিভারি ভিসার ফাঁদ: সৌদিতে প্রবাসী শ্রমিকদের না বলা বাস্তবতা Delivery Visa Trap সৌদি…

    6 days ago

    GDS (Global Distribution System) কী? কেন শেখা গুরুত্বপূর্ণ?

    GDS (Global Distribution System) কী? কেন শেখা গুরুত্বপূর্ণ?   বর্তমান বিশ্বে ট্রাভেল ইন্ডাস্ট্রি দ্রুত গতিতে…

    1 week ago

    সৌদি আরবে দক্ষ কর্মীর জন্য তাকামুল সার্টিফিকেট (Takamul certificate) : কী, কেন এবং কম খরচে পাওয়ার সহজ উপায়!

    সৌদি আরবে দক্ষ কর্মীর জন্য তাকামুল সার্টিফিকেট (Takamul certificate) : কী, কেন এবং কম খরচে…

    1 week ago

      💼 ইন্টারভিউ বোর্ডে ১৫ মিনিটেই কিভাবে অন্যদের থেকে আলাদা হবেন? ভাবুন, আপনি পাবলিক বাসে…

    2 weeks ago

    আপনার ব্যবসায় কি আরও দ্রুত গ্রোথ চান?

    আপনার ব্যবসায় কি আরও দ্রুত গ্রোথ চান? আপনি কি এমন একটা সময়ের স্বপ্ন দেখছেন, যখন…

    2 weeks ago