Hit enter after type your search item
মাহবুবওসমানী.কম

ডিজিটাল মার্কেটিং এজেন্সি

On-Page SEO কেইজ স্টাডি + ক্যারিয়ার গাইডলাইন | On-Page SEO Service for Brew Hose Supply

/
/
/
243 Views

On-Page SEO Service for Brew Hose Supply

On-Page SEO কেইজ স্টাডি + ক্যারিয়ার গাইডলাইন | On-Page SEO Service for Brew Hose Supply

On-Page SEO Service for Brew Hose Supply ( www.brewhosesupply.com )

আজকে দুই ঘন্টা কাজ করে প্রায় ১৩,৪০০ টাকা ইনকাম করলাম, আলহামদুলিল্লাহ্‌! সাথে খুব ভালো একটা ফিডব্যাক এবং কমেন্ট। ( বি দ্রঃ ইনকাম এইভাবে শেয়ার করাটা খারাপ দেখায়, না করাই উত্তম, কারন হচ্ছেঃ মানুষ হিংসা করতে পারে, বদ নজর দিতে পারে, আল্লাহ্‌ আমাদের সবাইকে হেফাজত করুন, আমীন। ) অল্প পরিশ্রমে মোটামুটি ভালো একটা এমাউন্ট উপার্জন, তবে এটা খুব বেশি না, কারন ঘন্টায় ৫০ হাজার – ১ লাখ টাকা ইনকাম করেন, এমন ফ্রিল্যান্সার/বিজনেস পার্সন আমার ফ্রেন্ড লিস্টে আছেন,তবে এটা রেয়ার বা কারো নিয়মিত ইনকাম না।

মূল কথায় আসিঃ

অল্প পরিশ্রমে মোটামুটি ভালো একটা এমাউন্ট উপার্জন করার জন্য আমাকে গত ১০ বছর কষ্ট করতে হয়েছে, অনেক কষ্ট, অনেক স্যাক্রিফাইস, এখনো করে যাচ্ছি।

এই ১০ বছরের কষ্টের ফল হচ্ছেঃ

  • ==> গত দুই বছর ধরে আমি খুব একটা জব সার্চ করিনা, তবে ভালো কাজ / জব সামনে আসলে এপ্লাই করি, এটার ভিন্ন কিছু কারন আছে, সময় পেলে আরেকদিন আলোচনা করবো, মুলা কথা জেনে রাখেন, এটাও একটা মার্কেটিং/নেটওয়ার্কিং টেকনিক, যা আমাকে অনেক নতুন কিছু জানতে ও শিখতে সাহায্য করে বা করবে।
  • ==> আমি একটা ফানেল/সিস্টেম ( Portfolio + Multiple Website in various category + Marketplace Profile etc. ) তৈরি করেছি, যার কারনে আমি আমার বর্তমান কাজের ৯০% আটো পাই।
  • ==> এই ১০ বছর ধরে অনেক কাজ শিখতে হয়েছেঃ ডিজিটাল মার্কেটিং + বিজনেস ডেভেলাপমেন্ট + উদ্যোক্তা হতে চেস্টা করা + Apply for business funding + Building a different educational institute + এখন শিখার লিস্টে অলরেডি খুব ভালোভাবে প্রোগ্রামিং এড করেছি + চেস্টা করে যাচ্ছি।
  • ==> ইভেন, আমার পরিচিত অনেককেই আমি বলে থাকি, যদি ইউরোপের কোন কান্ট্রিতে ইন করি, তা হলে বর্তমানের চেয়ে ২/৩ গুন এমাউন্ট হালাল ভাবে ইনকাম করার যথেষ্ট সম্ভাবনা আছে, ইংশাআল্লাহ্‌।

তো উপরের কথাগুলো বলার মূল পয়েন্ট টা হচ্ছেঃ ক্যারিয়ারে উন্নতির গ্র্যাফটা উপরের দিকে উঠাতে হলে আপনাকে একটার পর একটা চেষ্টা করে যেতে হবে, মেন্টরের সাপোর্ট নিতে হবে, আল্লাহ্‌র রহমতের জন্য প্রচণ্ড বিনয়ী হয়ে দোয়া করে যেতে হবে, কখন কোনটা যে ক্লিক করবে, আপনি নিজেও টের পাবেন না।

তাই চেস্টা এবং দোয়া করতে থাকুন, পজেটিভ মাইন্ডসেট রাখুন, নেগেটিভ এবং ছোট মেন্টালিটির লোকজন থেকে দূরে থাকুন, সব শেষে অপরকে হিংসা না করে / অপরের গীবত না করে / অপরের আরো ভালোর জন্য দোয়া করুন, সেম জিনিস বা তার থেকে ভালো জিনিস আপনি পেয়ে যাবেন।

ক্যারিয়ার নিয়ে যারা স্ট্রাগল করছেন, আল্লাহ্‌ আপনাদেরকে হালাল রিজিকের মাধ্যমে ট্রিলিয়ন ডলারের মালিক বানান, এই ডলার মুসলিম উম্মার খেদমতে কাজে লাগুক, আমীন। আমার জন্য দোয়া করবেন, সবাইকে শুভ রাত্রি।

বি. দ্রঃ আমার ১০-১২ বছরে অনলাইন ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে অনেককেই হেল্প করার চেস্টা করছি, বিশেষ করে যারা অনলাইনে কয়েক বছর অতিক্রম করার পরও এখনো ভালো কিছু করতে পারেননি বা ষ্টীল হতাশ, অথবা কিছুদিন কোন কারনে গ্যাপ দিয়েছেন কিন্তু এখন নতুন করে কামব্যাক করতে চাচ্ছেন , দরকার হলে নক দিবেন, সাধ্যমত হেল্প করবো, ইংশাআল্লাহ।

ক্যারিয়ার ডেভেলাপমেন্টে সিরিয়াস একটি ভুল!

ক্যারিয়ার ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে অনেকেই আমরা ১ টি বড় ভুল করি, আর তা হচ্ছে অনেক কিছু একসাথে শিখতে চাই, এটা খুব ভুল একটা প্রক্রিয়া।

মনে করুন আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন, কিন্তু ডিজিটাল মার্কেটিং অনেক বড় এরিয়া। ডিজিটাল মার্কেটিং কাভার করে এইরকম ২০+ টপিকের কথা আমি আপনাকে বলতে পারব। এখন আপনি কি ২০ টা জিনিস একসাথে শিখতে পারবেন ? উত্তর হচ্ছে, কখনোই না।

তাহলে কি করবেন?

মনে করুন আপনি ডিজিটাল মার্কেটিং এর একটা টপিক “এসইও” শিখবেন, এখন এসইওতে আবার ৪ টি মেইন টপিক আছে: অন পেইজ , অফ পেইজ,  টেকনিক্যাল এবং কনটেন্ট এসইও, এর মাঝে যদি ১ টা টপিক ও ভালোভাবে শিখেন, আপনি ভালোভাবে চলার মত উপার্জন করতে পারবেন। তবে কথা হচ্ছে ওই টপিকের সাথে জড়িত অন্য যা যা আছে, সবগুলোর সাথে আইডিয়া রাখতে হবে।

ধরুন আপনি “কনটেন্ট এসইও” ভালোভাবে শিখবেন, এখন আপনাকে জানতে হবে:

  • ১. ইংরেজির বেসিক,  গ্রামার, সেন্টেন্স মেকিং ও কমিউনিকেশন বেসিক।
  • ২. SEO Content কিভাবে ওয়েবসাইটে বা ডিজিটাল টুলস ইউজ করে লিখতে হয় তার ব্যাসিক।
  • ৩. একটা কনটেন্ট কিভাবে র‍্যাংকিং করতে হয় তার নলেজ।
  • ৪. কতভাবে এ কন্টেন্ট মার্কেটিং করা যায় তা জানতে হবে, ইত্যাদি।

এগুলো জানলে আপনি এসইও’র একটা পার্ট দিয়ে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। 

যখন আপনি এসইও কন্টেন্ট দিয়ে উপার্জন করতে শুরু করবেন, তখন আপনি বাকি তিনটি পার্ট আবার একটি একটি করে শিখা শুরু করতে পারেন, এইভাবে আপনি একজন ফুলস্ট্যাক এসইও এক্সপার্ট হতে পারেন, তবে এর জন্য আপনার এক থেকে দেড় বছর সময় লাগতে পারে আমার জানা মতে।

তাই আমাদের খুব সাবধানে অনলাইন ক্যারিয়ারের টপিক নির্বাচন করতে হবে, এবং ওই নির্দিষ্ট টপিকে এক্সপার্ট হওয়ার জন্য 6 থেকে 12 মাস সময় দিতে হবে। 

অনলাইন ক্যারিয়ারের টপিক নির্বাচন করতে সাহায্য দরকার হলে আমাকে নক দিতে পারেন, সময় হলে হেল্প করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।

মাহবুব ওসমানীফুল স্ট্যাক এসইও এক্সপার্ট ও অনলাইন ক্যারিয়ার কনসালটেন্ট।

এখনো আপনার মনে কোন প্রশ্ন আছে? অথবা আমাদের থেকে কল পেতে চান?

তাহলে নিচের ফরমটি পুরন করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো, ইংশাআল্লাহ! আপনি আমাদেরকে ০১৭১৬ ৯৮৮ ৯৫৩ / ০১৯১২ ৯৬৬ ৪৪৮ এই নাম্বারে কল করতে পারেন, অথবা ইমেল করতে পারেন hi@mahbubosmane.com এই ইমেলে, আমরা আপনাকে কোনভাবে সাহায্য করতে পারলে খুশি হব, ধন্যবাদ ।


    মাহবুবওসমানী.কম এর সার্ভিস সমূহঃ

    Leave a Comment

    Your email address will not be published. Required fields are marked *

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    This div height required for enabling the sticky sidebar
    Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views :