Hit enter after type your search item
মাহবুবওসমানী.কম

ডিজিটাল মার্কেটিং এজেন্সি

নিজের জন্য কিছু করুন!

/
/
/
2314 Views

macbook-laptop-computer-technology-business-office-desk-coffee-cup-mug-eyeglasses-tablet-ipad-work-768x511-653x393Do Something For You

প্রতিজ্ঞা করুন:

১. প্রথমে নিজেকে অর্থনীতিক ভাবে স্বাধীন করবো।
২. তারপর আমার পরিবারকে।
৩. তারপর আত্তীয় স্বজন সহ আশেপাশের সমাজের মানুষদের, এইভাবে সমস্ত বাংলাদেশের।

আর ফিনান্সিয়াল স্বাধীনতা এতো সহজ না।

এর জন্য সবার আগে অলসতাকে বিসর্জন দিতে হবে , ৭ ঘন্টার যায়গায় ৫ ঘন্টা ঘুমাতে হবে, বারবার চেস্টা করতে হবে।

একটাতে সফলতা না পেলে অন্যকিছু চেস্টা করতে হবে, নিজের সম্ভাবনা খুঁজে বের করতে হবে।

তোমার চোখে যাকে সফল মনে করো, তার লাইফ স্টাইল ফলো করো, দেখো সে দিনে কয় ঘন্টা কস্ট করে।

বলতে পারো তার এইটা আছে, ওইটা আছে, আমার তো তা নেই । মনে রাখবে, সে তা কস্ট করেই অর্জন করেছে। তবে ব্যতিক্রম আছে, তা এক্সসেপশন, এক্সসেপশন কেন নট বি এক্সাম্পল।

একটা সিম্পল উদাহরণ দেই:

আমার এমডি কোটি কোটি টাকার কোম্পানির মালিক, সে আমাকে বলে:

“ওসমানী, গত ১৩ বছর ধরে টানা ৬ টায় উঠি, রাত ১২ বা ১ টার আগে ঘুমাতে যেতে পারিনা, আমার চেয়ারম্যান ৪-৫ ঘন্টার বেশি ঘুমায়না, কোম্পানি বড় করতে হলে তোমার অনেক কস্ট করতে হবে”

সো, তারা রাতারাতি বড় হয়নাই, কেউই হয়না, কস্ট করেই তোমাকে বড় হতে হবে।

সবার জীবনের স্বপ্নগুলি সত্যি হোক, জীবনটা হয়ে উঠুক স্বপ্নের মতো সত্যি।

যে মানুষটা আজকে তোমাকে অবহেলা করছে, তাকে দেখিয়ে দাও, আমি অবহেলার পাত্র নয়, যেই মেয়েটা তোমার প্রপোজ গ্রহণ করেনি, তাকে বলে দাও, তুমি আমার যোগ্য নও, তোমার চেয়ে সুন্দরী মেয়ে আমি বিবাহ করবো, ইনশাআল্লাহ। চলবে

#MahbubOsmane  #DigitalMarketingConsultant

 

এখনো আপনার মনে কোন প্রশ্ন আছে? অথবা আমাদের থেকে কল পেতে চান?

তাহলে নিচের ফরমটি পুরন করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো, ইংশাআল্লাহ! আপনি আমাদেরকে ০১৭১৬ ৯৮৮ ৯৫৩ / ০১৯১২ ৯৬৬ ৪৪৮ এই নাম্বারে কল করতে পারেন, অথবা ইমেল করতে পারেন hi@mahbubosmane.com এই ইমেলে, আমরা আপনাকে কোনভাবে সাহায্য করতে পারলে খুশি হব, ধন্যবাদ ।


    মাহবুবওসমানী.কম এর সার্ভিস সমূহঃ

     

    Leave a Comment

    Your email address will not be published. Required fields are marked *

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    This div height required for enabling the sticky sidebar
    Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views :