Personal Development

বেষ্ট প্রফেশনাল কোর্স সমূহ

সংগ্রহে রাখুন দুনিয়ার সেরা কিছু কোর্স। যেই কোর্সগুলা আপনার জীবন বদলে দিতে পারে। শুরু করার আগে একটি কথা “যদি আপনি মন থেকে কিছু শিখতে চান, তাহলে নিচের সকল কোর্স থেকে আপনার টপিকটি খুজে শিখা শুরু করে দিন, দেখবেন কেও আপনাকে থামাতে পারবে না 🙂
মনে করুন আপনি প্রোগ্রামিং শিখবেন, এখন প্রোগামিং শিখতে দেশের যে কোন প্রতিষ্ঠানে আপনাকে ১০/২০ হাজার টাকা খরচ করতে হবে, অথচ এই প্রোগ্রামিং নিয়ে অনলাইনে হাজার হাজার কোর্স রয়েছে, যেইগুলা ফ্রী এক্সেস নিয়ে বাসায় বসে কোর্স করে আপনি নিশ্চিন্তে আপনার পকেটের টাকা বাঁচাতে পারবেন। আর আমি মনে করি অনলাইনে বাসায় বসে আপনি যা যা শিখতে পারবেন তা কখনো আপনি কোন প্রতিষ্ঠানে গিয়ে শিখতে পারবেন না। কারন আপনি যখন কোর্স করে কিছু শিখবেন তখন আপনি একান্ত নিজের চিন্তা দিয়ে শিখবেন, সাথে টাকা বাচাবেন। তখন যা যা শিখবেন তা কখনো ভুলে যাবার প্রশ্ন ও উটে না। যদি মনে ইচ্ছা থাকে তাহলে আপনি আপনার লক্ষ্যে অনলাইনের কোর্স করে পৌঁছাতে পারবেন। তো আসুন কোর্স গুলার এক্সেস নেই। “আমি কোর্স আলাদা আলদা করে লিংক দিচ্ছি” আপনার যেইগুলা ধরকার বুকমার্ক করে রাখুন।

প্রোগ্রামিং

গ্রাফিক্স ডিজাইন

গ্রাফিক্স ডিজাইন এর সেরা সফটওয়্যার #এডোবি_ফটোশপ, #এডোবি_ইলাস্ট্রেটর , #এডোবি_লাইটরুমআপনি বাসায় বসে এডোবির সকল সফটওয়্যার এর কোর্স করতে পারবেন। নিয়ে নিন এডোবির সেরা সফটওয়্যার গুলার কোর্সঃ https://helpx.adobe.com/in/support.html

অনলাইন মার্কেটিং

#ডিপ্লোমা করতে চান সোসিয়াল মার্কেটিং এর উপর? হ্যা সত্যি বলতাছি ডিপ্লোমা করুন সোসিয়াল মার্কেটিং এর উপর আলিসন এর কোর্স গুলা থেকেঃ https://alison.com/courses
#ডিজিটাল মার্কেটিং শিখুন কোর্সিয়ারা থেকেঃ https://www.coursera.org/learn/marketing-digital?action=enroll&authMode=signup
#ডিজিটাল মার্কেটিং শিখুন মাহবুবওসমানী.কমঃ https://mahbubosmane.com/courses/
#ইমেইল_মার্কেটিং শিখুন হাবস্পট থেকেঃ https://offers.hubspot.com/the-essential-crash-course-on-modern-email-marketing
#গুগলের এনালাইটিকসঃ এর বস হউন ইউডমির এনালাইটিক কোর্সটি করেঃ https://www.udemy.com/getting-started-with-google-analytics/

স্টার্টআপ

#বর্তমান দুনিয়ার সব চেয়ে সফল জিনিষ গুলার মধ্যে একটি স্টার্ট_আপ । আপনার ও ইচ্ছা হয় শুরু করবেন স্টার্টাপ? তাহলে শুরু করে দিন http://startupclass.samaltman.com/

রাইটিং

লেখালেখি করে যে হাজার হাজার ডলার ইনকাম করা যায় তা আগে ও বলেছি, আপনার লেখা দিয়ে কিভাবে ইনকাম শুরু করবেন? লেখালেখির সকল প্রশ্নের উত্তর দিবে এই সকল কোর্সঃ https://www.class-central.com/mooc/2125/futurelearn-introduction-to-journalism

ভাষা

আপনি বাংলা ইংলিশ পর ও বিশ্বের আরো ভাষা শিখতে চান?
শিখুন ফ্রান্স ভাষা; https://alison.com/courses/Basic-French-Language-For-Everyday-Life
বিবিসির কোর্স থেকে শিখুন ইতালির ভাষাঃ http://www.bbc.co.uk/languages/italian/talk/

ভিডিও এডিটিং

আমাদের সবার’ই ইচ্ছা থাকে একটি মুভি বা শর্ট ফিল্ম বানাতে, অথবা ভিডিও এডিটিং শিখতে! আপনি অনলাইনেই ভিডিও এডিটিং শিখতে পারবেন!!
যেভাবে ইডুকেশনাল ভিডিও বানাবেনঃ https://www.skillshare.com/classes/How-to-Make-an-Educational-Video-Essay/1296788611?via=browse-rating-video-editing-layout-grid
তাছাড়া আপনার পছন্দের ভিডিও এডিটিং এর কোর্স করে ফেলুন স্কিলশেয়ার থেকেঃ https://www.skillshare.com/browse/video-editing
শিখুন মাইক্রোসফট এক্সেলঃ https://alison.com/resume/courses/1268

অনলাইন আইটি কোর্স করার জন্য সেরা ৩টি ওয়েবসাইট

ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট কোর্স বাই W3schools

যারা ওয়েব ডিজাইন কিংবা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান, তাদের জন্য এর থেকে উত্তম ওয়েবসাইট আর একটিও নেই। বিশ্বজুড়ে ৪৫ মিলিয়নেরও বেশি মানুষ এই ওয়েবসাইটটি ব্যবহার করছে। এখানে প্রাইমারি লেভেল থেকে শুরু করে উচ্চতর লেভেল পর্যন্ত অসংখ্য টিউটোরিয়াল রয়েছে।

বেসিক এইচটিএমল শেখার জন্য ৩০টি ছোট ছোট টিউটোরিয়াল, এইচটিএমএল দিয়ে ওয়েবসাইটে ফর্ম তৈরি শেখার জন্য ৪টি টিউটোরিয়াল, এইচটিএমল গ্রাফিক্স শেখার জন্য ৩টি টিউটোরিয়াল রয়েছে। এছাড়া, এইচটিএমল সেকশনে আরো রয়েছে ওয়েব পেইজে অডিও-ভিডিও যুক্ত করার জন্য ৫টি টিউটোরিয়াল।

সিএসএস সেকশনের টিউটোরিয়ালগুলো আপনাকে দারুণ আনন্দ দেবে। কারণ, এখানকার টিউটোরিয়ালগুলোই আপনাকে শেখাবে কিভাবে ওয়েব পেইজ ডিজাইন করতে হয়। ৫ ভাগে মোট ৭৫টি টিউটোরিয়াল পাবেন এখানে যা আপনাকে সিএসএস ডিজাইনে পারদর্শী করে তুলবে।

আপনি জানেন, একটা ওয়েবসাইটের ডিজাইন যতই সুন্দর হোক না কেন, জাবস্ক্রিপ্ট ছাড়া এর ফাংশনালিটি কাজ করবে না। জাবাস্ক্রিপ্টের যে ১১৫টি টিউটোরিয়াল রয়েছে, সেগুলো ভাল করে প্র্যাকটিস করলেই আপনি দক্ষ হয়ে উঠবেন একটা ওয়েবসাইটের ফাংশনালিটি প্রস্তুত করার জন্য।

যদিও, একজন পাক্কা ওয়েব ডিজাইনার হওয়ার জন্য এ তিনটি বিভাগই আপনার জন্য যথেষ্ট্য, তবু এখানে মাইএসকিউএল, পিএইচপি, বুটস্ট্রাপ, জেকুয়েরি এবং অ্যাঙ্গুলারের উপরও সহজবোধ্য অনেক টিউটিরায়ল রয়েছে। ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট কোর্সটি শুরু করতে এখানে ক্লিক করুন।

 

অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট কোর্স

 

আপনার অ্যান্ড্রয়েড ফোনটি চেক করে দেখেন তাতে অনেক অ্যাপ রয়েছে যেগুলো দিয়ে আপনি বিভিন্ন ধরণের কাজ সেরে থাকেন। কখনো কি ভেবেছেন কোন অ্যাপটি কার তৈরি! প্রত্যেকটি অ্যাপের পেছনে কোন একজন ব্যক্তি কিংবা একটা প্রতিষ্ঠানের নিরলস শ্রম রয়েছে। আর সেই শ্রমের মর্যাদাও তারা পাচ্ছেন। কারণ, সারা পৃথিবী জুড়ে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের মধ্যে আপনার আমার মত অনেকেই তাদের অ্যাপটি ব্যবহার করছেন। কেমন হয় যদি আপনার তৈরি করা কোন অ্যাপ অন্যরা ব্যবহার করে!

স্বপ্নের মত লাগছে? এই স্বপ্নই একদিন সত্যি হয়ে যেতে পারে যদি আপনি স্বপ্ন দেখার সাহস রাখেন আর সেই স্বপ্ন বাস্তবায়নে উঠে পড়ে লাগেন। আপনার স্বপ্ন বাস্তবায়নে সহযোগীতা করার জন্য একটি দারুণ ওয়েবসাইট রয়েছে যার নাম ডেভেলপার ডট অ্যান্ড্রয়েড।

অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট শেখার যতগুলো ওয়েবসাইট রয়েছে তার মাঝে এটিই প্রথম, আপ-টু-ডেট এবং সেরা ওয়েবসাইট। অ্যান্ড্রয়েড রিলেটেড যত রিসোর্স দরকার তার সবই আছে এই ওয়েবসাইটে। আর শেখার জন্য যতগুলো টিউটোরিয়াল রয়েছে, তার প্রত্যেকটির সঙ্গেই অনলাইনে এক্সারসাইজ বা প্র্যাকটিস করার প্রয়োজনীয় রিসোর্স দেয়া রয়েছে। সুতরাং, আপনি যদি নিয়মিত এই এক্সারসাইজগুলো করতে থাকেন, অ্যান্ড্রয়েড অ্যাপ বানানো আপনার জন্য কোন ব্যাপারই না। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট কোর্সটি শুরু করতে এখানে ক্লিক করুন।

 

গেম ডেভেলপমেন্ট কোর্স বাই এলিসন

মোবাইলে কিংবা কম্পিউটারে আপনি প্রায়ই গেম খেলে থাকেন। কখনো ভেবেছেন কি চাইলে আপনি নিজেও এ ধরণের গেম ডেভেলপ করতে পারেন! আর আপনার মত অন্যরাও তাদের মোবাইলে কিংবা কম্পিউটারে খেলতে পারে আপনার তৈরি করা গেম! এটা মোটেই অসম্ভবের কিছু নয়, যদি এই ওয়েবসাইটটি আপনার সাথে থাকে।

এই ওয়েবসাইটে বহু ধরণের অনলাইন আইটি কোর্স রয়েছে। তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং জনপ্রিয় কোর্স হচ্ছে গেম ডেবেলপমেন্ট। এইচটিএমল ৫ দিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল, ওয়েব ব্রাউজার সহ আরো নানা রকম প্লাটফর্মের জন্য গেম তৈরি করার উপর অসংখ্য টিউটোরিয়াল রয়েছে  Alison এ।

এখানে গেম ডেভেলপমেন্টের সবচেয়ে জনপ্রিয় প্লাটফর্ম, Apache Cordova এবং  Enchant.js গেম ইঞ্জিনের সঙ্গে পরিচিত হবেন। এদের ব্যবহার শিখবেন। কিভাবে একটা গেমের প্লেয়ার ক্যারেক্টার তৈরি করতে হয়, অন্যান্য ক্যারেক্টারদের সঙ্গে কিভাবে ম্যাচ করাতে হয় এবং যুদ্ধে নামাতে তার সবকিছুই আপনি শিখতে পারবেন এই ওয়েবসাইটে।

গেম ডেভেলপমেন্টের এই ডিপ্লোমা কোর্সটি করতে হলে আপনাকে Alison এ সাইন আপ করতে হবে মানে এখানে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। আপনার নাম আর ব্যক্তিগত ইমেল ব্যবহার করেই সাইন আপ করতে পারবেন। এমন কি, আপনার সোশাল মিডিয়া অ্যাকাউন্ট দিয়েও এখানে সাইন আপ করা যায়। গেম ডেভেলপমেন্ট কোর্সটি শুরু করতে এখানে ক্লিক করুন।

200 Best Free Coursera Courses in 2019

https://www.guru99.com/coursera-free-courses.html

বোনাস

ইংলিশে দক্ষ হওয়ার জন্য ফলো করতে পারেন এই কোর্স গুলাঃ
কোর্স গুলা কখন করবেন? আমি একটা প্ল্যান দেই, এখন তো রোজা মাস? আপনি প্রায় সেহরি খেয়ে ঘুমান, যদি প্রতিদিন রাতে ১২ টার পর নিশি রাতে শিখা শুরু করে দিন তাহলে ২০ দিনেই যে কোন একটা টপিক শিখতে পারবেন। কারন নিশি রাতে কিছু শিখলে সহজে ভুলবেন না!
বিদ্রঃ সকল কোর্স গুলায় আপনার মেইল/ফেসবুক থেকে লগিন করলেই ফ্রী এক্সেস পেয়ে যাবেন। তারপর ও কোন সমস্যা হলে কমেন্ট করবেন।
শেষে একটাই কথাঃ যদি আপনার শিখার ইচ্ছা থাকে তাহলে শিখে ফেলুন যে কোন এক টপিক, দেখবেন নিজের ফিউচার নিজেই করবেন। এই অনলাইনে 🙂
#ধন্যবাদ

এখনো আপনার মনে কোন প্রশ্ন আছে? অথবা আমাদের থেকে কল পেতে চান?

তাহলে নিচের ফরমটি পুরন করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো, ইংশাআল্লাহ! আপনি আমাদেরকে ০১৭১৬ ৯৮৮ ৯৫৩ / ০১৯১২ ৯৬৬ ৪৪৮ এই নাম্বারে কল করতে পারেন, অথবা ইমেল করতে পারেন hi@mahbubosmane.com এই ইমেলে, আমরা আপনাকে কোনভাবে সাহায্য করতে পারলে খুশি হব, ধন্যবাদ ।

    মাহবুবওসমানী.কম এর সার্ভিস সমূহঃ

     

    Mahbub Osmane

    Hi, my name is Mahbub Osmane; a 35-year-old, Digital Marketing Consultant, Entrepreneur & Public Speaker. I’m the Founder of BytecodeIT, BPOEngine & DigitalAdOpS. Last 10 years I have been working as a Digital Marketer & SEO consultant where I worked for over 200 businesses and ranked them higher and boost their sales funnel. Visit www.mahbubosmane.com/mahbub-osmane to know more.

    View Comments

    • Hey very cool web site!! Guy .. Excellent .. Amazing .. I will bookmark your website and take the feeds additionally? I'm glad to find a lot of helpful info here within the publish, we need develop extra techniques in this regard, thank you for sharing. . . . . .|

    Recent Posts

    সৌদি আরবে প্রবাসীদের জন্য অফিস ও ব্যবসায়িক সার্ভিস

    সৌদি আরবে প্রবাসীদের জন্য অফিস ও ব্যবসায়িক সার্ভিস – এখন সব এক জায়গায় - Office…

    1 month ago

    শুধু ওয়েবসাইট নয়, আপনার বিজনেসের জন্য তৈরি করুন ২৪/৭ প্রফিট জেনারেটিং সেলস মেশিন!

    Profit Generating Sales Machine বর্তমান ডিজিটাল যুগে শুধু একটি সুন্দর ওয়েবসাইট থাকলেই সফল হওয়া যায়…

    4 months ago

    AI শেখা কেন শিশুদের জন্য জরুরি?

    Importance of Teaching AI to Children আমরা এমন এক যুগে প্রবেশ করেছি যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা…

    4 months ago

    সৌদিতে ইনভেস্টর লাইসেন্স এবং ভিসা সার্ভিস – বিস্তারিত গাইড (২০২৫)

    সৌদিতে ইনভেস্টর লাইসেন্স এবং ভিসা সার্ভিস – বিস্তারিত গাইড (২০২৫) Investor License Service in Saudi…

    4 months ago

    সৌদি আরবের ভিজিট ভিসার বিস্তারিত বাংলাদেশিদের জন্য​

    Saudi Arabia visit visa - সৌদি আরবের ভিজিট ভিসার বিস্তারিত বাংলাদেশিদের জন্য​   বর্তমানে (মে…

    5 months ago

    হেলথ প্রোডাক্টের অ্যাড দিয়ে ফেসবুক একাউন্ট বন্ধ?

    Health product ads - হেলথ প্রোডাক্টের অ্যাড দিয়ে ফেসবুক একাউন্ট বন্ধ? সাবধান হোন – জানুন…

    5 months ago