ফলো করার মতো এসইও এবং ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল লিস্ট!
অনেকেই এসইও নিয়ে আগ্রহ থাকার কারণে অনলাইনে ঘাটাঘাটি করে কিন্তু ভালো রিসোর্স খুঁজে পাচ্ছেন না। আসলে আপনাকে যেকোনো বিষয় শিখতেই একটা গাইডলাইন ও ঐ বিষয় সম্পর্কে বেসিক একটা ধারণা লাগে। তাই আপনার আগ্রহের কাজটা শিখতে ও বুঝতে সহজ করার জন্য আজ আমি আপনাদের এসইও ইউটিউব চ্যানেল এর পূর্ণাঙ্গ লিস্ট দিচ্ছি।
এসইও ইউটিউব চ্যানেল লিস্ট:
১) AhrefsAhrefs SEO টুলস এর নাম জানেন না এমন এসইও এক্সপার্ট ও বিগেনার নাই বললেই চলে। Sam Oh এই চ্যানেলটির সত্ত্বাধিকারী। আপনি যদি এসইও সম্পর্কে বেসিক থেকে জানতে চান তবে আপনি এই ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন। লিঙ্কবিল্ডিং; কনটেন্ট মার্কেটিং; টেকনিক্যাল এসইও; কীওয়ার্ড রিসার্চ এর খুব ভালো ভালো টিউটোরিয়াল আপনারা এই চ্যানেলটিতে পাবেন। চ্যানেল লিংক: https://www.youtube.com/c/AhrefsCom/videos ৩) Nasir Uddin Shamim: বাংলাদেশের এসইও প্রফেশনালদের মধ্যে অন্যতম একজন পরিচিত নাম। বাংলা ভাষাতে ব্লগিং, এফিলিয়েট মার্কেটিং, লোকাল এসইও, ক্লায়েন্ট এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও টুলস, পডকাস্ট, নতুন নতুন টিপস ও ইন্টারনেট মার্কেটিং নিয়ে প্রচুর ভিডিও পাবেন ওনার ইউটিউব চ্যানেল এর মধ্যে। চ্যানেল লিংক: https://www.youtube.com/c/NShamimCom/videos ৪) Neil PatelUbbersuggest যারাই ব্যবহার করছেন নেইল প্যাটেলকে তারা সবাই চিনেন। নেইল এর চ্যানেলটিতে আপনি এসইও নিয়ে মোটামোটি সব ভিডিও পাবেন। লিঙ্কবিল্ডিং, কীওয়ার্ড রিসার্চ, বিভিন্ন টিপস, পডকাস্টসহ আরো অনেক কিছু। চ্যানেল লিংক: https://www.youtube.com/c/NeilPatel/videos ৭) MOZআমার মনে হয় এসইও নিয়ে ঘাটাঘাটি করছেন অথচ এই নামটা জানেন না এমন কাউকে পাওয়া যাবে না।এই চ্যানেলটিতে আপনি বিভিন্ন এক্সপার্টদের ভিডিও দেখতে পাবেন। এসইও নিয়ে বিভিন্ন এনালাইসিস, লিঙ্কবিল্ডিং, পডকাস্ট, এসইও টিপস এই চ্যানেলটিতে পাবেন। চ্যানেল লিংক: https://www.youtube.com/moz/videos ৯) Chase ReinerChase Reiner একজন জনপ্রিয় মার্কেটার। আপনি এই চ্যানেলটিতে লোকাল এসইও সহ এসইও অন্যান্য পার্ট নিয়েও আলোচনা পাবেন। এসইও বিভিন্ন টুলস ও চেকলিস্ট নিয়ে আলোচনা আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। চ্যানেল লিংক: youtube.com/c/ChaseReinerSEO/videos ১০) Authority HackerMark webster ও Geal Breton এই ২ জন অথরিটি হ্যাকার নামের চ্যানেলটিতে এসইও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকে। বিভিন্ন টুলস নিয়ে রিভিউ ও টিউটোরিয়াল, ব্যাকলিংক এবং এসইও সমসাময়িক বিষয় নিয়ে অনেক ভিডিও চ্যানেলটিতে পাবেন। চ্যানেল লিংক: https://www.youtube.com/c/AuthorityHacker/videos ১১) Income Schoolজিম-রিকি হচ্ছে এই ইউটিউব চ্যানেল এর সত্ত্বাধিকারী। এই চ্যানেলটি মূলত এফিলিয়েট ফোকাস করে ভিডিও গুলা দিয়ে থেকে। কিভাবে একটি প্রফিটেবলে নিশ সাইট তৈরী করতে পারবেন তা নিয়ে অনেক ট্রিকস এবং টিপস আছে এই চ্যানেলটিতে সাথে অনেক পডকাস্ট পাবেন। চ্যানেল লিংক: https://www.youtube.com/c/IncomeSchool/videos ১৩) Google Search Centralএই চ্যানেলটি গুগল এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল। John muller ও Martin spiltt মতন এনালিসিস্টদের দ্ধারা গুগলের বিভিন্ন আপডেট, পডকাস্ট, এসইও’র বিভিন্ন নিউস ও টুলস নিয়ে ভিডিও । চ্যানেল লিংক: https://www.youtube.com/c/GoogleSearchCentral/videos ১৪) Mahbub Osmane – SEO + Digital Marketing: বাংলাদেশের এসইও প্রফেশনালদের মধ্যে অন্যতম এক পরিচিত নাম। বাংলা ভাষাতে ব্লগিং, এফিলিয়েট মার্কেটিং, লোকাল এসইও, ক্লায়েন্ট এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও টুলস, নতুন নতুন টিপস ও ইন্টারনেট মার্কেটিং নিয়ে প্রচুর ভিডিও পাবেন ওনার ইউটিউব চ্যানেলের মধ্যে।
Credit: Yaqib Nipu
আপনার মনে কোন প্রশ্ন আছে? অথবা আমাদের থেকে কল পেতে চান?
তাহলে নিচের ফরমটি পুরন করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো, ইংশাআল্লাহ! আপনি আমাদেরকে ০১৭১৬ ৯৮৮ ৯৫৩ / ০১৯১২ ৯৬৬ ৪৪৮ এই নাম্বারে কল করতে পারেন, অথবা ইমেল করতে পারেন hi@mahbubosmane.com এই ইমেলে, আমরা আপনাকে কোনভাবে সাহায্য করতে পারলে খুশি হব, ধন্যবাদ ।
মাহবুবওসমানী.কম এর সার্ভিস সমূহঃ