১। একজনের উপর সব দায়িত্ব ছেড়ে দিয়ে ভুল করবেন না।
২। কাজের মধ্যে জবাবদিহিতা না থাকলে ওই কাজ খুব বেশি আগায় না। ম্যাক্সিমাম জবাবদিহিতা নিশ্চিত করুন।
৩। প্রোজেক্ট যত বেশি সম্ভব, আই রিপিট, ম্যাক্সিমাম মনিটাইজেশনের চেস্টা করুন। দরকার হয়, সপ্তাহে কাজের একদিন এর জন্য বরাদ্দ রাখুন।
৪। কাজের আপডেট রাখুন, অপাত্রে জল ঢালছেন কিনা তা লক্ষ্য রাখুন। বিশেষ করে এমপ্লয়ি থাকলে তাদের কে বিশ্বাস করে তাদের উপর কাজ ছেড়ে দিবেন না।
৫। একজনের অনুপস্থিতিতে অন্য একজন ব্যাকআপ দিন।
৬। প্রোজেক্ট সফল করার জন্য মাল্টি চেইন লিডারশিপ তৈরি করুন।
৭। প্রতিটা প্রজেক্টে ডেডলাইন ঠিক করে কাজ করতে হবে। ফাইনাল ডেডলাইনকে ব্রেক করে আবার ছোট ছোট ডেডলাইনে ভাগ করতে হবে।
৮। কাজের পাশাপাশি একটা নলেজ রিসোর্স গড়ে তুলতে হবে। কোনটাতে ভাল কাজ হচ্ছে, কিসে কাজ হচ্ছেনা , কোন মনিটাই্যেশন মেথড বেশি ইফেক্টিভ, কোনটা কম ইফেক্টিভ এইগুলা নোট করে রাখা।
৯। কাজের প্রতি যার ডেডিকেশন বেশি তাকে উৎসাহ + এক্সট্রা মূল্যায়ন করা যেতে পারে।
টীম ওয়ার্কের জন্য এই বিষয়গুলি অনেক বেশি জরুরী। গত ২-৩ বছরের নিজের ব্যর্থতার থেকে এই উপলব্ধি।
আর বেশি বলতে পারবোনা। নোআখাইল্লা ভাষায় একটা কথা আছে “আক্কইল্লারে ইশারা, বেইক্কল্লারে ঠিশারা ”
আর না হয় পরে বসে বসে ভাগ্য কে দোষ দিতে হবে আর মাথা চাপড়াইতে হবে।
সামনে লিখবো “কেমন লোকদের নিয়ে কীভাবে বাংলাদশের প্রাস্প্রেক্টিবে টীম বিল্ডাপ করবেন” একসাথে পূরু লিখা আমার সাইটে (www.মাহবুবওসমানী.কম) পাবেন।
আলোচনা চলতে থাকুক, আপনাদের অভিজ্ঞতাগুলি কমেন্ট করুন, সাইটের মূল পোস্টে এড করে দিবো।
তাহলে নিচের ফরমটি পুরন করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো, ইংশাআল্লাহ! আপনি আমাদেরকে ০১৭১৬ ৯৮৮ ৯৫৩ / ০১৯১২ ৯৬৬ ৪৪৮ এই নাম্বারে কল করতে পারেন, অথবা ইমেল করতে পারেন hi@mahbubosmane.com এই ইমেলে, আমরা আপনাকে কোনভাবে সাহায্য করতে পারলে খুশি হব, ধন্যবাদ ।
অথরাইজড ক্যাপিটাল বনাম পেইড-আপ ক্যাপিটাল — পার্থক্য, গুরুত্ব ও বাংলাদেশ-সৌদি আরবের নিয়ম Authorized Capital…
⚠️ ডেলিভারি ভিসার ফাঁদ: সৌদিতে প্রবাসী শ্রমিকদের না বলা বাস্তবতা Delivery Visa Trap সৌদি…
GDS (Global Distribution System) কী? কেন শেখা গুরুত্বপূর্ণ? বর্তমান বিশ্বে ট্রাভেল ইন্ডাস্ট্রি দ্রুত গতিতে…
সৌদি আরবে দক্ষ কর্মীর জন্য তাকামুল সার্টিফিকেট (Takamul certificate) : কী, কেন এবং কম খরচে…
আপনার ব্যবসায় কি আরও দ্রুত গ্রোথ চান? আপনি কি এমন একটা সময়ের স্বপ্ন দেখছেন, যখন…