একটা কথা মনে রাখতে হবে ফেসবুকে এমনি কোন ভিডিও পোস্ট করা গেলেও সেটা মনিটাইজেশনের জন্য াজীহন নাও হতে পারে । নিচের শর্ত গুলা শুধু ভিডিও এর জন্যই না যে কোন পোস্ট মানে টেক্স বা টেক্সট সহ ইমেইজ কিংবা কোন ওয়েবসাইট লিংক এর জন্য ও প্রযোজ্য। ফেসবুকে শুধু ভিডিও না টেক্সট, পোস্ট এগুলো দিয়ে ও আয় করা যায় । যেমনঃ ইনস্ট্যান্ট আর্টিকেল, ইনস্ট্যান্ট গেইম, ব্রান্ডেড কনটেন্ট ।
যে সকল কনটেন্ট (ভিডিও) এ শুধু ইমেইজ স্টিল হয়ে থাকে সাথে একটা টাইটেল সাথে কোন মোশন বা নড়া চড়া থাকেনা ।
কিছু ইমেইজ পোস্ট করা হয় যেমন । নাইমার হলে লাইক মেসি হলে কমেন্ট । এগুলার মেইন পারপাস ই থাকে এগেইজমেন্ট মানে লাইক , কমেন্ট শেয়আর ।
এ ধরনের ইমেইজ বা ভিডিও মনিটাইজ হবেনা ।
অনেক লিংক টাইটেল এমন থাকে যা আমারা প্রায় ই দেখি যেমনঃ মারা গেলেন এটিএম শামশুজ্জামান । এরকম অনেক বার পোস্ট হয়েছে
ভাইরাল হয়েছে । এই পোস্ট গুলা সাধানত লিংক এ বেশি বেশি ক্লিক পাবার জন্য কিংবা পোস্টে লাইক কমেন্ট বা শেয়ার পাবার জন্য করা হয় ।
এইভাবে ভুয়া টাইটেল দিয়ে ভিডিও কিংবা লিঙ্ক যা মানুষ কে ক্লিক করতে বা রিয়্যাক্ট করতে উৎসাহিত করে সেটা পোস্ট
করলে সেটা মনিটাইজ পাবেনা ।
এখানে বলা হয়েছে কিছু স্ট্যাটিক ইমেইজ ( মানে নড়াচড়া করেনা এমন) দিয়ে বানানো স্লাইড শো যা একটা পর একটা আসবে । মানে শুধু ইমেজ ই থাকবে আর কিছু না ।
স্লাইড ভিডিও আর স্লাইড শো এক জিনিস না । আপনার ভিডিও তে যদি ইমেইজ এর সাথে টেক্সট থাকে, সাথে ব্যাকগ্রান্ড মিউজিক থাকে
তাহলেই সেটা আর স্লাইড শো থাকেনা না স্লাইড ভিডিও হয়ে যাবে । তবে ইমেইজ এর সাথে ফুটেজ, টেক্সট ও ব্যাকগ্রান্ড মিউজিক থাকলে আর কোন ভাবেই সমস্যা থাকে না । ১০০% মনিটাইজ হবে ।
এর সাথে যদি আবার ভয়েজ যুক্ত করতে পারেন তাহলে বেষ্ট । শেষ কথা ফেসবুকে স্লাইড ভিডিও এলাউড তবে কমপক্ষে ফুজেট ইউজ করতেই হবে ।
ধরেন ১ মিনিটের একটা ভিডিও পর পর জুড়ে দিয়ে ৩ মিনিট বানালেন । এটা হবে না । এছাড়া কোন GIF ইমেইজ ইউজ করে একটা ভিডিও বানালেন অথবা একই জিনিস ঘুরিয়ে ফিরেয়ে দেখালেন
অথবা অযাথা ভিডিও টাকে টেনে লম্বা করলেন এগুলা করা যাবেনা । আবার ধরেন ৩ টা ভিডিও ৩ রকম ডিউরেশনের এগুলা বার বার ইউজ করে ভিডিও মেইক করা যাবেনা ।
যে সকল ভিডিও প্রাথমিক পারপাস কিছু স্টীল কিংবা মুভিং ইমেইজ এর সাথে অভার লেইড টেক্স । লেইড টেক্স বলতে এগুলা ইমেইজ এর উপর আসবে একটু মোশন করে এনিমেটেড করে আসবে এরকম ।
এই ধরনের ভিডিও গুলাতে শুধু ইমেইজ ও টেক্সত ইউজ করা হয় । কোন ফুটেজ থাকেনা । এটা কে একেবারে লো কোয়ালিটি স্লাইড ভিডিও বলা যায় ।
তাই মনিটাইজ পেতে ভিডিও তে সর্বচ্চ সংখ্যক ফুটেজ ইউজ করবেন । অন্তত পক্ষে ইমেইজ, ফুটেজ , টেক্সট ও মিউজিক এর সমন্বয়ে স্লাইড ভিডিও তৈরি করবেন ।
যে কনটেন্ট গুলা আর্টিফিশিয়ালি তৈরি করে পোষ্ট করা হয় বিভিন্ন টুলস ( যেমন buffer ) এর মাদ্ধমে আটমেটিক পোষ্ট শেয়ার করলে বা ডিস্টিবিউশোন করলে ঐ কনটেন্ট এ মনিটাইজ হবেনা ।
অর্থাৎ ভিডিও আপনাকে ম্যানুয়ালি আপলোড করতে হবে ।
Author: Shahitto Mahmud
Q. মানিটাইজ পেতে হলে পেজ বা প্রোফাইলের কি ধরণের রিকুয়ারমেন্ট দরকার? মনে পেজ লাইকের কোনো শর্ত বা প্রোফাইলের ফলোয়ারের নূন্যতম কোনো শর্ত আছে কি না?
Ano: ১০ হাজার ফোলয়ার এবং ৩০ হাজার মিনিট ওয়াচ টাইম ৩ মিনিট এর ভিডিও থেকে । যারা কমপক্ষে ১ মিনিট দেখবে সেইটা কাউন্ট হবে । https://www.facebook.com/business/m/join-ad-breaks
Q. Well,,Other government issued tx id jeita chay oikhane ki disen apni via?
Ans: এন আইডি নং দিয়া দেন । বেষ্ট হল ইটিন খুলে সেই নামাব্র দেয়া । তবেঁ সেটা করতে প্রতি বছর রিটার্ন সাবমিট করতে হবে । অর্থাত আয় ব্যায় এর হিসাব দিতে হয় । সেটা করতে পারলে ইটিন নামাব্র দেন নইলে এন আইডি নং দিয়া দেন
Q. fb live video korle kono problem
Ans: No
Q. Ak ta facebook id theke koyta page monetization korta parbo
Ans:
Q. ভাইয়া, ফুটেজের ব্যাবহার বলতে কি বুঝানো হয়েছে, একটু ক্লিয়ার করবেন
Ans:
তাহলে নিচের ফরমটি পুরন করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো, ইংশাআল্লাহ! আপনি আমাদেরকে ০১৭১৬ ৯৮৮ ৯৫৩ / ০১৯১২ ৯৬৬ ৪৪৮ এই নাম্বারে কল করতে পারেন, অথবা ইমেল করতে পারেন hi@mahbubosmane.com এই ইমেলে, আমরা আপনাকে কোনভাবে সাহায্য করতে পারলে খুশি হব, ধন্যবাদ ।
অথরাইজড ক্যাপিটাল বনাম পেইড-আপ ক্যাপিটাল — পার্থক্য, গুরুত্ব ও বাংলাদেশ-সৌদি আরবের নিয়ম Authorized Capital…
⚠️ ডেলিভারি ভিসার ফাঁদ: সৌদিতে প্রবাসী শ্রমিকদের না বলা বাস্তবতা Delivery Visa Trap সৌদি…
GDS (Global Distribution System) কী? কেন শেখা গুরুত্বপূর্ণ? বর্তমান বিশ্বে ট্রাভেল ইন্ডাস্ট্রি দ্রুত গতিতে…
সৌদি আরবে দক্ষ কর্মীর জন্য তাকামুল সার্টিফিকেট (Takamul certificate) : কী, কেন এবং কম খরচে…
আপনার ব্যবসায় কি আরও দ্রুত গ্রোথ চান? আপনি কি এমন একটা সময়ের স্বপ্ন দেখছেন, যখন…