রেজাল্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার
রেজাল্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার – রেজাল্ট এক্সপ্রেস
বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট তৈরি নিয়ে অনেক ধরনের জটিলতা থাকে। যেমন Retake, Partial Retake , Improvement, Academic Transcript, Tabulation ইত্যাদি। যার ফলে অনেক সময় ভার্সিটির মান নিয়ে প্রশ্ন উঠে।
এই জটিলতার সমাধান হিসেবে ”সফট ঘর” এর ভার্সিটি রেজাল্ট প্রিপারেশন সফটওয়্যার “রেজাল্ট এক্সপ্রেস” যা সম্পুর্ন ডায়নামিক এবং নিরাপদ।
এই সফটওয়্যার এর মাধ্যেমে খুব সহজে রেজাল্ট তৈরি করা যাবে । যেমন শিক্ষক তার প্যানেল থেকে Mark Upload দেয়ার সাথে সাথে পেয়ে যাবেন বেশ কয়েকটি গুরুত্বপুর্ন রেজাল্ট যেমন Semester Result, Course result, Student Tabulation. Academic Transcript ইত্যাদি।
কেন এই রেজাল্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারটি ব্যাবহার করবেন?
১। বর্তমান কাজকে সহজ করার জন্য।
২। যে কোন রিপোর্ট দ্রুত দেখা যাবে ।
৩। ১০০% নিরাপদ এবং সঠিক রেজাল্ট।
৪। আগের তুলনায় খরচ কমে যাবে এবং সময় বাচবে।
৫। ছাত্র/ ছাত্রীদের মান নির্নয় করা যাবে ।
৬। বিভিন্ন ধরনের রেজাল্ট ফাইল ডাউনলোড করে জমা/ রেখে দিতে পারবেন
এই সফটওয়্যার কতটা নিরাপদ এবং মানসম্মত ?
১। অভিজ্ঞ সফটওয়্যার ইঞ্জিনিয়ার টিম দিয়ে এই সফটওয়্যার টি তৈরি করা।
২। ডাটা মেইন্টেনেন্সের জন্য রয়েছে দক্ষ সার্ভার এডমিন। যারা ২৪/৭ কাজ করেন।
৩। সফটওয়্যার ব্যাবহারকারিদের জন্য রয়েছে এক্সট্রা লেয়ার সিকিউরিটি।
৪। কয়েকটি মান সম্মত ভার্সিটিতে সফটওয়্যার টি চালু আছে।
৫। ব্যাবহারকারিদের প্রতিবার লগ-ইন এর সময় One-Time Password (OTP) দিয়ে লগ-ইন এর ব্যাবস্থা।
৬। প্রতিদিনের ব্যাকাপ সুবিধা ।
৭। যে কোন সময়ে আমাদের টিমের সাপোর্ট ।
রেজাল্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে কিছু প্রশ্ন উত্তর
প্রস্নঃ আমি চাইলে কি নতুন ফিচার অ্যাড করতে পারবো ?
জি, আপনি চাইলে যে কোন ফিচার সংযুক্ত করতে পারবেন, আমাদের দক্ষ টিম আপানাকে সহযোগিতা করবে।
প্রস্নঃ আমি চাইলে কি বর্তমান ফিচারে কোন কিছু পরিবর্তন বা পরিবর্ধন করতে পারবো?
জি আপনি চাইলে বর্তমান যে কোন ফিচার পরিবর্তন বা পরিবর্ধন করতে পারবেন, আমাদের টিম আপানাকে সহযোগিতা করবে।
প্রস্নঃ যদি কখনো ডাটা ডিলিট হয়ে যায় সে ক্ষেত্রে কি হবে?
যদি কখনো কোন ডাটা ডিলিট হয়ে যায় তাহলে আপনি চাইলে আমরা সেটার ব্যাকআপ আপনাকে প্রদান করবো।
প্রস্নঃ আপনাদের কি সরাসরি ডেমো ট্রেনিং এর ব্যাবস্থা আছে ?
জি, আমাদের দক্ষ ট্রেইনার টিম আপনার প্রতিষ্ঠানে গিয়ে লাইভ ট্রেনিং এর ব্যাবস্থা করবে, আপনাদের দরকারি ডিপার্টমেন্টকে ট্রেনিং প্রোভাইড করা হবে।
এখনো আপনার মনে কোন প্রশ্ন আছে? অথবা আমাদের থেকে কল পেতে চান?
তাহলে নিচের ফরমটি পুরন করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো, ইংশাআল্লাহ! আপনি আমাদেরকে ০১৭১৬ ৯৮৮ ৯৫৩ / ০১৯১২ ৯৬৬ ৪৪৮ এই নাম্বারে কল করতে পারেন, অথবা ইমেল করতে পারেন hi@mahbubosmane.com এই ইমেলে, আমরা আপনাকে কোনভাবে সাহায্য করতে পারলে খুশি হব, ধন্যবাদ ।
মাহবুবওসমানী.কম এর সার্ভিস সমূহঃ