Cooperative Association Software | সমাবয় সমিতি সফটওয়্যার
Cooperative Association Software | সমাবয় সমিতি সফটওয়্যার
আপনাদের সমাবয় সমিতির হিসাব নিকাশ আরো সহজে রাখার জন্য আমাদের পক্ষ
থেকে নিয়ে এসেছি সম্পুর্ন অনলাইন বেসড একটি আধুনিক সমাবয় সমিতি
সফটওয়্যার। যার মাধ্যমে সমিতির বিভিন্ন্য হিসেব নিকেশ আরো সহজভাবে রাখতে
পারবেন। যেকোন স্থান থেকে আপনার সমিতির হিসেব নিকেশ রাখতে পারবেন।
এই সফটওয়্যার-এ যে যে সুবিধা পাবেন
০১। নিজের মত করে গ্রুপ নাম তৈরী করতে পারবেন।
০২। লোন গ্রহিতাদের সকল তথ্য সহ ইনপুট দেয়া যাবে।
০৩। যারা এক-কালিন টাকা জমা রাখতে চাই তাদের হিসেব নিকেশ রাখা যাবে।
০৪। প্রতি সপ্তাহে কার কত টাকা বাকি আছে তার হিসেব এক ক্লিকে জানা যাবে।
০৫। প্রতি সপ্তাহে টাকা জমা নিতে পারবেন।
০৬। নির্দিষ্ট পরিমান টাকা জমা না থাকলে লোন পাশ হবে না।
০৭। লোন থাকা অবস্থায় পুনরায় লোন নেয়া যাবে।
০৮। বিভিন্ন্য রিপোর্ট দেখা যাবে। যেমন কোন গ্রুপে কত টাকা বাকি আছে ইত্যাদি
০৯। সকল সদস্যদের তালিকা দেখা যাবে।
১০। সবাইকে এসএমএস পাঠানো যাবে।
১১। সম্পুর্ন সহজ একটি ম্যানেজমেন্ট সিস্টেম যে কেউ কাজ করতে পারবে।
১২। ক্লাউড-বেসড থাকাতে ডাটা বা তথ্য নস্ট হওয়ার ভয় নেই।
এ ছাড়াও রয়েছে আরো অনেক ফিচার।
আপনাদের চাহিদা অনুযায়ী যে কোন ফিচার বাড়ানো বা কমানো যাবে।
এখনো আপনার মনে কোন প্রশ্ন আছে? অথবা আমাদের থেকে কল পেতে চান?
তাহলে নিচের ফরমটি পুরন করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো, ইংশাআল্লাহ! আপনি আমাদেরকে ০১৭১৬ ৯৮৮ ৯৫৩ / ০১৯১২ ৯৬৬ ৪৪৮ এই নাম্বারে কল করতে পারেন, অথবা ইমেল করতে পারেন hi@mahbubosmane.com এই ইমেলে, আমরা আপনাকে কোনভাবে সাহায্য করতে পারলে খুশি হব, ধন্যবাদ ।
মাহবুবওসমানী.কম এর সার্ভিস সমূহঃ