আমার এর আগের পোষ্টে জিজ্ঞেস করেছিলাম “আপনি ব্যবসায় কি কি ভুল করেছেন?”। উত্তরে ৪১ জন্য তাদের ব্যবসায় করা ভুলগুলো শেয়ার করেছে। ধন্যবাদ নিজেদের ব্যবসায় করা ভুলগুলো শেয়ার করার জন্য।
যারা মিস করেছেন আগের পোষ্টটি, তারা এই পোষ্টের নিচে আপনার ব্যবসায় করা ভুলগুলো কমেন্ট করতে পারেন। সেগুলো পোষ্টে যোগ করে দিবো।
১। আমি অনেক বুঝি এই ধারণা করা
২। ঠিকমতো হিসেব না রাখা।
৩। বাজেট না করে ইচ্ছেমতো খরচ করা।
৪। ভালোভাবে রিসার্চ না করে সিদ্ধান্ত নেয়া।
৫। অযোগ্য পার্টনার নেয়া।
৬। শুরু না করে বছরের পর বছর শুরু প্লান করা।
৭। হেরে যাব বলে রিস্ক না নেওয়া
৮। প্রবলেম সলিউশন না করে পরের ধাপে চলে যাওয়া।
৯। মার্কেট চাহিদা না বুঝে কাজে নামা।
১০। মার্কেট প্ল্যানিং না করে মাঠে নামা যদিও প্ল্যানিং মত কাজ হয় না তারপরও হ-য-ব-র-ল
হয়ে যায়।
১১। অতী লাভের আসায় গ্রাহককে ঠকানো
১২। পার্টনারশিপ ব্যবসায় ঠিকমত এগ্রিমেন্ট না করা বা এগ্রিমেন্ট ছাড়াই ব্যবসা শুরু করা।
১৩। ফিনানশিয়াল বিষয় পুরোপুরি পার্টনারের হাতে ছেড়ে দেওয়া।
১৪। কমপক্ষে ব্যবসা ২ বছর চালানোর মত পুজি না রাখা
১৫। সময় কম দিয়ে লাভের আশা করা
১৬। কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করা বা নিজের আত্নীয়-সজনের মত আচরন করা।
১৭। সব অভিজ্ঞতা, কিভাবে কি করতে হবে, ব্যবসার গোপন বিষয় ফেসবুকে বা পাবলিকলি শেয়ার করা।
১৮। একই ভুল দ্বিতীয়বার করা।
১৯। সুদূরপ্রসারী চিন্তা না থাকা
২০। কারো পরামর্শ নিয়ে যাচাই না করে তাই করে ফেলা
২১। করব করব করে সময়ের কাজ সময়ে না করা।
২২। স্টাফদের উপর বেশি ডিপেন্ড করা।
২৩। ব্যবসা ব্যক্তিগত হওয়ায় কোম্পানি সিস্টেমে ব্যবসা না চলানো।
২৪। কোন পরামর্শ দাতা বা এডভাইজার না থাকা।
২৫। না বলতে না পারা।
২৬। প্রথমে অফিস নেওয়া অফিসে ডেকরেশন করা৷
২৭। নিজেকে কর্মী হিসাবে প্রতিষ্ঠিত না করে বস হিসাবে ভাব নিয়ে চলাফেরা করা৷
২৮। প্রোয়োজনের তুলনায় বেশি কর্মি নিয়োগ দেওয়া৷
২৯। অফিস টাইম মেইনটেইন না করা৷
৩০। পাবলিক রিলেশান সঠিক ভাবে না বাড়ানো৷
৩১। যে বিজনেস করি ঐ টার সম্পর্কে নিত্য নতুন ধারনা না রাখা৷
৩২। বাকিতে প্রোডাক্ট বা সার্ভিস দেওয়া।
৩৩। নির্দিষ্ট একজনের উপর নির্ভরশীল হওয়া
৩৪। মার্কেটিং পলিসি না থাকা বা ভালোভাবে মার্কেটিং না করা।
৩৫। ওয়েবসাইটে অরিজিনাল ছবি না দিয়ে, অন্যের ওয়েবসাইটের বা গুগল থেকে ছবি দেওয়া। এতে কাস্টমার প্রডাক্ট হাতে পাওয়ার পর মনে করে অরিজিনাল প্রোডাক্ট দেয়নি।
৩৬। পরিচিত মানুষকে ডিসকাউন্ট দেওয়া
৩৭। কাউকে অন্ধ বিশ্বাস করা
৩৮। নিম্নমানের প্রডাক্ট বিক্রি করা
পোষ্টটি শেয়ার করে অন্যকে এসব ভুল করা থেকে বাচান, এই ধরনের পোষ্ট কি আপনাদেরকে কোনভাবে হেল্প করতেছে?
পোস্ট ক্রেডিটঃ আরিফুজ্জামান আরিফ
সৌদি আরবে প্রবাসীদের জন্য অফিস ও ব্যবসায়িক সার্ভিস – এখন সব এক জায়গায় - Office…
Profit Generating Sales Machine বর্তমান ডিজিটাল যুগে শুধু একটি সুন্দর ওয়েবসাইট থাকলেই সফল হওয়া যায়…
Importance of Teaching AI to Children আমরা এমন এক যুগে প্রবেশ করেছি যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা…
সৌদিতে ইনভেস্টর লাইসেন্স এবং ভিসা সার্ভিস – বিস্তারিত গাইড (২০২৫) Investor License Service in Saudi…
Saudi Arabia visit visa - সৌদি আরবের ভিজিট ভিসার বিস্তারিত বাংলাদেশিদের জন্য বর্তমানে (মে…
Health product ads - হেলথ প্রোডাক্টের অ্যাড দিয়ে ফেসবুক একাউন্ট বন্ধ? সাবধান হোন – জানুন…