Hit enter after type your search item
মাহবুবওসমানী.কম

ডিজিটাল মার্কেটিং এজেন্সি

ইমেল মার্কেটিং কোর্স By Mahbub Osmane

/
/
/
936 Views

ইমেল মার্কেটিং কি এবং কেন করবেন ইমেল মার্কেটিং? ইমেল মার্কেটিং এর সুবিধা সমূহঃ

  1. একটি প্রফেশনাল ইমেল, নিজের সার্টিফিকেট/রিজুমি/সিভির নাম দিয়ে,
  2. প্রতিদিন ইমেল চেক করবেন
  3. ভালো ব্লগে সাবস্ক্রাইব করে রাখবেন।
  4. Webmail ব্যাবহার করার ট্রাই করবেন। contact@mahbubosmane.com / hi@mahbubosmane.com / info@bytecodesoft.com
  5. ইমেল যত ছোট রাখা যায় ততো ভালো,  payment@bpoengine.com / pay@bytecodesoft.com
  6.  ইমেল করার সময় “সাবজেক্ট” “টাইটেল” ইমেল বডি সহ সব ইনফো দিবেন।
  • ইমেল মার্কেটিং ম্যাকানিজমটা কি কি ভাবে কাজে লাগতে পারে, তার বিস্তারিতঃ

১। সার্বক্ষণিক যোগাযোগ করতে পারা।
যেহেতু আপনার কাছে অগণিত পরিমানে আপনার ব্লগ বা সাইটের ভিজিটরদের ইমেইল আইডি থাকবে সেহেতু আপনি চাইলেই তাঁদের সাথে যোগাযোগ করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আইনি ভাবে এটা করার অনুমতি আছে কি না। যদি আপনার ইমেইল সাবস্ক্রাইবার আপনাকে অনুমতি দিয়ে থাকেন তাহলে কোন সমস্যা নেই। আপনার দরকারমত সময়ে আপনি টিউটরিয়াল নং ৫ এ দেখানো উপায়ে একটি ইমেইল ব্লাস্ট করে প্রয়োজন মেটাতে পারেন।
২। তাৎক্ষনিকভাবে আপনার কন্টেন্ট প্রচার করতে পারা।
যখনি একটি নতুন পোষ্ট আপনি লিখছেন এবং সেটা প্রকাশ করছেন আপনার সাইটে ঠিক তখনি টিউটরিয়াল নং ৬ এ দেখানো AUTOMATION এর কারনে আপনার পোষ্ট টি সকল সাবস্ক্রাইবার এর কাছে চলে যাবে এবং অনেক গুলো আই বল আপনার একেবারেই নতুন পোষ্টের উপর পড়বে, ভাল হলে শেয়ার করবে, প্রোডাক্ট কিনবে ইত্যাদি।
৩। মার্কেটিং খরচ কমিয়ে ফেলা।
সাভাবিক ভাবেই আমরা যখন কোন সাইট মেইক করে থাকি তখন সেটা প্রমশনের জন্য একটা বাজেট করে থাকি। টার্গেট করে আমরা মাঝে মাঝে ফেইসবুক বা পি পি সি ক্যাম্পেইন করে থাকি খুব দ্রুত রেজাল্ট পাবার আশায়।
যখনি কোন নির্দিষ্ট পেইজ ভাল করেছে এবং ভাল কনভার্সন নিয়ে এসেছে তখন সেই পেইজটাকে প্রমশন করে ভাল সেল মেইক করেছি। তো কিভাবে জানতে পেরেছি যে কোন পোষ্ট ভাল সেল দিচ্ছে আর কোন পোষ্ট খারাপ কাজ করছে সেটা এই ইমেইল মার্কেটিং এর রিপোর্ট, আমাজন সেল, গুগল আন্যালিটিক্স দেখে বুঝতে পেরেছি। তাই টিউটরিয়াল নং ৭ খুবি গুরুত্বপূর্ণ। অনেকভাল ভাবে ডাটা ড্রিভেন সিদ্ধান্ত আপনাকে অনেক অনেক মারকেটারদের থেকে এগিয়ে রাখবে।
একটা সিজেন এ একজন কাস্টমার একি জিনিস বার বার কিনে না সাধারণত। তাই স্বল্প সময়ে বেশি কনভার্সন এর জন্য পেইড প্রমশনে যেতে হয় অনেক সময়। নতুনদের জন্য হয়ত এই ব্যাপারটা কঠিন কিন্তু শুধু ইমেইল মারকেটিং করেই কিন্তু আপনি সেই অভাবটা পুরন করে ফেলতে পারবেন।
৪। আপনার সাইটে এর ট্রাফিক বৃদ্ধি করা।
যেহেতু আপনার সাইটে মাধ্যমেই আপনার ব্লগের জন্য সাবস্ক্রাইবার আছে সেহেতু যখন ইচ্ছা একটি ইমেইল ব্লাস্ট এর মাধ্যমে সাইটে ট্রাফিক আনতে পারবেন এবং ট্রাফিক বৃদ্ধি করে ফেলতে পারবেন। শুধু সাইটের ট্রাফিক বৃদ্ধি নয় বরং সকল জায়গায় আপনি আপনার সাবস্ক্রাইবারদের ড্রাইভ করতে পারবেন ;
এক্সচলুসিভে উদাহরন: ধরে নিচ্ছি আপনার একটি সাইট এবং একটি ইউটিউব চ্যানেল আছে। কিনবা শুধু সাইট আছে চ্যানেল প্রথমে ছিল না পরে করেছেন।
এমতাবস্তায় আপনার সাইটের সাবস্ক্রাইবার দের কাছে আপনার চ্যালেন কে পরিচয় করিয়ে দিয়ে আপনি ইস্নট্যান্ট অনেক অনেক সাবস্ক্রাইবার ও ভিউ পেয়ে যেতে পারেন। কন্টেন্ট ভাল করতে পারলে, একিভাবে ইউটিউব এর থেকেও লিড ম্যাগনেট এর সাহায্যে আন লিমিটেড লিড জেনারেট করতে পারেন।
ইঊটিউবের লিড জেনারেট করতে শুধু দরকার হবে একটি ল্যান্ডিং পেজ ও সাইন আপ সেটাপ। সেটা তো টিউটরিয়াল নং ৮ দেখে করে নিতে পারেন। তাহলে আর কি লাগে, ইউটিউব কেও ডমিনেট করতে পারবেন এখন থেকে। ইউটিউব নটিফিকেশন দিক আর না দিক, আপনি নিজ উদ্দগে দিয়ে দিতে পারবেন এবং হিউজ ভিউ পেতে কোন সমস্যা থাকবে না।
৫। রিডার লয়্যালিটি তৈরি করা।
প্রথমেই জেনে নেই যে রিডার লয়্যাল্টি বলতে কি বোঝায় ? আপনার ভিজিটর দিনে দিনে আপনার কন্টেন্ট এর কারনে প্রভাবিত হবেন এবং আপনি যা যা বলবেন তারা সেইভাবে তাঁদের সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই কাজটি যখন হউয়া শুরু হবে তখন আপনি বলতে পারবেন যে আপনার ভিজিটর খুব লয়াল। অর্থাৎ আপনি একটি লয়াল রিডার মেইক করতে পেরেছেন।
প্রশ্ন হচ্ছে আপনি কখন সেটা করতে পারবেন? মনে রাখতে হবে যে, গুগল এ একজন ইউজার যখন কোন কিছু সার্চ করে তখন তিনি যে কিছু লিখেন সেটা হল কি ওয়ার্ড কিন্তু তার মনে যে চাহিদা থাকে, সেটা হল ইন্টেন্ট, আর আপনি যখন ধারাবাহিকভাবে ও পরিপুরনভাবে তার মনের চাহিদা পুরন করতে থাকবেন এবং বাস্তবিক জিবনে সেটার পজিটিভ রিফ্লেকশন দেখাতে পারবেন তখন সেই ভিজিটর লয়্যাল হতে থাকবে।

তাহলে ইমেইল মারকেটিং কিভাবে এখানে প্রভাব সৃষ্টি করতে পারে?

নিশ্চয় আপনি আপনার সাইটির অথরিটি বিল্ড করতে চান আর সেটা করার জন্য অবশ্যই ওই নিশ এর প্রায় সকল অংশ কভার করবেন। তাই আপনি ধারাবাহিকভাবে সাইটের সাবস্ক্রাইবারদের সঠিকভাবে এডুকেট করতে পারবেন। যেটা রিডার লয়াল্টি তৈরিতে অনেকদারুন ভুমিকা পারন করে। এছাড়া আপনার ডোমেইন টেইল্ড ইমেইল পেলে তাঁদের কাছে আপনার সাইটের ব্যাপারে অনেক ক্রেডিবিলিটি তৈরি হবে এবং ভিজিটরদের লয়াল হতে সাহায্য করবে।
৬। আপনার বা আপনার সাইটের ব্রান্ডিং করা।
টিউট্রিয়াল নং ১০ দেখে যদি আপনি আপনার ডোমেইন ভেরিফাই করে ফেলেন এবং DKIM রেকর্ড অ্যাক্টিভ (কনফিগার) করে ফেলেন তাহলে স্পাম ফোল্ডার থেকে আপনার ইমেইল যেমন বেচে যাবে ঠিক একি ভাবে আপনার সাইটের ব্র্যান্ডিং হয়ে যাবে।
এছাড়া যেহেতু আপনি আপনার ইমেইল গুলো HTML এর মাধ্যমে লোগো কালার ইত্যাদির মাধ্যমে সেন্ড করবেন সেহেতু সাবস্ক্রাইবার একটি ভিজুয়াল পাবে এবং তাঁদের মনের অবচেতনে আপনার সাইটের ব্রান্ড প্লেসমেন্ট হয়ে যাবে।
একি সাথে আপনার সকল সোশ্যাল মিডিয়া ও আপনি আপনার সাবস্ক্রাইবারদের কাছে পরিচিতি পেয়ে যাবেন। সাভাবিক ভাবেই আপনার সাবস্ক্রাইবারেরা আপনাকে সরাসরি গুগল সার্চ করবে। আর এই ব্র্যান্ড সার্চ, ক্লিক থ্রু রেট অনেক অনেক বাড়ীয়ে দেয় এবং আপনার রাঙ্কিং অনেক গুন বেড়ে যেতে পারে। দিন শেষে ব্র্যান্ডেড সাইটের ভ্যালু সবচেয়ে বেশী।
৭। ইনস্ট্যান্ট সেল মেইক করা। রেভেনিউ বাড়িয়ে নেয়া।
এর একটু ধারনা দিয়েছি খরচ কমানো অংশে। তারপরও আরেকটু আলোচনা না করলেই না। আপনার সাইট হক সেটা ব্লগ বা ইকমারস, যেটাই হক না কেন, ট্রাফিক থাকলেই কিছু না কিছু কনভার্সন হবেই। আর যদি সেটা হাইলি টারগেটেড মোষ্টলি এক্টিভ ট্রাফিক হয় তাহলেতো কথাই নাই।
মাত্র ১৯০০ সাবস্ক্রাইবার নিয়েও খুবি দারুন রেজাল্ট দিয়েছে। তাই আপনার অরগানিক সেল এর পাশাপাশি ইমেইল মার্কেটিং এর মাধ্যমে ৪ থেকে ৫ গুন বেশী সেল মেইক করা যায়। মনে রাখতে হবে যে, যত বেশী রেলিভেন্ট কন্টেন্ট হবে ততো বেশী করভারশন বাড়বে।
৮। নিজের ভিজিটরদের নিয়ন্ত্রনে রাখতে পারা।
আপনার ভিজিটরই আপনার সাবস্ক্রাইবার আর তাই তাঁদের আপনি ইচ্ছামত ইমেইল পাঠাতে পারবেন। নতুন নতুন তথ্য দিয়ে একটিভ রাখতে পারবেন। তাঁদের সিদ্ধান্ত গ্রহনে প্রভাব ফেলতে পারবেন। সশ্যাল মিডিয়া শেয়ার। ইউটিউব ভিউ বাড়ানো, কোন কিছু ভাইরাল করে ফেলা, ইন্ডাস্ট্রিতে একটা বাযিং তৈরি করে ফেলতে পারবেন। দিনে দিনে আপনি নিজেই বুঝে যাবেন যে কি কি ভাবে আপনার ওডিয়েন্সকে দারুনভাবে নিয়ন্ত্রন করতে থাকবেন।

Get Best Email Marketing Service That Generate Sales

৯। লিড বিক্রি করে আয় করার সুযোগ
আপনার কাছে যদি কিছু সংখক লিড থাকে, যেগুলো খুবি টারগেটেড তাহলে আপনি দুইভাবে আরও ইঙ্কাম বারিয়ে নিতে পারবেন-শুধু লিড কে কাজে লাগিয়ে।
১) লিগ্যাল ওয়েঃ আমি ধরে নিচ্ছি যে আপনার সাবস্ক্রাইবার আপনাকে বেশ পছন্দ করে এবং তাঁদের উপর আপনার একটি প্রভাব আপনি তৈরি করতে পেরেছেন, কেননা আপনি তাঁদের কাছে একজন INFLUENCER. এখন আপনি চাইলেই সোলো ইমেইল সেন্ড করতে পারেন অন্য কারও প্রডাক্ট বা সার্ভিস অফার করার মধ্যমে ঠিক যেভাবে সোশ্যাল মিডিয়া ইনফ্লুএন্সার রা ব্র্যান্ড ডিল করে নেন। নিশ বেজড বা রিলেটেড এফিলিয়েট প্রোডাক্ট সেল করেও আপনি ইনকাম বারিয়ে নিতে পারবেন।
একটু সময় নিয়ে সত্যিকার অর্থেই ভাল মানের প্রডাক্ট যদি অফার করেন তাহলে নতুন প্রডক্ট কেনার আগে তারা আপনাকে জিজ্ঞেশ করে কিনবে। তারাই জানতে চাইবে যে , সে যেই সিদ্ধান্ত নিয়েছে সেটা ঠিক কিনা। আপনার কাছে কি মনে হয় না যে, এত এত ডলার খরচ করে যারা সাইট কিনে নেয় তারা আসলে করে কি। তারা অনেক কিছু বিচার করেই একটি সাইট ক্রয় করে থাকে।
প্রাথমিকভাবে তারা আরও ভাল রেজাল্ট করতে পারবে মনে হলে সাইট কিনে নেয়, বড় মার্কেটারগন SEO তে আরও ভাল করতে পারেন তাই তারা সাইট কিনে ফেলেন। মনে রাখবেন, শুধু এফিলিয়েট করে যেই সাইট ১০০০ ডলার ইনকাম দিয়ে থাকে সেই একি সাইট ৩০ থেকে ৫০ গুন বেশী ইনকাম দিয়ে থাকে যখন কোন একটি ইকমার্স এর সাথে অ্যাড করা হয়।
ভাবুন যেই প্রোডাক্ট আপনি আমাজন থেকে সেল করে ১০০০ ডলার ইমকাম করছেন সেই প্রোডাক্ট এর মালিক কিন্তু আপনাকে কমিশন দিচ্ছে এবং আমাজনকে কমিশন দিচ্ছে, গুগলকে পে করছে এবং ফাইসবুক কে পে করছে। যখনি তার কাছে একটি অরাগানিক ট্রাফিক সোর্স চলে আসে তখনি তার ইনকাম আকাশে উঠে যায় এবং খরচ খুবি কমে যায়।
২। ইল্লিগ্যাল ওয়েঃ যখন আপনার লিড গুলো সাবস্ক্রাইবারের অনুমতি ছাড়া অন্য কার কাছে বিক্রি করে দেন তখন কিছু ইনকাম আপনি করতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে খুবি চওড়া দামে বিক্রি করে দিতে পারবেন। ১০ থেকে ২০ ডলার পর্যন্ত পার লিড বেচা হতে পারে। ভেবে দেখুন, ২০০০ লিড ১০ ডলার করে বিক্রি করলে কত ডলার হয়, সাইট কিন্তু এখনো বেচেন নাই। এই কাজ টা লোকাল SEO সাইট গুলতে খুব চলে। RANK and RENT সিস্টেম টা অনেক ক্ষেত্রেই এভাবেই কাজ করে থাকে।
১০। পুরো মার্কেটিং পদ্ধতিটাই অটোমেটিক করতে পারা।
ইমেইল মারকেটিং একটি মজার ব্যাপার হল যে, আপনি চাইলে পুর মার্কেটিং সিস্টেম টাকে ফুল্লি আটোমেটিক করে সেট আপ করে রেখে দিতে পারেন। আপনি না চাইলে কোন রকম পরিবর্তন না করেই বছরের পর বছর রেখে দিতে পারেন। কিন্তু একটা নিয়ে মাস্তারিং করতে পারলেই আপনি বস হয়ে যাবেন। ভাল মারকেটারগন মাঝে মাঝেই অপ্টিমাইজ করে নতুন নতুন স্ট্র্যাটেজি অ্যাপলাই করে থাকে।
১১। ট্রাফিক রিটেনশন (Control of something) ঠিক রাখে, এট্রিশন ( effectiveness ) ঠিক রাখে।
আপনার সাইটের ট্রাফিক ঠিক রাখতে ইমেইল মার্কেটিং এর ভুমিকা অনেক অনেক বেশী। খেয়াল করুন, আপনি যখনি কোন না কোন ভাল মানের সাইটে সাইন আপ করেন তখন থেকে নিয়ম করে আপনাকে ইমেইল পাঠাতে থাকে যেমন কোরা, আপনি যেই যেই ক্যাটেগরিতে সাবস্ক্রাইব করেছেন সেই সেই ক্যাটেগরিতে নতুন কিছু হলেই আপনাকে ইমেইল করে, বা প্রতি সবপ্তাহে ২ বার বা ১ বার করে ইমেইল করে। কেন করে তারা ইমেইল, কারন হল তাঁদের ওই ফীড গুলতে এঙ্গেজমেন্ট বারাতে চায় তারা। উত্তরটা খুব সহজ।
এমন কি ইউটিউবে থেকেও আপনার সাবস্ক্রাইব করা চ্যানেল এ নিউ ভিডিও এলেই আপনাকে ইমেইল করে জানিয়ে দেয় যে নতুন ভিডিও এসেছে, একিভাবে ফেইসবুক, টুইটার, রেডিট, পিন্টারেস্ট সহ সকল বড় বড় সাইটগুল এই কাজটা করে আসছে দীর্ঘ দিন ধরে। আর তাঁদের এই কাজটা হয়ে আসছে আটোমেটিকালি।
এর ফলে যেটা হয় যে, তারা তাঁদের পুরনো ও নতুন ট্রাফিক দের এট্রিশন যতটুকু পারে কমিয়ে আনতে চায়।
Attrition কি ? একটু সাইটের ট্রাফিক এর অর্জন ও হারানোর ক্যলকুলেশন টাকে Attrition পারসেন্টেজ হিসেবে বের করা হয়। সাধারন যোগ বিয়োগ করেই ড্যাশ বোর্ড থেকে বের নিতে পারবেন। ইকমার্স সাইটের Abandoned cart recovery তে খুবি দারুন কাজ করে এই ইমেইল মারকেটিং, আমার অনেক অনেক ক্লায়েন্ট শুধু এই আবান্ডন্ড কার্ট রেকভারিও ইমেইল দিয়ে বছরে ২০ হাজার ডলারের বেশী রেকভার করতে পেরেসে। এই ইমেইল মার্কেটিং এর মাধ্যমে তারা নতুন, পুরনো, হারিয়ে ফেলা ট্রাফিক আবার সাইটে ফিরিয়ে আনতে পেরেছে।
১২। সার্ভের মাধ্যমে ডাটা নিয়ে আরো রিচ কনটেন্ট তৈরি করতে পারা।
ওয়ার্ল্ড এর অনেক বড় বড় মারকেটারদের দেখেছি বলতে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে সার্ভে করে ডাট ড্রিভেন কন্টেন্ট লিখতে। কিন্তু অনেকেই ভুলে যান নিজের একজিস্টিং লিড গুলোর কথা। আপনার লয়্যাল সাবস্ক্রাইবার রাই আপনাকে সবচেয়ে ভাল ইউজার ডাটা দিতে পারে যদি আপনি সেভাবে আপ্প্রচ করতে পারেন।
আমাদের এই গ্রউপ্টার কথা ভেবে দেখুন, এডমিন চাইলেই কিন্তু একটি সারভে রান করতে পারেন। বিভিন্ন ডাটা নিয়ে কাজ করতে পারেন। একি ভাবে আপনিও আপনার কনটেন্ট টাকে ইউনিক এবং অসাধারন করতে পারেন সার্ভের মাধ্যমে। মেইলচিম্পের মাধ্যমে আপনি ফ্রী ফ্রী সার্ভে করে ফেলতে পারেন খুব সহজেই। এই টিউটরিয়াল টা দেখুনঃ https://www.youtube.com/watch?v=OT35rpEpW5Y
১৩। ফাস্ট গুগল ইন্ডেক্সিং করতে পারা।
কম বা বেশী যেমন ই হক না কেন আপনার সাবস্ক্রাইবার সংখ্যা, আপনার নতুন কনটেন্ট পাব্লিশ হবার সাথে সাথেই ট্রাফিক চলে আসে আর দারুনভাবে গুগল ইউজার সিগনাল পেয়ে যায়। সেই কারনেই খুবি তাড়াতাড়ি আপনার নতুন পোষ্ট বা পেইজটি ইন্ডেক্স হয়ে পড়ে। এইটা একাধিক সাইটের পরীক্ষিত। আপনার পোষ্ট টি যদি শেয়ারেবল হয় তাহলে সুপার ফাস্ট স্পিডে ইন্ডেক্স হবে। মনে রাখতে হবে যে কত দ্রুত ইন্ডেক্স হবে সেটা নির্ভর করবে ইউজার এক্সপেরিএন্স এর উপরে। তাই ভাল কনটেন্ট কদর সব সময়ই বেশী।
আটোমেটিকভাবে আপনার পোষ্ট আপনার সাবস্ক্রাইবার এর কাছে চলে যাবে তাই এইটা নিয়ে ভাবনা চিন্তার কিছুই নেই। তার পরও আপনাদের সাইটের ইন্ডেক্স হবার টাইম লাইন শেয়ার করলে সবারি ভাল ধারনা তৈরি হবে। এমনও হয়েছে যে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে খুব ব্যাস্ত নিশ এ ইন্ডেক্স হয়েছে। সাইটভেদে, নিশ ভেদে ইন্দেক্সিং কম বা বেশী সময় নিয়ে থাকে। মজার কথা হচ্ছে, যেই সকল সাইটে ৩ থেকে ৪ শত সাবস্ক্রাইবার এমেইল পেয়ে ভিজিট করেছে সাইটে, সেই সকল পোষ্টগুলো ২৪ ঘ্ন্টার কম সময়ে ইন্দেক্সিং হয়েছে।
১৪। আপনার “পক্ষে” রিভিউজ এবং টেশটিমনি সংগ্রহ করতে পারা।
আপনার যদি কোন ইকমার্স সাইট থাকে বা আপনি যদি সার্ভিস সেলার হয়ে থাকেন তাহলে আপনি আপনার জন্য পজিটিভ রেভিউ ও টেস্টিমনি সংগ্রহ করতে পারবেন। আপনার লিড এর বিহাভিয়ার, ইন্টার‌্যাকশন এর মাধ্যমে আপনি জানতে পারেবন যে তিনি হ্যাপি নাকি আন হ্যাপি। যেমন ছোট্ট একটি সার্ভে আপনাকে সলিড ভ্যালিড ডাটা দিবে এবং দারুন ভাবে শুধু পজিটিভ কাস্টমার দের কে GMB/FB বা আপনার সাইটে রিভিউ এবং টেস্টিমনিয়াল দিতে অনুরোধ করবেন ও গিফট অফার করেবেন। ব্যাস রেপুটেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ব্র্যান্ড ভালু বারিয়ে ফেল্লেন। আর কি চাই।
১৫। যখন ইচ্ছা তখন শুরু করতে পারা।
আপনার সাইট খুবি নতুন? বা খুবি পুরনো? কোন ব্যাপারনা। এখনি শুরু করে দিন ইমেইল মার্কেটিং করা। মনে রাখবেন যত তারাতারি শুরু করবেন তত তারাতারি ফল পেতে শুরু করবেন। ফুল্ সেটাপ রেডি করতে খুব বেশী হলে ১ ঘণ্টা থেকে দুই ঘন্টা লাগবে। আমি ধরে নিচ্চি যেহেতু একেবারেই কিছুই জানা নেই তাহলে না হয় ২ দিন (৪ ঘণ্টা করে ৮ ঘন্টাই লাগবে)। তাহলে আর দেরি কেন?
১৬। একেবারেই নতুন সাইট প্রমোট করতে পারা এবং ট্রাফিক ফ্লোও চালু করতে পারা।
যখন আপনার একটি বা একাধিক সাইট থাকবে তখন আপনি আপনার প্রেজেন্ট সাবস্ক্রাইবার দের কাছে আপনার নতুন সাইটটিকে প্রমট করে প্রথম দিন থেকেই ট্রাফিক আনতে শুরু করে দিতে পারবেন। আপনাকে যদি আপনি ভাল্ভাবে ব্র্যান্ড করতে পারেন তাহলে আর আপনাকে পিছে ফিরে তাকাতে হবে না।
আজকে এই গ্রপের এডমিন যদি কোন একটি ইউটিইউব চ্যানেল দেখান আর ভাল বলেন আপনারা কি সেটা খুবি গুরুত্ব দিয়ে গ্রহণ করবেন না? অবশ্যই করবেন কেন না আপনারা ট্রাষ্ট করেন যে তারা অবশ্যই আমাদের কল্যাণের জন্য বলেছেন। যত ভাল্ভাবে আপনি আপনার ওডিয়েন্সকে ভালু দিবেন ততই ভাল্ভাবে তারা আপনাকে অনুসরন করবে। তাই ইমেইল মার্কেটিং আপনার নতুন সাইট প্রমশনে দারুন ভাবে কার্যকর।
১৭। অরগানিক ব্যাক লিংক তৈরি হবার সুযোগ সৃষ্টি হউয়া।
এমন অনেকবার হয়েছে যে একি নিশ নিয়ে অন্য রাইটার কাজ করছেন এবং তিনি আমার সাবস্ক্রাইবার ও বটে । খুবি নতুন কন্টেন্ট, খুব ফাস্ট ব্যাক্লিঙ্ক পেয়ে গিয়েছে। লিস্ট যত বড় হয় সুযোগ তত বেশী বেড়ে যায়।
তাই ভিন্ন ভিন্ন পোষ্ট এ ভিন্ন ভিন্ন লিড ম্যগ্নেট দিয়ে দিয়ে আপনাকে টেস্ট করতে হতে পারে। প্রতি ৯০ দিন বা ৩ মাস পর পর সারভে করে করে বর্তমান হাল হাকিকাত জেনে নিবেন। মাঝে মাঝে কিছু কন্টেষ্ট বা কুয়েশ্চন আন্সার করে ডীপ ইন্সাইট তথ্য পেতে চেষ্টা করে দেখবেন।
১৮। আপনার সাইটের বাউন্স রেট কমিয়ে দারুন ইউজার এক্সপেরিয়েন্স দেয়া।
মজার ব্যাপার হল আপনার সাইটের বাউন্স রেট অনেক অংশেই কমে আসবে কারন, যারা ইমেইল মারকেটিং এর মাধ্যমে আপনার সাইট ভিজিট করবেন তাঁদের বেশির ভাগ ই অরগানিক ট্রাফিক এর চেয়ে ৬৭% বেশি সময় নিয়ে আপনার সাইটে অবস্থান করবেন। যেহেতু কনটেন্ট টি একেবারেই তাঁদের সাথে রিলেটেড হয় তাই তাঁদের বেশী সময় অবস্থান করতে দেখা যায়। সারবিকভাবে সাইটের উপরে একটি ইতিবাচক প্রভাব সৃষ্টি করে থাকে।
অন্যের কোন প্রোডাক্ট বা সাইট প্রমট করার আগে অবশ্যই চেক করে নিবেন যেন আপনার সাবস্ক্রাইবারদের ইন্ট্রারেস্ট রিলেটেড কিছু হয় যেমন। ধরে নিচ্ছি আপনি বাই সাইকেল রিলেটেড একটি লিষট রেডি করেছেন, তো এমন কন্টাক্ট এর মধ্যে আপনি চাইলেই স্পোর্টস শু এর প্রমশন করতে পারেন, বা এনার্জি ড্রিঙ্ক বা সাপ্লিমেন্ট এর প্রমশন ও করতে পারেন, কিন্তু কনভাবেই কি বিউটি প্রোডাক্ট প্রমশন করতে পারেন? পারেন না ।
১৯। নতুন কনটেন্ট আইডিয়া তৈরি হওয়া।
আপনার সান্সক্রাইবারদের থেকে সার্ভে করার মাধ্যমে আপনি নতুন নতুন কনটেন্ট আইডিয়া পাবেন যেগুলো আন্টাচড কনটেন্ট হবে। আর এমন কনটেন্ট এর মাধ্যমে আপনার সাইট বেশ ভাল পারফর্ম করবে। আপনি জানেন হয়ত যে গুগলে প্রতিদিন ২৫% সার্চ একেবারেই নতুন হয় যা আগে কখনই সার্চ করা হইয়নি এমন। তখন গুগল মস্টলি রিলিভেন্ট কনটেন্ট দিয়ে ইউজারকে ফীড করে। কিন্তু যখন আপনি আপনার নিজের ইউজার দের থেকে ইউনিক কিছু কনটেন্ট মেইক করবেন তখন দেখবেন অনেক ক্ষেত্রেই দারুন কিছু রেজাল্ট পাবেন। দিন শেষে আপনার ওডিয়েন্স কিন্তু হ্যাপি হবেন এবং গুগল এল্গরিদমে পজিটিভ প্রভাব ফেলতে পারবেন নিশ্চিত।
২০। আর অজানা অনেক সুবিধা।
আমার জানামতে এই সকল সুবিধাগুলো তুলে ধরলাম। এছাড়াও অনেকে অনেক বড় ইনভেস্টমেন্ট পাবার মত ঘটনাও ঘটতে দেখেছি এই ইমেইল মার্কেটিং এর মাধ্যমে। Homesteading নিয়ে লেখা ব্লগ থেকে কয়েক লাখ ডলার ইনকাম করতে দেখেছি, নিশ সাইট থেকে অথরিটি সাইটে কনভার্ট করে ইউরপ থেকে ইউএস এ আস্তে দেখেছি। মাত্র ১৭০০০ ডলারের সাইটকে ১০ গুন বাড়তে দেখেছি। অবিশ্বাস করার মত নানান ঘটনা আপনারা দেখবেন যখন দিনে দিনে লিস্ট এর সাইজ বারতে থাকবে তখন বেশিরভাগ দিনই হয়ে উঠবে প্রেডিক্টেবল।

How to grow your mailing list/ How to collect Email List?

  • https://www.youtube.com/watch?v=5kGFdetN9iI, site:us.linkedin.com/in/ OR site:us.linkedin.com/pub/ “gmail.com” OR “yahoo.com” OR “ymail.com” or “hotmal.com” OR “msn.com” OR “aol.com” OR “mail.com” OR “mac.com” OR “verizon.com”  “web design”  OR “web designer” OR “web developer” or “graphic design” or “graphic designer” or “Business Developer” or “CEO”

site:us.linkedin.com/in/ gmail.com” OR “yahoo.com” OR “ymail.com” OR “hotmal.com” OR “msn.com” OR “aol.com” OR “mail.com” OR “mac.com” OR “verizon.com”  “CTO”

  • কিনতে হলে এই লিংকটা দেখতে পারেনঃ https://serversmtp.com/en/cart.php ( কোন এফিলিয়েট লিংক নয় )
  • Growing an email list is one of the pain points for most ecommerce marketers. Everyone is looking for innovative and, at the same, most effective ways to build the list faster.
  • These email resources cover the following topics: lead magnets, pop-ups, exit-intent forms, giveaways, list building on social networks, etc.
  • গুগুলে সার্চ করে বের করতে পারবো।

7. Email List Building: 9 Proven Methods from Scratch in 2021 – This article covers the basics of customer data capturing and provides a bunch of good examples.

8. 30 Exit-Intent Popup Examples & Best Practices for Small Online Businesses – does a 12.7% signup rate look like a dream? Learn how to make it come true.

9. How to Create High-Converting Ecommerce Landing Pages (+ 8 Examples) by Bigcommerce – a comprehensive article about landing pages: what, why, and how to make them high-performing tools.

10. How to Grow Your Email List: 80+ Proven and Simple Ways – this article contains a lot of good examples of signup forms.

11. 9 Quick Ways To Grow Your Email List Using Social Media – Have you ever considered combining social media with your email marketing?

12. How to Grow Your Email List with Instagram – An easy-to-read guide about how to make use of your Instagram account in order to grow an email list.

13.Learn Email Marketing: Everything from List Building to Advanced Lifecycle Automation by Shopify. This is a must-read email marketing resource that helps us see the big picture.

How to get your newsletter opened

Email open rate mostly depends on the subject line, mailing frequency, and the credibility of the sender. At Omnisend, we put a lot of effort into understanding and examining the subject line topic. You can find a lot of interesting and useful things in the following resources.

14. The Best Email Subject Lines: The Ultimate Guide + 515 Examples–the ultimate guide to subject lines in ecommerce, best-performing formulas, action words–all in one place.

15. The Secret Power of Email Preheader: DOs and DON’Ts by Omnisend. Preheaders are very powerful. Learn how to use them right.

16. Emojis for Email Subject Lines: Pros, Cons, and Tips The article reveals the most popular and the most effective ways to use emojis to boost open rates.

17. How to Write Email Subject Lines That Will Increase Your Open Rate By 203% – Neil Patel shares his experience on how to increase email open rates. Solutions include timing, curiosity, and more.

How to increase online sales with email marketing

When it comes to email marketing performance, there are a few different variables that can make or break your success: starting from the right email service provider and ending with email layout, targeting, and marketing gamification tricks. These are the best marketing resources to learn about these things.

18. Why Choosing an Ecommerce-First Email Provider Matters – choosing the right ESP can be one of the main factors that will empower your business to start generating sales and “printing money”. This paper will help you figure out: how an email marketing provider and ecommerce platform should integrate, the most important ecommerce features, and key questions when it comes to customer support, etc.

19. How to Get Started with eCommerce Email Marketing Automation by Ron Dod, the digital marketing guru from Visiture. This is a 101 guide to marketing automation.

20. 4 Must-have Workflows Every Retailer Needs. Even if you’re sending automated messages, chances are you’re leaving money on the table. 75% of marketers claim they use automated email marketing, yet many fail to utilize automated messages to their full potential. Learn more about how to stand out and differentiate from the competition.

21. How to Insert a GIF into an Email: The Full Guide. What is a GIF? Why use a GIF in email? What are the pros and cons of using animated images in email? These and other questions are answered in this blog post.

22. How Gamification Marketing Can Increase Your Ecommerce Sales. Emails with gamification elements get 74% better engagement. Learn about how to add them to your campaign!

23. Promotional newsletter designs by Really Good Emails. This is an awesome resource to look for inspiration. This site collects and hand-picks beautiful newsletter designs all over the ecommerce field.

24. 5 Simple Customer Segments Every Retailer Should Use – The following retail customer email segmentation examples can be used for both one-off campaigns and automated messages. Learn how to easily make more money!

25. How to Use Omnichannel Marketing to Drive Customer Retention – Greg Zakowicz shares the power of omnichannel marketing and the relationships it builds with customers.

How to save your newsletter from SPAM filters

These email marketing resources cover the following topics: email spam filters, email blacklists, email deliverability, etc. At Omnisend, we have a dedicated email deliverability team that analyzes and provides professional support to our customers to go through a smooth IP warm-up process and set up the floor for excellent email deliverability.

26. Email List Cleaning – Give Your Email Marketing a Fresh Start. This article covers the process of sunsetting inactive email addresses, best practices of revamping your contact list for marketing activities.

27. How to Avoid Spam Filters When Sending Ecommerce Emails. This article covers spam laws, explains how spam filters work, and what to do to avoid them. A short and actionable article that covers everything you need to know about how to protect your emails from going to SPAM.

28. Check if your domain is blacklisted.

These email marketing resources cover the following topics: GDPR, CAN-SPAM, double opt-in, international laws that email marketers should be aware of, etc.

29. GDPR Compliance for Email Marketing – This resource about GDPR is very clear, up-to-date, and straightforward.

30. Understanding Email Laws and Regulations – a comprehensive guide by Campaign Monitor.

31. Double Opt-In vs. Single Opt-In: Which Is Better for Conversions? – a resource for better understanding, why and when you need to use double opt-in.

Bonuses

A bunch of uncategorized email marketing resources that did not fit any other category.

32. Cold email is not spam: Here is the complete guide on cold email that you can refer to.

33. Email Marketing pre-launch Checklist, found on Email Monday. This list will help you successfully launch your email marketing campaigns, prevent common mistakes, and manage email campaigns more effectively.

34. How to Calculate Customer Lifetime Value (CLV) by Whitney Blankenship at Omnisend. CLV is one of the most important metrics you can track for ecommerce. In this piece, Whitney explains the CLV formula, how to calculate CLV for ecommerce, and some strategies for improving your CLV.

কিভাবে স্টেপ বাই স্টেপ ইমেল মার্কেটিং কাজ শুরু করবেন

 

এক ভিডিওতে সব দেখতে চাইলে এটা দেখুনঃ https://youtu.be/9i_WVm5LPSc অথবাঃ MailChimp এর অফিশিয়াল চ্যানেল দেখুনঃ https://www.youtube.com/c/MailChimp/videos

00:00 Introduction 02:05 Sign Up 05:55 Homepage 08:20 Audience (Homepage) 10:20 Add Subscriber (Audience) 11:43 Audience Dashboard 11:57 Import Contacts 12:45 Create an Email 16:13 Design Email Content 18:08 Email Theme/Template 26:03 Email Options 27:12 Email Triggers 28:00 Welcome Subscriber Campaign 28:47 Sign Up (Landing Page) 33:08 Sign Up (Integrated Form) 36:12 Website (Mailchimp Subdomain) 37:26 Survey 38:08 Campaign List 38:35 Reports 39:19 Account 40:41 Goodnight LMAO

1. Mailchimp সাইন আপ করে নিন, সাইন আপ করার নিয়ম দেখতে এই লিংক https://mailchimp.com/help/create-an-account/ ভিজিট করুন অথবা এই ভিডিও https://youtu.be/IWeCs6oNeks or  https://youtu.be/JHy4dZUeM0k দেখুন। 

 

2. কিভাবে WORDPRESS সাইটে মেইলচিম্প কনফিগার করবেন? https://mailchimp.com/help/connect-or-disconnect-list-subscribe-for-wordpress/ অথবা এই ভিডিও https://youtu.be/jczMGSBthEo দেখুন। এই রকম  [mc4wp_form id=”24880″]  একটা কোড পাবেন, যেখানে আপনি ফরমটি দিতে চান, থার্ড ব্র্যাকেট সহ এই কোডটি বসাতে হবে, ।

3. কিভাবে একটি সাইন আপ ফর্ম ও পপ আপ তৈরি করতে হয়? এই টিউটোরিয়ালটি দেখতে পারেনঃ https://youtu.be/hYMaQmYaSv0 

4. কিভাবে একটি ইমেইল ডিজাইন করতে হয়? এই ভিডিওটি দেখতে পারেনঃ https://www.youtube.com/watch?v=NvooFty9O7I 

With a little bit of practice, you will be able to design more professional emails/newsletters for your business. It is a one-time skill-developing skill so learn it and do it yourself, If you feel like it is not possible for you then hire someone from Fiverr.

5. কিভাবে একটি ইমেইল ক্যাম্পেইন সেন্ড করতে হয়? How to Send Your Mailchimp Email Marketing Campaign? এই ভিডিওটিদেখতে পারেন:  https://www.youtube.com/watch?v=If6Se6J1cJ4 (Mailchimp  Official Video )

৬। আর.এস.এস ড্রিভেন কাম্পেইন বা auto blog broadcast ইমেইল কিভাবে সেটাপ করতে হয়। How to Send out Automatic Blog Updates with MailChimp’s RSS Campaign

এই ভিডিওটি দেখতে পারেনঃ https://www.youtube.com/watch?v=IkKPFKnQbdg

৭। ইমেইল মার্কেটিং রিপোর্ট কিভাবে দেখতে হয়।

আমরা যখন কোন ইমেইল সেন্ড করব তখন আমরা জানতে পারব যে কতগুল সাবস্কাইবার আমাদের ইমেইল ওপেন করেছে, কখন ওপেন করেছে, তাঁদের বাড়ি কোন দেশে, কোন কোন লিংক এ ক্লিক করেছে। ইমেইল পাঠানর সময় আমাদের সাবজেক্ট লাইন দিতে হয় ঠিক যেমনটা সাধারণ ইমেইল এর ক্ষেত্রে আমরা লিখে থাকি। আপনার অডিয়েন্স যতবেশি ইন্টেরেস্টিং সাব্জেক্ট লাইন পাবে ততবেশি ইমেইল ওপেন করবে। তাই আপনার সাবস্ক্রাইবার এর বা AUDIENCE এর ব্যপারে ভাল একটা ধারনা রাখা জরুরী। প্রকাশ থাকে যে, যেহেতু আপনি আপনার ব্লগ সাইটের জন্য ইমেইল সেন্ড করবেন সেহেতু ধরেই নিচ্ছি যে তারা তাঁদের পছন্দমত কন্টেন্টই পেতে যাচ্ছে। তাই প্রত্যেক ক্যম্পেইন সেন্ড করার ২৪ বা ৪৮ ঘণ্টা পর আপনি একটা পূর্ণ রিপোর্ট পেতে পারেন। এই ভিডিওটি আপনি দেখতে পারেঃ https://www.youtube.com/watch?v=W9HMSezr5hM (Mailchimp  Official Video )

৮ ল্যান্ডিং পেইজ তৈরি করাঃ

কিভাবে মেইলচিম্প এ একটি ল্যান্ডিং পেইজ তৈরি করে সাইন আপ সিস্টেম রেডি করা যায়ঃ এই ভিডিও টি দেখেনঃ https://youtu.be/wYTq1cSpBAI

৯। সিরিজ ইমেইল কিভাবে সেট করতে হয়;

এই ভিডিও দেখে শিখে নিতে পারেন কিভাবে একটি ফ্রী মাইলচিম্প একআউন্ট দিয়ে সিরিজ ইমেইল পাঠাতে হয়। https://youtu.be/2-eQJ24r-JQ

১০। ডোমেইন কিভাবে ভেরিফাই করবেন,

যেন আপনার ইমেইল দেখে মনে হবে যে আপনি আপনার সাইট থেকে ইমেইল পাঠিয়েছেন । এই ভিডিওটি দেখে নিন। ঃ https://youtu.be/8cTLrmVxSog ( অনেক পুরোনো, নতুন আরো সহজে করা যায় ) এবার আসুন জেনে নেই কিভাবে আমরা আমাদের সাইটে এত সব সুবিধা কাজে লাগাতে পারি। একটি কথা মাথায় রাখতে হবে যে, সাইট অনুযায়ী উপরের সকল সুবিধা হয়ত এক সাথে কাজে নাও লাগতে পারে। প্রত্যেকটা বিষয়ই আপনার বা আপনার সাইটের জন্য দরকারি নাও হতে পারে। তবে জেনে রাখুন, আপনি যদি একেবারেই নতুন হয়ে থাকনে আর ট্রাফিক নিয়ে ঘাটা ঘাটি নাও করতে পারেন তবুও কোন সমস্যা নেই। এবার একটি গুরুত্বপূর্ণ টেকনিক জেনে নেই যার ফলে ভিজিটর তার নিজের ইমেইল আইডি আপনাকে দেবে এবং আপনার ইমেইল পাবার জন্য মুখিয়ে থাকবে।

 

  • Creating a Contact Management and Segmentation Strategy
  • Sending the Right Email
  • Creating a High-Performing Email
  • Understanding Email Deliverability
  • Outlining the Design of Your Marketing Emails
  • Analyzing Your Marketing Emails
  • Testing Your Marketing Emails
  • Developing Relationships With Lead Nurturing

 

Important FAQ About Email Marketing

You can make a drip campaign for anything: to nurture a freemium customer, to convert a blog subscriber, or to deliver relevant content to leads from a certain industry. There are no limits to the type of campaign you can create, although there are a few common types. I go over them below.

Types of Drip Campaigns:

Sales Followup Email Sample? 
Ans: https://www.hubspot.com/sales/sales-follow-up-email

ওয়ান ড্রিপ ইমেল মার্কেটিং ইন্টারভিউ স্যাম্পল অফ মি।

Sub 01: Get ergonomic school and office furniture from 100 years of the experienced multinational company.

Sub 02: Do you need ergonomic school and office furniture? Deutsch Fabriken is here to solve your furniture porblems.

Hi Pias Khan,

My name is Mahbub, and I’m the founder of Deutsch Fabriken, a Germany-based multinational firm with over 100 years of expertise producing ergonomic school and office furniture.

We produce all your necessary ergonomic school and office furniture, We make sure following things when we make furniture:

1. Health and safety
2. Ergonomics
3. Mobility and functionality
4. Aftercare and servicing
5. Value for money
6. Durability and strength
7. Fit-for-purpose

Deutsch Fabriken is a leading supplier of school and office furniture in the Boston area. We have supplied furniture to over 60 educational institutions and offices across the country and our products speak for themselves. Feel free to contact us with any queries about purchasing furniture for your school, college, or office!

What would be the best way to get 15 minutes on your calendar to explore if this would be valuable to IDC School?

Best,
Pias Khan

================

Sub 01: How can we improve your school or office furniture?
Sub 02: 7 facilities to see before buying school or office furniture

Hi Pias Khan,

Hope you are doing well, I have exciting news for you. This month Deutsch Fabriken’s successfully partnered with prominent Boston architectural firm, AD Associates & K-12 STEM Academy. Deutsch Fabriken provided all of the furnishings, which include ergonomic sit-to-stand desks specifically designed for growing children, their signature ‘wobbly’ stools that are designed to help young students focus, and innovative modular storage solutions in each classroom.

I’m sure improving your team’s & student’s productivity is a top priority for you. I thought I’d send you “7 facilities to see before buying school or office furniture” (www.deutschfabriken.com/7-facilities-to-see-before-buying-school-or-office-furniture) for you to review.

If you’d like any additional information about {How can we improve your school or office furniture?], I’d be more than happy to have a quick chat over the phone.

Just let me know if you have any questions or would like to have a more in-depth conversation. I’m here whenever you need me.

Mahbub Osmane

================

Title: Grow Your Sales & Client Base With Data-Driven Digital Marketing Service
Hi There,

I have been working as a 360″ digital marketer (Social, SEO, Paid, Organic, PR) you can check it https://mahbubosmane.com/about

I have
– Manage and execute 360 degree marketing campaigns for B2B products ( https://mahbubosmane.com/products ) / services ( https://mahbubosmane.com/services/ ) (bytecodesoft.com, mahbubosmane.com & bpoengine.com )
– I can execute from creative to full execution
– I can Manage 360-degree programs (digital ads, https://mahbubosmane.com/adwords-clients/ and https://mahbubosmane.com/facebook-ad-clients/ growth hack, SMS, email, database development, forums, coupons, etc)
– I am able to Launch a series of press releases, supported with press direct outreach and influencer campaign
– I can do work for n95 masks and medical supplies as now I am working for http://hasanatalamgir.net/

Let’s have a voice/video call.

Regards,
Mahbub

এখনো আপনার মনে কোন প্রশ্ন আছে? অথবা আমাদের থেকে কল পেতে চান?

তাহলে নিচের ফরমটি পুরন করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো, ইংশাআল্লাহ! আপনি আমাদেরকে ০১৭১৬ ৯৮৮ ৯৫৩ / ০১৯১২ ৯৬৬ ৪৪৮ এই নাম্বারে কল করতে পারেন, অথবা ইমেল করতে পারেন hi@mahbubosmane.com এই ইমেলে, আমরা আপনাকে কোনভাবে সাহায্য করতে পারলে খুশি হব, ধন্যবাদ ।


    মাহবুবওসমানী.কম এর সার্ভিস সমূহঃ

    Leave a Comment

    Your email address will not be published. Required fields are marked *

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    This div height required for enabling the sticky sidebar
    Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views :