Hit enter after type your search item
মাহবুবওসমানী.কম

ডিজিটাল মার্কেটিং এজেন্সি

এফিলিয়েট মার্কেটিং ট্রেনিং

/
/
/
6015 Views

এফিলিয়েট-মার্কেটিং-ট্রেনিংএফিলিয়েট মার্কেটিং ট্রেনিং

আমি নিশ্চিত ভাবে বলতে পারি, আপনি টাকা ইনকাম করতে চান, আর তা যদি হয় প্যসিব ইনকাম তা হলে তো কথাই নেই।  কে না চায় ৯ টা টু ৫ টার জব ছেড়ে দিতে, কে না চায় তার নিজের বস হতে। আপনার টাকা ইনকাম করার কারন যাই হোক না কেন, আপনি ঠিক যায়গায় এসেছেন।

তবে ইনকাম করার এই পদ্ধতিটা ফ্রি না 🙁 যেহেতু আমরা আপনাকে পার্সোনালভাবে ২-৩ মাস ধরে দিনে ৩০+ ঘন্টা সময় দিতে হবে, দিতে হবে স্টেপ বাই স্টেপ গাইডলাইন, দিতে হবে আপডেট রিসোর্সগুলি, দিতে হবে ৩/৬ মাসের গ্রুপ সাপোর্ট, তাই আপনাকে পে করতে হবে অল্প কিছু। আর ফ্রি কিছু পেলে মানুষের কাছে মূল্যায়ন থাকেনা, এই ট্রেইনিংগুলির লেসনগুলি সহজ করার জন্য আমি সর্বোচ্চ চেস্টা করেছি, এমন কি আমি স্পেশাল ট্রাম ব্যবহার করিনি যাতে করে বিগিনাররা সহজে বুঝতে পারে।

এই ট্রেনিং এর মডিউল গুলি একেবারে প্রথম থেকে শুরু করে ( যেমন: what is affiliate marketing? ) এডভান্স টপিক  (যেমনঃ Web Development Basic, Keyword, Content Writing, SEO & Linkbuilding, Blogging Niche Affiliate Marketing Training ) আমরা শিখাবো।

এছাড়া আমরা অনেক ফ্রি টুল দিবো, যেমনঃ keyword tool,site rank checker and free broken link checker. আরো থাকবে এডভান্স এফিলিয়েট মার্কেটিং টুল যা আপনার বিজনেসকে দিন দিন বাড়িয়ে দিবে।

আমরা নিয়মিতভাবে লারনিং মেটেরিয়ালস এড করবো, যা আপনারা আমাদের সাইট MahbubOsmane.com তে পাবেন। এছাড়া আমাদের ফ্রি টিউটোরিয়াল আছে যা শিখলে আপনি অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং এ সাক্সেলফুল হতে পারবেন। দিন দিন আমরা আরো নতুন মেটেরিয়ালস এড করবো আমাদের টিউটোরিয়লস পেজে।

তবে বাইটকোডের স্টেপ বাই স্টেপ এফিলিয়েট মার্কেটিং গাইডলাইনে মূলত আপনারা শিখতে পারবেন অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং, এছাড়া  ক্লিকব্যাংক, সি.জি, ইবে  সহ আরো কিছু ডিজিটাল প্রোডাক্ট এফিলিয়েশনের ব্যসিক নিয়মগুলি আলোচনা করা হবে। যাতে করে এফিলিয়েশন করে লাইফটাইম প্যাসিব ইনকাম মডেল দাড়া করাতে পারেন।  

 

If You’ve Ever Wanted Your Own Amazon Product Review Site But Don’t Know Where To Start, Then Read This Article

কোর্স হাইলাইটসঃ

মোট ১৮ টি ক্লাস পাবেন আপনি, এখানে ১৪ টি ক্লাস, আর ৪ টি ক্লাস আমরা আপনাকে গাইড দিবো, আপনি নিজে নিজে কাজ করবেন।

পাঠ্যক্রম:

  • অ্যামাজন অ্যাফিলিয়েট কি? এই সিস্টেমটা কীভাবে কাজ করে?  এফিলেয়েট হিসাবে কেনো আমরা এটাকে চুজ করবো?
  • অ্যামাজন কীভাবে আমাদেরকে পে করবে? কি ভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট একাউন্ট সেটাপ করতে হবে?
  • কেস স্টাডি : নিশ নির্বাচন , কিওয়ার্ড রিসার্চ, লিঙ্কবিল্ডিং কম্পিটশন এনালাসিস,
  • কম্পিটশন সাইটের অনপেইজ এনালাসিস , এডিশনাল এনালাইসিস,
  • স্টেপ বাই স্টেপ এফিলিয়েট সাইট তৈরি।
  • প্রোডাক্ট সিলেক্টশন+ কিওয়ার্ড কম্পিটিশন এনালাইসিস।
  • ৫৬ কিওয়ার্ড সিলেকশন + এদের স্ট্রাকচার তৈরি।
  • ডোমিন হোস্টিং সিলেকশন।
  • ওয়েবসাইট ক্রিয়েশন এন্ড আর্কিটেকচার।
  • A-2-Z কনটেন্ট তৈরি।
  • ইন্টারনাল + এক্সটারনাল লিংক তৈরি।
  • সোশ্যাল মিডিয়া প্রমোশন। ( ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, গুগুল প্লাস, রেডিট+লিঙ্কডিন)
  • লিংক বিল্ডিং A-2-Z।
  • মার্কেটিং এন্ড লিড জেনারেশন।
  • এডিশনাল মার্কেটিং এন্ড লিড জেনারেশন।
  • মনিটাইজেশন।
  • প্রাক্টিক্যাল কাজ ও ওয়েবসাইট রিভিউ বাই ইন্সটাক্টর।
  • প্রাক্টিক্যাল কাজ ও ওয়েবসাইট রিভিউ বাই ইন্সটাক্টর।
  • প্রাক্টিক্যাল কাজ ও ওয়েবসাইট রিভিউ বাই ইন্সটাক্টর।

কোর্সের সময়সূচীঃ 

 

ক্লাশ শুরু: পরবর্তী ব্যাচের সময়সূচী কল অথবা এস এম এস করে জানিয়ে দেয়া হবে। সময়: বিকাল ৪ টা থেকে ৬ টা পর্যন্ত। আসন সংখ্যা মাত্র ১০ টি। যারা আগ্রহী নির্দিষ্ট টাকা পেমেন্ট করে এই ফর্ম ( https://goo.gl/urCTnM ) টি পূরণ করে রাখুন, আমরা সময় মতো আপনাকে কল করবো। কোর্স ফি: ১৫,০০০ টাকা।

 

আপনি কেনো এফিলিয়েট মার্কেটিং করবেন?

 

এফিলিয়েট মার্কেটারদের জন্য  ১২ টি এক্সক্লুসিভ সুবিধা

  1. বাসায় বসে বিজনেস করতে পারবেন, যার কারনে পরিবারকে প্রচুর সময় দিতে পারবেন।
  2. এফিলিয়েশন বিজনেসে আপনি আপনার নিজের বস! কেউ আপনাকে বলার নাই, এটা করো বা ওইটা করো।
  3. অল্প ইনভেস্টমেন্টে আপনি শুরু করতে পারবেন, প্রোডাক্ট রাখার ঝামেলা নেই।
  4. নির্দিষ্ট কাজের সময় নেই, যখন ইচ্ছা কাজ করতে পারবেন।
  5. প্রতিদিন কাজে যেতে হয় না, ট্র্যাফিক জ্যামে পড়ে থাকতে হয়না, এমনকি আপনি যেখানে সেখানে বসে কাজ করতে পারেন।
  6. আপনি যেই কাজ করতে ভালোবাসেন, তা করতে করতেই আপনি ভালো একটা এমাউন্ট ইনকাম করতে পারবেন।
  7. ব্যসিক ইংরেজি আর কম্পিউটার চালাতে পারলে আপনি এই কাজ ধীরে ধীরে শিখতে পারবেন।
  8. এই বিজনেস শুরু করতে আপনার দরকার একটা কম্পিউটার আর ভালো ইন্টারনেট কানেকশন।
  9. যেইসব কোম্পানির প্রোডাক্ট এফিলিয়েট করবেন আপনি, তদের খুব ভালো ইন্সট্রাকশন পাবেন আপনি কারন আপনি সেল করতে পারলে তাদেরই বেশি লাভ, আর আপনার লাভ তো আছেই।
  10. এটা এমন একটা পাসিভ ইনকাম যা দিন দিন বাড়বে, তবে আপনাকে কাজ করতে হবে তুলুনা মূলক কম।
  11. আপনি মূল সাইট টা দাড় করিয়ে ফেললে, আপনার সন্তান বা কাছের কাউকে বিজনেস টা একটু শিখিয়ে দিলে দিন দিন সে এটা মনিটাইয করতে পারবে।
  12.  এছাড়া Cost effective, Global Market, Almost No Fees, No Storage, No Shipping, No customer support, Passive income, Work from home, Blogging Niche Affiliate Marketing Training.

কি কি লাগবে আপনার এফিলিয়েশন করার জন্য?

  • পার্সোনাল কম্পিউটার ও ইন্টারনেট কানেকশন।
  • ইংরেজি লিখতে ও পড়তে জানা।
  • ওয়েবসাইট ডেভেলাপমেন্টের ব্যসিক স্কিল।
  • কিছু ইনভেস্টমেন্ট করার সক্ষমতা।
  • উদ্যোক্তার গুনাবলি থাকতে হবে।
  • ভর্তি পরীক্ষায় পাশ করতে হবে।
  • বয়স ১৮+ হতে হবে।
  • ন্যুনতম এস-এস-সি পাশ হতে হবে।

আপনি কোর্স করলে কি পাবেন?

 

  • দেড় ঘন্টা করে ১৮+ লেকচার।
  • এফিলিয়েট সাইট তৈরি করাতে পারবেন যা মনিটাইয করে লাইফ টাইম ইনকাম করা সম্ভব।
  • নিস সাইট করে ভালো দামে বিক্রি করে দিতে পারবেন।

কাদের জন্য এই কোর্স?

 

  • যারা  অনলাইন থেকে লং টাইমের জন্য প্যসিভ ইনকাম করতে চায় বিশেষ করে নিস / অ্যামাজন এফিলিয়েশন অথবা ব্লগিং করে।

এফিলিয়েশনের ফিউচার কেমন?

এফিলিয়েশনের ফিউচার কেমন তা জানতে হলে শুধু মাত্র তিনটা সাইট দেখুন। নাম্বার সাইটটা মাস্ট দেখতে হবে  সাইট ১  ,  সাইট ২  ও  সাইট ৩

 

 

Ans: এফিলিয়েশন অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, তাই শিখব বললেই সব শেখা সম্ভব নয়। যা প্রয়োজন তা শিখে নিতে হয়।সেই দিক থেকে এফিলিয়েশন দুই কারণে শেখা হয়। ১. লং টাইমের জন্য প্যসিভ ইনকাম করতে ২. এফিলিয়েশন ক্যারিয়ার গড়তে।
এফিলিয়েশন পেশা হিসেবে চরম সম্ভাবনাময়। আগের আলোচনা থেকে অনেকটাই উঠে এসেছে যে কেন এখনকার মার্কেট জায়ান্ট কোম্পানি হতে গেলে ইন্টার্নেট তথা গুগলের সাহায্য নিতে হবে। আর একটা কোম্পানি তো অবশ্যই কিছু কর্মীর সমন্বয়ে হয়। আর ভেবে দেখুন না এফিলিয়েশন যেহেতু অনেক বড় একটা ব্যাপার সেহেতু অবশ্যই একটা কোম্পানীর এফিলিয়েট মার্কেটিং এর জন্য এক থেকে একাধিক কর্মী লাগবেই, সেটা পার্মানেন্ট হিসেবে হউক অথবা আউটসোর্সড। আর এটা বলার অপেক্ষা রাখেনা যে এখনকার এমন কোন প্রতিষ্ঠান নেই যাদের ইন্টার্নেট নির্ভর মার্কেটিং দরকার নেই, ইকমার্স ভেঞ্চার বলুন আর ট্রেইনিং সেন্টারই বলুন, অথবা সার্ভিস সেলার, সবারই দরকার এফিলিয়েশন । আর যেহেতু আউটসোর্সিং আপনাকে শুধু দেশের অভ্যন্তরে নয়, পৃথিবীর যেকোন প্রান্তের জন্য কাজ করার দ্বার খুলে দিয়েছে, আসলেই কি কাজের অভাব হবে?

 

এফিলিয়েশনে মুখোমুখি হতে হয় এমন সমস্যাঃ

 

Ans: আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি এবং মুখোমুখি হতে হয়েছে এমন কিছু সমস্যা হলঃ
১. যখন অন্য কারও জন্য এফিলিয়েশন করতে হয়, একটা সার্ভিস হিসেবে তখন ক্লায়েন্টকে ফলাফল সম্পর্কে পরিপূর্ণভাবে আস্বস্থ করা সম্ভব হয়না, যে অবশ্যই ডেডলাইনের মধ্যেই সাইট প্রথম পেইজে আসবে গুগলে বা পেইজ রেঙ্ক বেড়ে একটা নির্দিষ্ট মান হবে। এর প্রধান কারণ গুগলের এলগরিদম প্রতিনিয়ত পরিবর্তন হওয়া। কেম্পেইনের শুরুতে এক মেথড ব্যবহার করলে দেখা যায় মাঝখানেই আবার এলগরিদম পাল্টেছে।

২. এফিলিয়েশনের প্রতিনিয়ত আপডেট গুলোর সাথে তাল মিলিয়ে থাকতে না পারা।

৩. এফিলিয়েশন অটোমেশন বা একটা সয়ংক্রিয় এফিলিয়েশন ক্যাম্পেইন তৈরি করলে দেখা যায় গুগল এলগরিদমের নড়াচড়ার কারণে ক্যাম্পেইন নষ্ট হয়।

৪. শুরুর দিকে অনবিজ্ঞ হওয়ার কারণে অনেকেই গুগল সার্চ করে পুরনো মেথড গুলো শিখে সেগুলো কাজে লাগাতে চায়, আর সেখানেই বিপত্তি, গুগল এলগরিদম এমনভাবে পরিবর্তন হচ্ছে যে আজকের ইথিকাল বা হোয়াইটহেট এফিলিয়েশন সিস্টেম আগামীকাল এলগরিদম পরিবর্তনের ফলে আন-ইথিকাল বা ব্ল্যাকহেট এফিলিয়েশনে রূপ নেয়। আর ব্ল্যাকহেট এফিলিয়েশন করা মানে হিতে বিপরীত হওয়া।

৫। এছাড়া এফিলিয়েশন হচ্ছে  লং টাইম গেইম, আপনাকে এখানে লেগে থাকতে হবে, নিয়মিত কাজ করতে হবে কাজ জানলে তেমন ইনভেস্ট করতে হবে না।

কেন এফিলিয়েশন কোর্স করা দরকার? শেখার জন্য গুগলই পর্যাপ্ত নয় কি?

 

Ans: হ্যা, অবশ্যই গুগল পর্যাপ্ত, কারণ গুগল থেকে পুরো পৃথিবীর ট্রেইনার দের রিসোর্স আমরা পাচ্ছি।

কিন্তু বোঝার ব্যপার হল, আমি যেসব সমস্যার কথা বলেছি, এর মধ্যে ৪র্থ নম্বরে বললাম গুগল থেকে যে পুরনো মেথড শিখে কাজে লাগায় তা উলটো রেজাল্ট দেয়, যেমন গুগলের পেইজে দেখাও না যেতে পারে আপনার সাইট। আপনি কিভাবে বুঝবেন যে ঐগুলো পুরনো হয়ে গিয়েছে কিনা?? আবার যেহেতু ব্লগিং করে আয় করা যায় সেহেতু অনেক অদক্ষ এস.ই.ও ওয়ার্কাররাও এস.ই.ও নিয়ে টিউটোরিয়াল লিখতে পারে যাতে অনেক ভুল থাকে, তার মানে আপনি ভুল শিখবেন।

সব মিলিয়ে বলতে গেলে একজন সয়ংসম্পূর্ণ মেন্টর আপনার দরকার রয়েছে শেখার জন্য। তবে এইটা তো আর ইংরেজি আর অংকের মত বিষয় নয় যে প্রাইভেট টিউটর রাখবেন, এর জন্য দরকার একটি ট্রেইনিং সেন্টার। ট্রেইনিং সেন্টার সম্পর্কে আমার তিক্ত অভিজ্ঞতা আছে, বাংলাদেশের ৯০% ট্রেইনিং সেন্টারই একটা সিলেবাস ধরিয়ে দেয় আর টুকটাক ট্রেইন করার নামে টাকা হাতিয়ে নেয়। তাই আমি ট্রেইনিং সেন্টার পছন্দ করিনা। তবে এখন কিছু ট্রেইনিং সেন্টার রয়েছে যাদের ব্যাপারে আমার পজিটিভ ভিউ আছে। এর কারণ হল এইসব ট্রেইনিং সেন্টারের কর্ণধার এবং ট্রেইনাররা ফেসবুক, ব্লগ ইত্যাদি মাধ্যমে হাজার হাজার এস.ই.ও বা অন্যান্য কোন বিষয়ে পরামর্শ দিয়ে আসছেন, শিখিয়ে আসছেন এবং তাও সম্পূর্ণ বিনামূল্যে। আর যারা বিনামূল্যে এভাবে শিখিয়ে যাচ্ছেন, তারা নাম মাত্র ফী নিয়ে কোর্স করালে যে কিছু শেখাবেন না অন্যদের মত এটা কেউ বললে সে বোকার স্বর্গের বাসিন্দা ছাড়া আর কিছু নয়।

কোর্স ফি কতো?

 

  •  ১৫,০০০ টাকা।
  • আসন সংখ্যা মাত্র ১০ টি। যারা আগ্রহী নির্দিষ্ট টাকা পেমেন্ট করে এই ফর্ম ( https://goo.gl/urCTnM ) টি পূরণ করে রাখুন, আমরা সময় মতো আপনাকে কল করবো।
  • অনেকগুলি পেমেন্ট অপশন পেতে এই লিংকে ভিজিট করুন।
  • কোন স্কুল / কলেজ / ইউনিভার্সিটি হতে বিশেষ টীম করে আসতে চাইলে স্পেশাল ভাবে সময় দেয়া হবে তাদের সুবিধা অনুযায়ী। এই কোর্স থেকে যারা ভালো করবে তাদের নিয়ে গ্রাফিক ডিজাইন টীম গঠন করা হবে এবং তাদের নিয়ে প্রফেশনাল কাজ করা হবে।

 

কোথায় শিখবেন?

 

 

আরো বিস্তারিতও জানার জন্য ভিজিট করুনঃ “If you have any question about our services, short course or long course, please ask it in our FB Group or using the contact page. Also, you can know details from our Digital Marketing Blog

 

কিছু গুরুত্বপূর্ণ রিসোর্স।

এই কোর্সের জন্য আমাদের ফ্রি কিছু টিউটোরিয়াল

7 Big Mistakes New Affiliate Marketers Make

How You Can Build A 6 Figure Blog In Less Than 12 Months

How To Be Successful With The Amazon Associates Affiliate Program

Blogging Niche Affiliate Marketing Training

 

এফিলিয়েট মার্কেটিং শুরু করার জন্য ৫ টি সহজ টিপস।

কিছু প্রশ্ন ও উত্তর।

 

What is the main thing I will get out of this course?

That’s easy. You’ll learn all the steps to creating and growing a site into profitability.

But what makes this course stand out is that it’s not just about building a site and making a few dollars per day.

You could learn that by picking up basic SEO and niche site strategies.

The Niche Site Course is about building it in a very specific way to scale and grow it to a full-time income. It’s about building something that stands the test of time and grows stronger over time.

It’s about building a niche site into an asset that makes you enough money that you could call it a business.

What would a site that makes $100… even $50/day… every single day mean for you?

And what would grow it to hundreds per month mean?

Is it worth your time to learn the skill set to build something like this for yourself?

Everything you need, the exact step-by-step training plan is inside. All you need to do is apply it to yourself.

And if you ever have a question or need a hand, I’m here to help you. Your investment in The Niche Site Course includes access to my priority email support that you can use to ask questions or just bounce ideas off of. I’m here to help you along.

Is this course just about Adsense?

Not at all. The core focus of this course is about SEO and niche sites. Adsense is simply a monetization strategy that I use to make money from my sites.

The SEO and niche site strategies in the course can be used for all different kinds of monetization methods, whether it be Amazon, affiliate blogs, or even SEO client work.

Will I need to buy a bunch of tools and software once I join?

Nope. Apart from the domain and hosting to set up your site, you won’t need to buy anything.

Everything you need can be done with the free versions of freemium tools.

You can always choose to buy the full versions later on if you feel confident about them.

Will taking this course to qualify me as an SEO expert?

Taking it alone won’t automatically make you an SEO expert. But if you can follow the strategies, and build your profitable niche site, then you can consider yourself an expert.

Not many people in the world know how to do what you do.

One person asked me, “Can I get a job in SEO learning from your course?”

And here’s my answer. My first and only SEO job were for a fairly large and reputable SEO firm. I had NO PROFESSIONAL SEO EXPERIENCE. I never had an SEO job before. I never worked at an agency. I had nobody they could call who could tell me I’m a great SEO, who knows what I’m doing. I didn’t even know what agencies did differently from me when it came to link-building and site optimization.

But I got the job. Out of I’m guessing at least 50 applicants.

I eventually asked why they chose me, and they answered: I was the only one with practical experience. Nobody else could show them any real results they got. I was the only one who had sites of my ranking and making money.

I didn’t need references or a resume. Well, I did have a resume. But nothing on it was even closely related to the SEO position. But my niche sites were my real resume. It was proof that I know what the heck I’m doing.

To answer the question, yes. If you know how to rank your sites and drive traffic to them, then you’re more hireable to SEO agencies than most college grads.

Although the main goal of this course is to build a full-time income for yourself to the point where you never have to work a job anymore, it’s still nice to know you have this in your back pocket.

I’m pretty experienced in SEO and internet marketing already. Will this course help me?

The strategy in The Niche Site Course is the best way of building a profitable niche site that I know of.

It’s the result of years of building niche sites and testing different SEO and link building strategies.

While you might be already familiar with some of the more basic strategies like keyword research and competition analysis, the way everything is put together will probably open your eyes to how niche sites are grown to scale.

A lot of what I do is self-taught out of my experiments and experiences with growing my sites.

For instance, the way I go through growth planning and keyword research are probably very different than what you’ve learned elsewhere.

I always say that there’s a big difference between sites that make a few dollars per day and sites that make hundreds per day.

And this course will show you exactly what that is, and how to implement them into your sites.

The course, while containing a ton of training material, is very easy to follow along. Plus, it’s got tons of examples to help you visualize and follow along.

How often is The Niche Site Course updated?

I have started this Niche Site Course in September of last year, 2015.

This is the biggest update to the course and is now a much more complete training course with new and updated lessons, and new bonuses to ensure you succeed.

As I receive questions and feedback from previous members, I’m constantly making notes every week on what else I need to improve in the course. The course will always continue to be updated with more SEO strategies and bonus material in the future.

Can I enroll in The Niche Site Course later this year?

Right now, the Niche Site Course is open until I close it.

Once it closes, I’m not sure when it will re-open again.

But I do know this:

I will continuously be adding a lot of new, valuable content to the course. And with that added value comes a higher price point.

But if you invest in the Niche Site Course today, you’re “locked in” for lifetime upgrades at no extra cost to you. My group is available for you.

What are the available payment options?

To get all our payment options, please visit this link.

What if I buy and want a refund?

Sorry! We don’t have refund option for you, but you can take another course or service instead of this with the same value within 15 days.

OK, Chris, I’m ready to enroll. What are the next steps?

If you are interested in enrolling in the course, please pay the amount (15000BDT) & fill up this form, Once you do that, you’ll be officially enrolled in the program. Congrats! Now you are doneAnd wait for our call within 24 hours or you’ll get a confirmation email, along with a receipt with all the information.

And if you run into any issues or have any questions, shoot me an email at contact@bytecode.com.bd, and I’ll help you out.


Imagine waking up every day, excited to check your traffic stats, and to check how much money you’ve made overnight.

To be honest, that’s what enables me to wake up every day and jump out of bed excited to start working.

There are a lot of different ways to build niche sites and a lot of different ways to grow them.

The way I prefer, and the method I teach is one where you grow it into an actual business – that means sustainable traffic, earnings, and growth. It means practicing solid SEO practices and utilizing strategies that allow massive scale.

If that’s the strategy you’re interested in learning, jump on board and enter the training course.

Imagine the confidence you’d have with a step-by-step game plan. Not only would it make the job of generating traffic MUCH easier, but you’re also apt to get exponentially better results.

Don’t be the lone wolf I was and try to learn everything by yourself.

And yes… if I had to start all over again, this is the EXACT method and strategy that I would use.

এখনো আপনার মনে কোন প্রশ্ন আছে? অথবা আমাদের থেকে কল পেতে চান?

তাহলে নিচের ফরমটি পুরন করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো, ইংশাআল্লাহ! আপনি আমাদেরকে ০১৭১৬ ৯৮৮ ৯৫৩ / ০১৯১২ ৯৬৬ ৪৪৮ এই নাম্বারে কল করতে পারেন, অথবা ইমেল করতে পারেন hi@mahbubosmane.com এই ইমেলে, আমরা আপনাকে কোনভাবে সাহায্য করতে পারলে খুশি হব, ধন্যবাদ ।


    মাহবুবওসমানী.কম এর সার্ভিস সমূহঃ

     

    6 Comments

      • যশোরে আপদত আমাদের কোন শাখা নেই, তবে অনলাইনে আপনি এই কোর্স করতে পারেন। যোগাযোগ করতে হলে এই লিংক ভিজিট করুন, ধন্যবাদ।

    1. hi,hello
      assalamu-alaikum..
      shortly i say that i wants to complete amazon affliate course under yourself. i am stay khulna.ican’t come your office.have any alternate way ? please ans.

    Leave a Comment

    Your email address will not be published. Required fields are marked *

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    This div height required for enabling the sticky sidebar
    Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views :