Hit enter after type your search item
মাহবুবওসমানী.কম

ডিজিটাল মার্কেটিং এজেন্সি

অ্যামাজন অ্যাফিলিয়েশন কাদের জন্য?

/
/
/
4236 Views

Amazon-Affiliate-Program-and-Amazon-SellingAmazon affiliate for whom?

আমাজন অ্যাফিলিয়েট নিয়ে দেখছি অনেক মানুষের আগ্রহ, এটা দেখে ভালই লাগছে, আশা করছি ভালো কিছু প্রফেশনাল নিয়ে এই সেক্টরে আমরা একটা বিপ্লব ঘটাতে পারবো, ইনশাআল্লাহ্‌। মার্কেটিং রিলেটেড কিছু হচ্ছে, এমন কিছু দেখলেই আমার ভালো লাগে। আমার ইন্টারনেট মার্কেটিং নিয়ে বড় একটা পরিকল্পনা আছে, জানিনা আল্লাহ্‌ সাক্সেস করবেন কিনা, তবে  লেগে আছি, লেগে থাকবো, ইনশাআল্লাহ্‌। তবে আমার এই পোস্টের আসল উদ্দেশ্য হচ্ছে কিছু ব্যসিক বিষয়ে “হুজুগে বাঙ্গালিদের ” জানিয়ে দেয়া। এইবার মূল মূল কিছু পয়েন্টে নিয়ে আলোচনা করি।

অ্যামাজন অ্যাফিলিয়েশন কাদের জন্য ভালো হবে?

উত্তরঃ

১। যাদের কিছু ইনভেস্ট করার সক্ষমতা আছে, ৪০০০০-১০০০০০ টাকা প্রতিটা নিস সাইটের জন্য, নিজে কাজ না করলে আরো বেশি টাকার দরকার হবে, যার নিশ যত বড় মানে যত কম্পিটিভ তার ইনভেস্ট দরকার হবে তত বেশি। খরচের একটা তালিকা দিয়ে দিলাম।

খরচের একটা তালিকা দিয়ে দিলাম। মনেকরুন সব কাজ আউটসোর্স করবেন ( মানে আমাকে হায়ার করবেন নিস সাইট করার জন্য 😛 ) তাহলে আপনাকে যেই যেই খরচ গুলি করতে হবে, আমি এখানে মিনিমাম হিসাব দেয়ার চেস্টা করবো।

  • Niche+ Keyword Research (there will be total 1+10+ 25= 35 keywords) = $150
  • Domain & Hosting for 1 year= $40
  • Website Development and Design with basic graphic work: $300
  • Content Writing  70-100 Articles minimum, 300-3000 word/per article, if you calculate average 400 words each article, then per 400-word article cost will be $4 ( minimum), so 100*4$= $400
  • Basic Social Media setup= $50
  • Basic YouTube Marketing= $50
  • Forum Marketing= $50
  • Blog Marketing= $50
  • Web 2.0 site Development= $100
  • Total link building (Directory, Q/A Site Backlinks, Content Marketing, WikiBacklinks, Guest Posting, Resource Link Outreach, Image Backlink, Press Release and so on)= $300

এখানে আমি মোটামুটি $১২০০ কাজের একটা লিস্ট দিলাম, যা কিনা মিডিয়াম মানের প্রফেশনাল হিসাবে যেই কেউ দাবি করবে, আরো হাই লেবেলের প্রফেশনাল হলে খরচ আরো বাড়বে, এখানে যেই খরচের লিস্ট দিলাম, তা আমার কাছে মিনিমাম মনে হয়েছে, এখন কথা হলো যেই যেই কাজ আপনি নিজে নিজে করবেন ওই খরচ বাদ দিয়ে দিন, তারপর আপনার কত খরচ হবে ক্যাল্কুলেশন করে নিন। এছাড়া আরো $২০০ ধরে রাখুন সফটওয়্যার কিনার জন্য অবশ্য এটা ওয়ান টাইম, কিছু আছে রিকারিং।
২। যারা মিনিমাম প্রফিট আসার জন্য মানে সেল পাওয়ার জন্য ৩-৬ মাস অপেক্ষা করতে পারবেন মানে যাদের এই পরিমান ধৈর্য আছে তারা আসুন এই ফিল্ডে। শুধু ধৈর্য নিয়ে বসে থাকলে হবে না, ফুল টাইম নিজে কাজ করতে হবে বা অন্যকে দিয়ে করাতে হবে।

৩। যারা একটা নিশ সাইটের জন্য ৩-৬ মাস অল্মস্ট ফুল্টাইম নিজে কাজ করতে পারবেন অথবা কাউকে দিয়ে ফুল টাইম কাজ করাতে পারবেন।

এই ফিল্ডের সম্ভাবনা কি রকম?

উত্তরঃ এই প্রশ্নের উত্তর টা আমি আমাকে দিয়েই দিচ্ছি,

আমি আগামী ৬-১২ মাস শুধু এই ফিল্ডেই কাজ করবো, ইনশাআল্লাহ্‌, কারন আমি চাই কাজ না করে ইনকাম, আমি চাই আগামী ১২-২৪ মাসে আমার ইনকাম হবে ৫কে হতে ১০ কে প্রতিমাসে, ইয়েস এটা সম্ভব, অনেকেই করছেন, প্যাসিভ ইনকামের এর চেয়ে ভালো ফিল্ড হয়তো আছে কিন্তু আমার ৫ বছরের অনলাইনের কাজের অভিজ্ঞতায় জানা নেই, আপনাদের জানা থাকলে দয়া করে আমাকে জানাবেন, আরেকটা কথা আমরা চেস্টার মালিক দেয়ার মালিক উপরওয়ালা।

অনেকেই চিন্তা করছেন ৪০,০০০/ ৫০,০০০ টাকা বিনিয়োগ? আবার ৬ মাস-১বছর কাজ? এতো কিছু? এটার আউটকাম কি? যারা এমন চিন্তা করছেন তাদের জন্য কিছু পজেটিভ আর নেগেটিভ তুলে ধরলাম।

কোথায় শিখবেন বা কীভাবে শুরু করবেন অ্যামাজন এফিলিয়েশন?

উত্তরঃ আসলে অ্যামাজন অ্যাফিলিয়েট করতে হলে মোটামুটি অনেক কিছু জানতে হবে আপনাকে, যেমনঃ কি ওয়ার্ড রিসাস, ব্যাসিক এস এই ও, ব্যসিক ওয়েবসাইট ডেভেলাপমেন্ট অন্তত ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট তৈরি, তারপর সাইটের ব্যাসিক গ্রাপিক ডিজাইন, এস ই ও করে ভিজিটর আনা, অনলাইন মার্কেটিং করে ভিজিটর ধরে রখা, সবচেয়ে দরকার হলো কন্টেন্ট লিখা বা অন্যকে দিয়ে লিখানোর অভিজ্ঞতা (এটার জন্য দরকার হবে আপনার ৬৫% ইনভেস্টমেন্ট)

তাই এর জন্য আমি সাজেস্ট করি, এক্সপার্ট কারো কাছে যাওয়া, যিনি বা যানারা বর্তমানে এই ফিল্ডে কাজ করে টাকা ইনকাম করছেন এমন কারো কাছে যাওয়া, যারা রিয়েল প্রুফ দেখাতে পারবেন তবে চাপাবাজদের কাছে যাবেন না, কেউ ভুয়া প্রমান দেখালে সন্দেহ হলে আমার কাছে আসবেন 😛

অ্যামাজন এফিলিয়েশনে যেহেতু অনেক অনেক কাজ তাই আমি সাজেস্ট করি গ্রুপওয়ার্ক, আলামিন ভাই ৮-১০ জনের টিম নিয়ে গ্রুপ ওয়ার্ক করেই ভালো পজিশনে, আমি শুরু করেছি ৭-৮ জনের টিম নিয়ে আমার জন্য দোয়া করবেন চাইলে আমার টিমে আপনিও আসতে পারেন, টিমে কাজ করলে সবাই সমানভাবে উপকৃত হবো, আরো কিছু সিক্রেট বেনিফিট আছে, যা কিনা গ্রুপ মেম্বারদের জন্য 😛 এ ছাড়া আমার টিউটোরিয়াল গুলি পেতে এখানে ক্লিক করুন।

তবে ইদানীং কিছু ভাইদের অনেক বেশি মার্কেটিং, ট্রেইনিং সেলিং, বুটক্যাম্প সহ এই সব তৎপরতা দেখে আমি অনেক বেশি চিন্তিত তাদের আসল ইন্টেনশন নিয়ে, জানিনা! হয়তো আমি কম বুঝি :(। তাই খুব , খুব অ্যান্ড খুব বেশি সাবধান! টাকা দেয়ার আগে ১০ বার চিন্তা করুন।  আসলে যেই প্রোগ্রামের জন্য আপনি টাকা দিচ্ছেন আপনি কি সাক্সেস হতে পারেবন কিনা বা তাদের থেকে কিছু পাবেন কিনা? অন্তত ১০-১৫ জন মানুষের কাছে জিজ্ঞাসা করে টাকা দিবেন। এই ব্যাপারে আমার কাছ থেকে কনসালটেন্সি নিতে পারেন ফ্রিতে! কনসালটেন্সির জন্য এই গ্রুপে পাবলিক পোস্ট করতে হবে। কোনভাবেই আমাকে ইনবক্স করা যাবেনা।  হুম আমাদেরও কিছু অফার আছে, আমাদের অফার নেয়ার ক্ষেত্রে সেম কাজ করবেন, ইনশাআল্লাহ্‌ আমাদের অফার গুলি যাচাই করে দেখুন, কিছুনা অনেকটাই আপনাদের কথা মাথায় রেখে সাজানো  হইছে, অনেক ভিন্নতা আছে অন্যদের অফার থেকে। তবে আমাদের সামর্থ্য থাকলে আপনাদের আরো অনেক বেশি দেয়ার চেস্টা করতাম। কারো বিরুদ্ধে এই পোস্ট না। বিলিভ মি! সব কিছুর একটা পজেটিভ দিক আছে, যা কিছু হচ্ছে তার একটা পজেটিভ দিক আছে, আর সব কমিউনিটির সব বড় ছোট ভাইদের প্রতি আমার সম্মান আছে, থাকবে। আমি ভালো কিছু করলে দুনিয়া আখিরাত সবা যায়গায় তার প্রতিদান পাবো।  তবে একটা কথা আছে না “সাবধানের মাইর নাই” তাই যার যার অবস্থান হতে সবাই সাবধান থাকবেন।

পজেটিভঃ

১। খুব অল্প সময়ে প্যাসিব ইনকামে যাওয়া সম্ভব, ১-২ বছরের মধ্যে প্রতি মাসে ২০০ ডলার থেকে ১০০০ ডলারে যাওয়া সম্ভব। এই দুইটা সাইটের ইনকাম রিপোর্ট দেখুন, http://www.cloudliving.com/mike-bradford-success-story/  ও http://www.passionintopaychecks.com/how-an-amazon-niche-site-made-me-16843-01-in-one-year-3/ এই রকম অনেক অনেক দেয়া যাবে, লাগলে বলবেন। 🙂

২।  রিস্ক ফেক্টর অনেক কম, ২০/৩০% মানে ১০ টা সাইটের মধ্যে হয়তো ২/৩ টা সাইটের ইনকাম আসবে না, তার মানে হচ্ছে মাক্সিমাম সাইটের আসবে,যেই ২/৩ টা সাইটের আসবেনা তা হচ্ছে কাজের ভুলের কারনে, ধরে রাখতে পারেন সিস্টেম লস, এটা সব বিজনেসে থাকে।

৩। আমার জানামতে প্যাসিভ ইনকামের সবচেয়ে ভালো উপায় এটা। প্যাসিভ ইনকামের এর চেয়ে ভালো ফিল্ড হয়তো আছে কিন্তু আমার ৫ বছরের অনলাইনের কাজের অভিজ্ঞতায় জানা নেই, আপনাদের জানা থাকলে দয়া করে আমাকে জানাবেন, আমি যেই ৮ টা জানি তা হলো

  • Affiliate marketing.
  • Start a freelance business.
  • Network marketing.
  • Flea markets.
  • Investments.
  • Realestate.
  • Royalties.
  • Participate in surveys and paid focus groups.

তবে আমার কাছে আফিলিয়েশনের মধ্যে অ্যামাজন বেস্ট, কেনো বেস্ট তা অন্য একটা পোস্টে বলার চেস্টা করবো।

৪। প্রফিটের পরিমান অনেক বেশি, ট্র্যাডিশনাল বিজনেস চিন্তা করুন, ১ লাখ টাকায় আপনি মাসে কতো পাবেন? মাক্সিমাম ১০,০০০? কিন্তু এই বিজনেসে মাসে ১ লাখ টাকায় ১লাখ টাকা ইনকাম করা সম্ভব, তাও আবার কন্টিনিয়াস ভাবে প্রতি মাসে, যার প্রমান আমি উপরে দিয়েছি।

৫। ধরে নিলাম ৫০,০০০ ইনভেস্ট করে আপনার ইনকাম আসলোনা, তবে গ্রুপে কাজ করলে আপনি যেই কাজ গুলি শিখবেন,বিশেষ করে রিয়েল লাইফ ইন্টারনেট মারকেটিং ( AA, এস ই ও, এস এম এম ) যা দিয়ে আপনি লাইফটাইম চাকরী করে খেতে পারবেন।

৬। আর প্যাসিব ইনকামের অন্য ব্যাপার গুলি নাই বললাম, লাইফ টাইম ইনকাম, বসে বসে ইনকাম, ঘুরতে ঘুরতে ইনকাম,ওই গল্প আপনারা ভালো জানেন আমার চেয়ে, না জানলে নেট থেকে দেখে নিতে পারেন।

নেগেটিভঃ

১। গুগুল পেনাল্টি, এটা হবেনা আপনি যদি স্প্যমিং না করেন, তার মানে আপনি চাইলে এটা থেকে বাঁচা সম্ভব।

২। কিছু ইনভেস্টমেন্ট,এই অল্প পরিমান আপনি যদি ইনভেস্ট করতে না পারেন,  পাসিভ ইনকামের চিন্তা বাদ দেন, একটা চাকরী জোগাড় করে সুখে শান্তিতে থাকেন আর প্রতি বছর দুইটা করে বাচ্ছা পয়দা করেন 😛 ( সাবধান!বিয়েরপর কিন্তু 😛 :D)

৩। অনেক বেশি কাজ? ৬ মাস থেকে ২ বছর একটু বেশি পরিশ্রম করতে না পারলে আপনার জন্য ২ নাম্বার পদ্ধতি 😛

নিছে কিছু রিসোর্স দিয়ে দিলাম যা এই ফিল্ডে নতুন আসা লোকদের অবশ্যই অবশ্যইজানা দরকার।

1. প্রথমেই এইলিঙ্কে যান ব্যসিক প্রশ্ন গুলি জানার জন্য, https://affiliate-program.amazon.com/gp/associates/join/faq.html

2. Associates Program Participation Requirementshttps: https//affiliate-program.amazon.com/gp/associates/help/operating/participation/

3. এই লিঙ্কে দেয়াআছে কীভাবে একাউন্ট করবেন, http://www.wikihow.com/Become-an-Amazon-Associate অথবা এই ভিডিওটা দেখতে পারেন, https://www.youtube.com/watch?v=QLVc1kiETIE

আপনাদের জিজ্ঞাসা

 সার্ভিস সমূহ, মার্কেটিং অথবা কোর্স রিলিটেড যেই কোন প্রশ্ন করতে আমাদের ফেসবুক গ্রুপটি  অথবা কন্টাক্ট পেজ ব্যাবহার করুন।আমাদের সার্ভিস সমূহ,  শর্ট কোর্স  অথবা লংটাইম প্রাক্টিক্যাল কোর্সের ব্যাপারে জানতে আমাদের কোম্পানি ওয়েবসাইট ব্রাউজ করুন।

A strong man can not help a weaker unless that weaker is willing to be helped. And even then the weak man must become strong of himself. He must, by his own efforts develops the streets which he admires in another. None but himself can alter his condition.

আমি অনেক কিছু মিস করতে পারি, আপনারা কমেন্ট বলুন, আমি পোস্টে  অ্যাড করে দিবো আর সবার কমেন্ট রিপ্লাই দেয়ার চেস্টা করবো, ইনশাআল্লাহ্‌। কাজের মাধ্যমে সবার জীবন ভালো কাটুক, এই দোয়া আপনাদের জন্য। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আল্লাহ্‌ যাতে আমার মনের ভালো ইচ্ছাগুলি পূরণ করেন।

এখনো আপনার মনে কোন প্রশ্ন আছে? অথবা আমাদের থেকে কল পেতে চান?

তাহলে নিচের ফরমটি পুরন করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো, ইংশাআল্লাহ! আপনি আমাদেরকে ০১৭১৬ ৯৮৮ ৯৫৩ / ০১৯১২ ৯৬৬ ৪৪৮ এই নাম্বারে কল করতে পারেন, অথবা ইমেল করতে পারেন hi@mahbubosmane.com এই ইমেলে, আমরা আপনাকে কোনভাবে সাহায্য করতে পারলে খুশি হব, ধন্যবাদ ।


    মাহবুবওসমানী.কম এর সার্ভিস সমূহঃ

     

    21 Comments

    1. I hope this article will show the guidelines who likes to start Amazon Affiliate business. It’s a very informative article for the beginners. Thanks the author for his extra ordinary writings.

    2. আসসালামু আলাইকুম, ভাই অল্পপরিসরে গোছালোভাবে বিষয়টি উপস্হাপন করার জন্য ধ্যবাদ….

    3. ভাইয়া আমি মার্কেটিং এ একদম নতুন। আয়ামি শুধু আপনাদের পোস্ট দেখি আর পরি। কিন্তু কিছুই করি না।
      আর হা আমি খুব শিঘ্রই শুরু লরতে যাচ্ছি। কিন্তু আমার ইনভেস্ট করার মত কোনো এবিলিটি নেই। ইনভেস্ট ছাড়া কি কিছু করা যাবে?

      • Beginning this way what i tell you insist on my impression, Almost, you are so much funny guys. I won’t be activist in online because still now I learning this side. still hardworking with seo,(on page&off page optimize) smm, i wish to know affiliation. I have simple question to you that is I working with niche site set up finalizing then increase traffic with article and many others. (simple tell me website I have done 100%. people are coming here but how i get this benefit by this) I can’t understand. sorry for too much.

    4. I think this is very aggressive post ,I came here to learn something but get disappointed. (sorry for that- this concept came from my point of view)

    Leave a Reply to Muktadir Husain Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    This div height required for enabling the sticky sidebar
    Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views :